Home শিল্প-বাণিজ্য দুর্গাপুজোয় বাংলার অর্থনীতি ছুঁল ৬৫,০০০ কোটি! রেকর্ড বৃষ্টির মাঝেও ভরসা খাবারদাবার ও...

দুর্গাপুজোয় বাংলার অর্থনীতি ছুঁল ৬৫,০০০ কোটি! রেকর্ড বৃষ্টির মাঝেও ভরসা খাবারদাবার ও মল, আয়ে ধাক্কা গড়িয়াহাট, হাতিবাগানে

durga puja crowd
রেকর্ড বৃষ্টির মাঝেও ভরসা খাবারদাবার ও মল

রেকর্ড বৃষ্টিপাতে GST 2.0 কার্যকর হওয়ার আগে বাজারে হঠাৎ ধাক্কা সত্ত্বেও এবারের দুর্গাপুজোয় বাংলার অর্থনীতি ছুঁল প্রায় ৬৫,০০০ কোটি টাকা। অর্থনীতিবিদ অজিতাভ রায়চৌধুরীর মতে, গত বছরের তুলনায় লেনদেনের পরিমাণে এ বছর অন্তত ৮%-১০% বৃদ্ধি হয়েছে।

২০১৯ সালে ব্রিটিশ কাউন্সিলের এক সমীক্ষা কলকাতার দুর্গাপুজো বাংলার অর্থনীতিকে ৩৩,০০০ কোটি টাকায় দাঁড় করিয়েছিল। গত বছর এই অঙ্ক ছিল ৫৫,০০০–৫৭,০০০ কোটি। এ বছর প্রত্যাশা ছিল ৭০,০০০ কোটির বেশি, কিন্তু বৃষ্টি ও কর ব্যবস্থার প্রভাবে সেই গতি কিছুটা কমে যায়।

পুজো অর্থনীতির খতিয়ান

  • কালীঘাট থেকে শোভাবাজার, গড়িয়াহাট থেকে নিউ মার্কেট— কলকাতার প্রায় ২,৫০০ পুজো কমিটি মিলে এ বছর প্রায় ২০০ কোটি টাকা খরচ করেছে প্রতিমা, সাজসজ্জা, আলোকসজ্জা ও আচার-অনুষ্ঠানে। গোটা রাজ্যে এই খরচ দাঁড়িয়েছে প্রায় ৪৫০ কোটি টাকা। এ অর্থই টিকিয়ে রাখে কুমোরটুলি, কারিগর, আলোকসজ্জা শিল্পী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কয়েক মাসের রুটি-রুজি।
  • সবচেয়ে বেশি লাভবান হয়েছে রেস্তরাঁ ব্যবসা। হোটেল অ্যান্ড রেস্তরাঁ অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া (HRAEI)-এর হিসেব বলছে, পুজোর সময় রেস্তরাঁয় রাজস্ব দাঁড়িয়েছে ১,২০০ থেকে ১,৫০০ কোটি টাকা, যার ৬০% এসেছে কলকাতা থেকে। ফুটফল বেড়েছে ২০%-২৫%। খ্যাতনামা উদ্যোক্তা অঞ্জন চট্টোপাধ্যায় ও সিদ্ধার্থ কোঠারির রেস্তরাঁয় রেকর্ড ভিড় লক্ষ্য করা গেছে।
  • কলকাতার আটটি বড় মল মিলিয়ে ব্যবসা হয়েছে প্রায় ৯০০ কোটি টাকা, যা গত বছরের তুলনায় ৮%-১০% বেশি। অ্যাক্রোপলিস মল-এ ফুটফল বেড়েছে ১০%-১৫%, সাউথ সিটি মলেও রেকর্ড বিক্রি হয়েছে। তবে মল কর্তৃপক্ষের দাবি, পুজো যদি অক্টোবরের মাঝামাঝি হত, বিক্রি আরও বাড়ত।

ক্ষতিগ্রস্ত ঐতিহ্যবাহী বাজার

অন্যদিকে, গড়িয়াহাট, হাতিবাগান ও নিউ মার্কেটের মতো ঐতিহ্যবাহী বাজারে আয়ের ভাঁটা। মোট বিক্রি দাঁড়িয়েছে ৮০০ কোটি টাকা, যা গত বছরের তুলনায় ২০% কম। এর অন্যতম কারণ টানা বৃষ্টি ও অনলাইন শপিং। এছাড়া সেপ্টেম্বরের শুরুতে অনেকেই কেনাকাটা স্থগিত করেছিলেন GST 2.0-এর সুবিধা নিতে।

সার্বিক চিত্র

২০১৯ সালের সমীক্ষায় দেখা গিয়েছিল, দুর্গাপুজোর অর্থনীতি কলকাতার ক্ষেত্রে রাজ্যের GSDP-এর ২.৬% এবং রাজ্য জুড়ে প্রায় ৪%। শিল্প মহলের মতে, এক মাসের পুজো বিক্রি কিছু খাতে বার্ষিক বিক্রির প্রায় ২৫% পূরণ করে।

বিশেষজ্ঞদের মতে, এবারের বৃষ্টি ও GST-এর ধাক্কা সত্ত্বেও খাবারদাবার ও মলগুলির সাফল্যই এবারের পুজো অর্থনীতিকে বাঁচিয়ে দিয়েছে। আগামী বছর পরিস্থিতি স্বাভাবিক থাকলে ফের নতুন রেকর্ড গড়তে পারে দুর্গাপুজোর বাজার।

আরও পড়ুন: মহানগরীতে দশমী: দেবীবরণ, সিঁদুরখেলা, প্রতিমা বিসর্জন দিয়ে শেষ হল এ বছরের শারদোৎসব

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version