Home সংস্কৃতি সাবর্ণ সংগ্রহশালায় ‘নন্দন’ সংক্রান্ত প্রদর্শনী শুরু হচ্ছে আজ সোমবার, চলবে শুক্রবার পর্যন্ত...

সাবর্ণ সংগ্রহশালায় ‘নন্দন’ সংক্রান্ত প্রদর্শনী শুরু হচ্ছে আজ সোমবার, চলবে শুক্রবার পর্যন্ত  

খবর অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় সাংস্কৃতিক কেন্দ্র ‘নন্দন’-এর ৪০ বছর পূর্ণ হতে চলেছে। এই উপলক্ষ্যে সাবর্ণ সংগ্রহশালায় অনুষ্ঠিত হতে চলেছে এক বিশেষ প্রদর্শনী। প্রদর্শনী শুরু হচ্ছে ১ সেপ্টেম্বর সোমবার। চলবে ৫ সেপ্টেম্বর শুক্রবার পর্যন্ত। সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গের চলচ্চিত্রশিল্পের বিকাশ এবং সাধারণ মানুষের মধ্যে চলচ্চিত্র-সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ১৯৮৫ সালের ২ সেপ্টেম্বর রাজ্য সরকার ‘নন্দন’ প্রতিষ্ঠা করে। রবীন্দ্র সদন প্রাঙ্গণে প্রতিষ্ঠিত ‘নন্দন’-এর সুদৃশ্য স্থাপত্যবিশিষ্ট ভবনটির দ্বারোদ্ঘাটন করেছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়। 

সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদের পক্ষ থেকে সম্পাদক দেবর্ষি রায় চৌধুরী জানিয়েছেন, ‘নন্দন’ সংক্রান্ত নানা তথ্য ও ছবি, প্রথম আমন্ত্রণপত্র, টিকিট, প্রকাশিত বইপত্র ইত্যাদি প্রদর্শিত হবে। এ ছাড়াও প্রান্তিক সান্যালের ‘নন্দন’ সংক্রান্ত সংগ্রহও প্রদর্শিত হবে। প্রদর্শনী চলবে রোজ সকাল ১০টা থেকে বিকেল ১টা পর্যন্ত।

আরও পড়ুন

সহযোগিতা আরও বাড়াতে সাবর্ণ সংগ্রহশালা, নিউ আলিপুর কলেজের মধ্যে মৌ সই  

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version