Home প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ফেসবুকের নতুন চমক! এলো ফ্যান চ্যালেঞ্জ ও পার্সোনালাইজড টপ...

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ফেসবুকের নতুন চমক! এলো ফ্যান চ্যালেঞ্জ ও পার্সোনালাইজড টপ ফ্যান ব্যাজ

0
Facebook fan challenge

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক এবার কনটেন্ট ক্রিয়েটর ও সাধারণ ব্যবহারকারীদের জন্য আনল দুটি নতুন ইন্টারঅ্যাকটিভ ফিচার— ফ্যান চ্যালেঞ্জ এবং পার্সোনালাইজড টপ ফ্যান ব্যাজ। নতুন এই ফিচারগুলির মাধ্যমে ক্রিয়েটররা তাঁদের ফলোয়ারদের সঙ্গে আরও সরাসরি যুক্ত হতে পারবেন এবং অনলাইন কমিউনিটির যোগাযোগ আরও মজবুত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ফ্যান চ্যালেঞ্জ কী?

ফেসবুকের ফ্যান চ্যালেঞ্জ ফিচারের মাধ্যমে ক্রিয়েটররা তাঁদের ফলোয়ারদের একটি নির্দিষ্ট বিষয়ে কনটেন্ট বানানোর চ্যালেঞ্জ দিতে পারবেন। সেটা কবিতা, ছবি, ভিডিও কিংবা অন্য যেকোনও সৃজনশীল কাজ হতে পারে।

  • অংশগ্রহণকারীরা সহজেই #challenge হ্যাশট্যাগে ক্লিক করে যোগ দিতে পারবেন।
  • প্রতিটি চ্যালেঞ্জের জন্য আলাদা হোমপেজ থাকবে, যেখানে জনপ্রিয় এন্ট্রি ও সর্বাধিক রিয়্যাকশন পাওয়া পোস্টগুলির লিডারবোর্ড দেখা যাবে।
  • ফলে দর্শকদের জমা দেওয়া কাজও সবার সামনে আসবে এবং ক্রিয়েটররা তাঁদের কমিউনিটির সঙ্গে সরাসরি সংযোগ রাখতে পারবেন।

পার্সোনালাইজড টপ ফ্যান ব্যাজ

অন্যদিকে, পার্সোনালাইজড টপ ফ্যান ব্যাজ ফিচারের মাধ্যমে ক্রিয়েটররা তাঁদের ফলোয়ারদের জন্য আলাদা করে ব্যাজ ডিজাইন করতে পারবেন।

  • নিয়মিত যাঁরা লাইক, কমেন্ট বা শেয়ার করেন, তাঁরা এই ব্যাজ অর্জন করবেন।
  • নতুন ব্যাজ চালু হলে ফলোয়ারদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, এবং তাঁরা চাইলে সেটি গ্রহণ করতে পারবেন।
  • এর ফলে ক্রিয়েটর ও ফলোয়ারদের মধ্যে ব্যক্তিগত যোগাযোগ আরও বাড়বে।

ফেসবুক কর্তৃপক্ষের মতে, এই ফিচারগুলি চালু করার মূল উদ্দেশ্য হল ক্রিয়েটর ও তাঁদের ফলোয়ারদের মধ্যে এক ইন্টারঅ্যাকটিভ ইকোসিস্টেম তৈরি করা, যেখানে সৃজনশীলতা, প্রতিযোগিতা এবং ব্যক্তিগত স্বীকৃতি সবকিছুর মিশেল ঘটবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version