Home প্রযুক্তি কাজে ব্যস্ত? ফোন ধরতে পারছেন না? আপনার হয়ে ফোন ধরবে এআই

কাজে ব্যস্ত? ফোন ধরতে পারছেন না? আপনার হয়ে ফোন ধরবে এআই

0

কাজেকর্মে ব্যস্ত থাকলে অথবা রাস্তাঘাটে যাতায়াত করার সময় বা গাড়ি চালানোর সময় আমরা হয়তো ফোন ধরতে পারি না। এ বার সেই সমস্যার সমাধানে মুশকিল আসান হতে চলেছে টেক জায়েন্ট গুগল।

ব্যস্ততা হোক বা অন্য যে কারণই হোক ফোন ধরতে না পারলে আপনার হয়ে রিপ্লাই দেবে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। এমনই একটি ফিচার আসতে চলেছে গুগল পিক্সেল স্মার্টফোনে। নয়া ফিচারের নাম দেওয়া হয়েছে এআই রিপ্লাই (AI Reply)।

এআই রিপ্লাই আসলে কী

9to5Google-এর রিপোর্ট অনুযায়ী, ফোন যিনি করেছেন তাঁর সঙ্গে সহজ স্বাভাবিক ভঙ্গিতে দক্ষতার সঙ্গে কথা বলবে এআই প্রযুক্তি। এটি এমন ভাবে তৈরি করা হচ্ছে, যাতে অপর দিকে থাকা মানুষটি যা বলবে তার সঠিক ও উপযুক্ত প্রতিক্রিয়া ব্যক্ত করে এআই। কল রিসিভ হওয়া মাত্রই তা চলতে শুরু করবে। ঠিক টেপ রেকর্ডারের মতো নয়, কিন্তু মানুষের আবেগ থাকবে সেই প্রতিক্রিয়ায়।

ফিচারটির বিটা ভার্সন তৈরি করে ফেলেছে গুগল। সংস্থার অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজ মডেলের ওপর ভিত্তি করে কাজ করবে ফিচারটি। যদিও এআইয়ের উত্তর কয়েকটা বাক্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে জানা গিয়েছে – যেমন, ‘ক্যান ইউ সে মোর’, ‘কল মি ব্যাক লেটার’ ইত্যাদি। তবে সময়ের সঙ্গে ফিচারটি আরও জটিল প্রশ্নের উত্তর দিতে পারবে বলে আশা করছেন গুগলের বিশেষজ্ঞরা।

কয়েক বছর আগে গুগল পিক্সেল স্মার্টফোনেই ‘কল স্ক্রিন’ নামে একটি বৈশিষ্ট্য চালু হয়। এর মাধ্যমে টেলিমার্কেটিং কলের মতো অজানা কলের উত্তর নিজে থেকেই দিয়ে দেয় স্মার্টফোন। এই ‘কল স্ক্রিন’ বৈশিষ্ট্যকে আরও উন্নত করছে গুগল।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version