শহরের পানীয় জলের পাইপলাইনের সঠিক তথ্য সংরক্ষণ ও উন্নয়ন পরিকল্পনার জন্য কলকাতা পুরসভা একটি পূর্ণাঙ্গ ডিজিটাল মানচিত্র তৈরির কাজ শুরু করেছে। পুরসভার সূত্রে জানা গিয়েছে, এই কাজ ইতিমধ্যেই বেহালার ১২৮ নম্বর ওয়ার্ডে শুরু হয়েছে। এই মানচিত্রে প্রতিটি ওয়ার্ডের রাস্তায় কত ইঞ্চি ব্যাসের পাইপ রয়েছে, কোথায় ভালভ এবং পাম্পিং স্টেশন রয়েছে, এবং কোন কোন কলের মাধ্যমে জল সরবরাহ করা হচ্ছে, তা নথিভুক্ত হবে।
এই মানচিত্র তৈরির ফলে কলকাতার জল সরবরাহ ব্যবস্থার উন্নয়নে সঠিক পরিকল্পনা করা সম্ভব হবে। পুরসভার মেয়র ফিরহাদ হাকিম এই কাজের তদারকির দায়িত্ব দিয়েছেন নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিংকে। পুরসভার অধিবেশন কক্ষে অনুষ্ঠিত একটি বৈঠকে এই কাজের জন্য প্রায় ১০০ ইঞ্জিনিয়ারকে প্রশিক্ষণ দেওয়া হয়।
পুরসভার জল সরবরাহ বিভাগের এক আধিকারিক জানান, শহরে মূলত ছয় এবং চার ইঞ্চি ব্যাসের পাইপলাইন রয়েছে। এই পাইপলাইনের সঠিক তথ্য পুরনো মানচিত্রে থাকলেও, সময়ের সঙ্গে সঙ্গে তথ্যের সংযোজন-বিয়োজন হয়েছে, যা এখন ডিজিটাল মানচিত্রে পুনরায় সঠিকভাবে নথিভুক্ত করা হবে।
এই ডিজিটাল মানচিত্রের উপর ভিত্তি করে ভবিষ্যতে উন্নয়নের রূপরেখা তৈরি করা হবে। পুরসভা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে যে, নিম্নবিত্ত এলাকাগুলিতে একাধিক ঘরের জন্য একটি বা দু’টি কলের পরিবর্তে ঘরে ঘরে জলের লাইন প্রদান করা হবে, যা জল অপচয় কমাতে সাহায্য করবে।