দিন দিন ভারতে বাড়ছে একের পর এক সাইবার জালিয়াতির ঘটনা। প্রতারকরা একের পর এক ফন্দি বের করে মানুষকে বোকা বানাচ্ছে। ভুয়ো অ্যাপ ডাউনলোড করার জন্য বাধ্য করে আদতে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, সিকিউরিটি কোড হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। সন্দেহজনক ক্ষতিকর অ্যাপ তথ্য সেভ করে রাখতে সক্ষম। হ্যাকাররা এ সব তথ্য হাতিয়ে ব্ল্যাকমেল করতে পারে।
সম্প্রতি কেন্দ্রীয় সরকারের টেলিযোগাযোগ মন্ত্রক ভিডিও শেয়ার করে মানুষকে সচেতন করেছে।
কী কী করতে হবে জানুন –
(১) স্মার্টফোনে গুগল প্লে স্টোর খুলুন।
(২) নিজের প্রোফাইল আইকন একেবারে ডান দিকের ওপরে ট্যাপ করুন।
(৩) মেনু খুলবে। প্লে প্রোটেক্ট বেছে নিন।
(৪) পরের ধাপে স্ক্যান অপশন বেছে নিন।
(৫) স্ক্যান করে দেখে নিন ফোনে কোনো ক্ষতিকর অ্যাপ রয়েছে কি না।