Home খবর রাজ্য স্ব-মূল্যায়নে সম্পত্তি কর নির্ধারণের সুবিধা এ বার রাজ্যের সব পুরসভায়

স্ব-মূল্যায়নে সম্পত্তি কর নির্ধারণের সুবিধা এ বার রাজ্যের সব পুরসভায়

স্ব-মূল্যায়নে এবার সম্পত্তি কর নির্ধারণের সুযোগ রাজ্যের সব পুরসভায়।
কলকাতা পুরসভার অধিবাসীরা এতদিন যে সুবিধা পেতেন, এবার সেই একই সুবিধা রাজ্যের অন্যান্য পুরসভা এলাকার নাগরিকদের জন্য চালু হতে চলেছে। সোমবার বিধানসভায় ‘দি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সংশোধনী বিল’ এবং ‘দি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশন সংশোধনী বিল’ পাশ হয়েছে। এর ফলে ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট (ইউএএ) পদ্ধতির মাধ্যমে সম্পত্তি কর নির্ধারণ করা হবে রাজ্যের সব পুরসভায়।

ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট কী?

বিশেষজ্ঞদের মতে, এটি সম্পত্তি কর নির্ধারণের একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি। সম্পত্তির অবস্থান, প্রকৃতি, এবং ব্যবহারের মতো মাপকাঠির ভিত্তিতে প্রতি বর্গফুটের কর নির্ধারণ করা হয়। সেল্ফ অ্যাসেসমেন্টের মাধ্যমে করদাতা নিজের সম্পত্তি কর নির্ধারণ করতে পারবেন। নাগরিকেরা অনলাইনে বা নির্ধারিত ফর্মে তথ্য জমা দেওয়ার সুযোগ পাবেন।

বাম আমল বনাম বর্তমান ব্যবস্থা

পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, বাম আমলে সম্পত্তি কর নির্ধারণের জন্য আধিকারিকদের বাড়ি বাড়ি পাঠানো হতো। এতে ইনস্পেক্টর-রাজের উপর নির্ভর করতে হতো। কিন্তু বর্তমান সরকার নাগরিকদের ওপর আস্থা রেখে স্ব-মূল্যায়নের সুযোগ দিচ্ছে।

নতুন বিলের সুযোগ সুবিধা

পশ্চিমবঙ্গ ভ্যালুয়েশন বোর্ড প্রতিটি স্কিম সংক্রান্ত তালিকা প্রকাশ করবে।

করদাতারা জমা দেওয়া তথ্যের ভিত্তিতে এক বছরের মধ্যে কর নির্ধারণ হবে।

কোনও কারচুপি ধরা পড়লে নির্ধারিত করের ৩০% পর্যন্ত জরিমানা হবে।

কর মূল্যায়নের কাজ শেষ না হওয়া পর্যন্ত ১০% অস্থায়ী কর বৃদ্ধি হবে।

তথ্যপ্রযুক্তিতে উন্নতি ও নগরোন্নয়ন

ফিরহাদ হাকিম জানান, রাজ্যের সব পুরসভায় তথ্যপ্রযুক্তি পরিকাঠামোর উন্নতি করা হয়েছে। সম্পত্তি কর নির্ধারণের পাশাপাশি এটি বাংলার আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তিনি জানান, এর মাধ্যমে সকল পুরসভার নাগরিকদের সুবিধা প্রদান এবং কর নির্ধারণে স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য।

বছরের প্রথম কনকনে শীত পড়তে চলেছে কলকাতায়, তাপমাত্রা নামবে ১২ ডিগ্রিতে

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version