অসাধ্য সাধন করলেন নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাঁরা সাশ্রয়ী মূল্যের এমন এক জলরোধক ব্যান্ডেজ তৈরি করেছেন যা বৈদ্যুতিক ফিল্ড ব্যবহার করে খুব দ্রুত গুরুতর জখমও সারাতে সক্ষম। এই বিশেষ রকমের ব্যান্ডেজ ৩০% দ্রুত জখম সারাতে সক্ষম বলে দাবি করেন গবেষকরা।
পশুর ওপর পরীক্ষা চালানোর সময় বিজ্ঞানীরা দেখেছেন সাধারণ ব্যান্ডেজের তুলনায় এই বৈদ্যুতিক ফিল্ডের সাহায্যে চলা ব্যান্ডেজ অনেক দ্রুত জখম সারাতে সক্ষম। অনেক সময় ক্ষত গভীর হলে তা সারতে সময় নেয়। চিকিৎসা ব্যয়বহুল হয়ে যায়। রোগীর ক্ষতি হয়। গবেষক অময় বান্দোদকর জানান, ‘আমাদের লক্ষ্য হল প্রযুক্তির সাহায্যে কম খরচে ক্ষত সারিয়ে জখম রোগীর সাহায্য করা। পাশাপাশি, এমন এক প্রযুক্তির উদ্ভাবন করা যা মানুষ বাড়ি বসে খুব সহজে ব্যবহার করতে পারবে।’
জিভের রঙ দেখে ডায়াবেটিস, স্ট্রোকের ঝুঁকি নিখুঁত ভাবে বলে দেবে এআই
নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের আরেক গবেষক রাজারাম কাভেটি জানান, জলে চলে এমন ‘ওয়াটার পাওয়ার্ড ইলেকট্রনিকস ফ্রি ড্রেসিং’ বা WPEDs তৈরি করা হয়। এই ডিসপোজাল ড্রেসিংয়ে একদিকে ইলেকট্রোড থাকে। অন্যদিকে, ছোট্ট বায়োকম্প্যাটিবল ব্যাটারি থাকে। ক্ষতর ওপর রাখলে জলের ফোঁটার সাহায্যে সক্রিয় হয় ব্যাটারি। বৈদ্যুতিক ফিল্ড তৈরি হয়। ক্ষত সারতে শুরু করে। ইলেকট্রোড এমনই যা সহজে বাঁকানো সম্ভব হয়। সহজেই ব্যবহার করা যাবে এই বিশেষ ব্যান্ডেজ।’ গবেষণাপত্র প্রকাশিত হয়েছে Sciences Advances নামক জার্নালে।