এশিয়ার আরেক দেশ জাপানের সঙ্গে পাল্লা দিয়ে ক্রমশ প্রযুক্তি ক্ষেত্রে উন্নত হয়ে উঠছে চিনও। চিনের Shenyang Aerospace Xinguang Group চিনের থার্ড অ্যাকাডেমি অফ চায়না এরোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্পোরেশন লিমিটেডের যৌথ উদ্যোগে বিশ্বের প্রথম বুদ্ধিমান রোবোটিক হোয়েল শার্ক তৈরি করেছে। এই রোবোটিক হাঙর দেখতে অবিকল আসল হোয়েল শার্ক প্রজাতির হাঙরের মতোই।
৫ মিটার লম্বা আর ৩৫০ কিলোগ্রাম ওজনের এই কৃত্রিম বায়োনিক মাছ আসল হোয়েল শার্কের মতোই জলের তলায় সাঁতার কাটতে, নড়াচড়া করতে, জলের ওপরে গিয়ে লাফিয়ে উঠতে এমনকি মুখের নড়াচড়া করতেও পারে।
রোবোটিক হোয়েল শার্কের ডিজাইনার তথা Shenyang Aerospace Xinguang Group এর আন্ডারওয়াটার প্রপালশন টেকনোলজি রিসার্চ অফিসের বিজ্ঞানী গাও চাও জানিয়েছেন, রোবোটিক হোয়েল শার্কের দেহে ৭টি জয়েন্ট রয়েছে যা কম্পিউটিং, যোগাযোগ ও সেন্সিংয়ের কাজে ব্যবহার করা হবে। এছাড়াও ওয়ারলেস রিমোট কন্ট্রোল, প্রোগ্রামড সুইমিং আর মাল্টিপল জয়েন্ট বায়োনিক প্রপালশনের কাজে ব্যবহার করা হবে।
জলের মান কেমন, জলের তলায় উঁচু নীচু জমি রয়েছে কিনা জানতে ব্যবহার করা হবে অ্যাডভান্সড অপটিক্যাল ক্যামেরা সেন্সর, সোনার টেকনোলজি ও বেইডাউ পজিশনিং সিস্টেম।