Home প্রযুক্তি অভিনব ‘হিউম্যান ওয়াশিং মেশিন’ বানাল জাপান, ১৫ মিনিটের মধ্যে স্নান করে গা-হাত-পা...

অভিনব ‘হিউম্যান ওয়াশিং মেশিন’ বানাল জাপান, ১৫ মিনিটের মধ্যে স্নান করে গা-হাত-পা শুকিয়ে নিন  

0
ছবি 'X' থেকে নেওয়া।

সূর্যোদয়ের দেশ জাপান অত্যাধুনিক প্রযুক্তিতে গোটা বিশ্বে তাক লাগিয়ে দেয়। এ বার ‘হিউম্যান ওয়াশিং মেশিন’ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে জাপানি সংস্থা সায়েন্স কোম্পানি। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে চলা এই ওয়াশিং মেশিনে স্নান করা যাবে এবং গা-হাত-পা শুকনো করা যাবে মাত্র ১৫ মিনিটের মধ্যে।

জাপানি ভাষায় অভিনব হিউম্যান ওয়াশিং মেশিনের নাম ‘মিরাই নিনজেন সেন্তাকুক’। জাপানি সংস্থার দাবি, এই হিউম্যান ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকলে স্পা-র মতো আরাম মিলবে। হুশ করে জলের ধারা খুব দ্রুত বেরিয়ে আসবে জেট স্ট্রিম গতিতে। শরীর পরিষ্কার-পরিচ্ছন্ন করতে মাইক্রোস্কোপিক এয়ার বাবল বেরিয়ে আসবে। যিনি স্নান করবেন তাঁর ত্বকের ধরন অনুযায়ী এআই সিস্টেম স্থির করবে কী রকম জলে কী ভাবে পরিষ্কার হবে।

এআই প্রযুক্তি জলের ধারার তাপমাত্রা ও জলের চাপ নিয়ন্ত্রণ করবে। মানসিক স্বাস্থ্যর ওপরও নজর রাখবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। রিল্যাক্স করতে সাহায্য করবে। এখন থেকেই জাপানি সংস্থা নিজেদের ওয়েবসাইটে অটোমেটেড বাথটাবের বুকিং নিচ্ছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version