Home প্রযুক্তি বিএসএনএল-এর ১৪৭ টাকার রিচার্জ প্ল্যান, সাশ্রয়ী মূল্যে আকর্ষণীয় সুবিধা

বিএসএনএল-এর ১৪৭ টাকার রিচার্জ প্ল্যান, সাশ্রয়ী মূল্যে আকর্ষণীয় সুবিধা

0

সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যানের মাধ্যমে গ্রাহক সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বাড়িয়েছে বিএসএনএল (BSNL)। সংশ্লিষ্ট মহলের রিপোর্ট অনুযায়ী, জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া থেকে গ্রাহকরা বিএসএনএলে পোর্ট করছেন মূলত এর কম খরচের সুবিধার কারণে।

১৪৭ টাকার প্ল্যানের বিস্তারিত সুবিধা

  • মেয়াদ: ৩০ দিন
  • ডেটা: মোট ১০ জিবি
  • কল: যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল
  • এসএমএস: এই প্ল্যানে বিনামূল্যে SMS অন্তর্ভুক্ত নেই।

অন্যান্য প্ল্যানের তুলনা

  • ১৫৩ টাকার প্ল্যান:
    • মেয়াদ: ২৬ দিন
    • ডেটা: প্রতিদিন ১ জিবি (মোট ২৬ জিবি)
    • আনলিমিটেড কল ও ১০০টি বিনামূল্যে এসএমএস প্রতিদিন।
  • ১৫১ টাকার প্ল্যান:
    • মোট ৪০ জিবি ডেটা
    • মূলত যাঁরা বেশি ডেটা ব্যবহার করেন তাঁদের জন্য।
  • ১৯৯ টাকার প্ল্যান:
    • মেয়াদ: ৩০ দিন
    • প্রতিদিন ২ জিবি ডেটা (দৈনিক সীমা শেষে গতি ৪০ কেবিপিএসে নেমে আসে)
    • আনলিমিটেড কল এবং ১০০টি বিনামূল্যে এসএমএস প্রতিদিন।
  • ১৯৭ টাকার প্ল্যান:
    • মেয়াদ: ৭০ দিন
    • প্রথম ১৫ দিনের জন্য প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড কল এবং ১০০টি এসএমএস।

বিএসএনএলের ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রিপোর্ট অনুসারে, আগস্ট থেকে অক্টোবর ২০২৪ সময়কালে বিএসএনএল ৩৬ লক্ষ নতুন গ্রাহক যুক্ত করেছে। সাশ্রয়ী মূল্যের এই প্ল্যানগুলোর জন্য বিএসএনএল ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে।

আগামী পরিকল্পনা: বিএসএনএল জানুয়ারি ২০২৫-এ ৫জি পরিষেবা চালু করবে, যা গ্রাহকদের জন্য আরও উন্নত নেটওয়ার্ক সুবিধা প্রদান করবে বলেই দাবি করেছে সংস্থা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version