Home প্রযুক্তি আধার কার্ড জালিয়াতি রুখতে বড় উদ্যোগ, নিজের নামে কত সিম চলছে জানুন...

আধার কার্ড জালিয়াতি রুখতে বড় উদ্যোগ, নিজের নামে কত সিম চলছে জানুন সহজেই

মোবাইল নম্বর জানুন

আপনার অজান্তেই আপনার আধার নম্বর ব্যবহার করে তোলা হয়েছে একাধিক সিমকার্ড? এখন সহজেই জানতে পারবেন সত্যি কী ঘটছে। আধার সংক্রান্ত জালিয়াতি এবং সাইবার অপরাধ রুখতে বড় পদক্ষেপ নিয়েছে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার ও টেলি কমিউনিকেশন মন্ত্রক। তাদের যৌথ উদ্যোগে চালু হয়েছে একটি বিশেষ অনলাইন পোর্টাল, যার মাধ্যমে যে কোনও সাধারণ গ্রাহক জানতে পারবেন তাঁর নামে কতগুলি মোবাইল নম্বর সক্রিয় রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, আধার কার্ড ও ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি রুখতে এই পোর্টালের ভূমিকা আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

কীভাবে নিজের নামের সঙ্গে যুক্ত নম্বরগুলো দেখবেন?

  • প্রথমে সার্চ ব্রাউজারে গিয়ে লিখুন ‘National Cyber Crime Reporting Portal’।
  • পোর্টাল খুললে ‘Report and Check Suspect’ অপশনে ক্লিক করুন।
  • এরপর ‘Report Suspect’ সেকশনে গিয়ে ‘Mobile Connection’ বেছে নিন।
  • আপনার মোবাইল নম্বর প্রবেশ করান।
  • এরপর টেলি কমিউনিকেশন মন্ত্রকের ওয়েবপেজে নিয়ে যাওয়া হবে।

সেখানে ক্যাপচা ও ওটিপি দিয়ে লগ-ইন করলেই দেখা যাবে, আপনার আধার নম্বরের ভিত্তিতে মোট কতগুলি মোবাইল নম্বর সক্রিয় রয়েছে।

পোর্টালে রয়েছে তিনটি অপশন:

  • Required: স্ক্রিনে দেখানো নম্বরগুলি যদি আপনার ব্যবহৃত হয়, তাহলে এখানে ক্লিক করে মন্ত্রককে জানান।
  • Not Required: আপনার অজান্তেই বন্ধ হয়ে যাওয়া বা অপ্রয়োজনীয় নম্বর থাকলে তা জানান।
  • Not My Number: যদি কোনও নম্বর আপনার না হয়, তবে রেড জোনে গিয়ে রিপোর্ট করুন।

গুরুত্বপূর্ণ তথ্য:

  • লগ-ইন করার পর মাত্র ৩ মিনিটের জন্য সেশন ওপেন থাকে, ফলে নিরাপত্তা যথেষ্ট মজবুত।
  • ইতিমধ্যেই ১ কোটি ৭৩ লক্ষ ১৬ হাজার ৭৯১ জন গ্রাহক এই পোর্টাল ব্যবহার করেছেন।
  • ‘নট মাই নম্বর’ হিসেবে চিহ্নিত হয়েছে প্রায় ২৩ লক্ষ ৩২ হাজার ৬০৮টি নম্বর।
  • চিহ্নিত সন্দেহজনক নম্বরগুলিকে দ্রুত ব্লক করে দিচ্ছেন কেন্দ্রীয় সাইবার গোয়েন্দারা।

সাইবার প্রতারণার বেড়ে চলা ঝুঁকির মধ্যে, সাধারণ মানুষের জন্য এই ব্যবস্থা কার্যত বড় স্বস্তির বার্তা নিয়ে এসেছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version