হাত ফস্কে জলে পড়ে গেছে সাধের স্মার্টফোন অথবা বৃষ্টির জলে ভিজে গেছে দামি স্মার্টফোন। এদিকে ফোন এখন জীবনের অবিচ্ছেদ্য অংশ। ফোন ব্যবহারে অচল হয়ে পড়লেই পড়বেন মুশকিলে।
৫ উপায় কীভাবে ফোনের তথ্য সুরক্ষিত রাখবেন
১) প্রথমেই স্মার্টফোন সুইচ অফ করে দিন। এর ফলে জলে ভিজে গেলেও ফোনের ভেতরে শর্ট সার্কিট হয়ে যাবে না। এসময় ফোনের বোতাম বেশি টেপাটেপি করবেন না। এতে ফোনের ভেতরে আরও বেশি পরিমাণে জল এদিক সেদিক চলে যাবে।
২) জলে পড়ে গিয়ে স্মার্টফোন ভিজে গেলে নরম সুতির কাপড় বা টিস্যু দিয়ে ফোনের স্ক্রিন বা বডি মুছে নিন। এরপর ধীরে ধীরে সিম কার্ড, মেমোরি কার্ড, ব্যাক কভার, স্ক্রিন গার্ড, চার্জার, ইয়ারফোন আলাদা করে রেখে হাওয়ায় শুকিয়ে নিন।
৩) হেয়ার ড্রায়ার বা হিট গান ব্যবহার করে ফোন শুকনো করতে যাবেন না। সরাসরি তাপে ফোনের ভেতরের সার্কিট ও ব্যাটারি নষ্ট হয়ে যাবে। প্রাকৃতিক হাওয়ায় বা ফ্যানের হাওয়ায় স্মার্টফোন শুকিয়ে নিন।
৪) দীর্ঘ সময় রোদে ফোন রাখবেন না। চালের কৌটোয় বা সিলিকা দেওয়া ব্যাগের ভেতর রেখে দিন স্মার্টফোন। চাল শুষে নেয় আর্দ্রতা। ২৪-৩৬ ঘণ্টা এয়ারটাইট ব্যাগে চাল ভরে স্মার্টফোন রেখে দিন।
৫) স্মার্টফোন শুকনো করার পর একদিন এমনি রেখে দিন স্মার্টফোন। সুইচ অন করবেন না। সঙ্গে সঙ্গে চালু না হলে প্রথমে কয়েক ঘণ্টা চার্জ দিন। মেকানিকের কাছে নিয়ে যান।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে চ্যাট লক ও আনলক করার সহজ উপায়, জেনে নিন ধাপে ধাপে