Home প্রযুক্তি ভয়েস মেসেজ বদলে যাবে টেক্সট মেসেজে, নয়া ফিচার আনল হোয়াটসঅ্যাপ

ভয়েস মেসেজ বদলে যাবে টেক্সট মেসেজে, নয়া ফিচার আনল হোয়াটসঅ্যাপ

0

এ বার থেকে ভয়েস মেসেজ বদলে যাবে টেক্সট মেসেজে। অ্যান্ড্রয়েড এবং আইওএস দু’ধরনের প্ল্যাটফর্মের জন্যই নয়া ফিচার আনল ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ।

সম্প্রতি হোয়াটসঅ্যাপে যোগ হয়েছে আনরিড মেসেজের জন্য ড্রাফট লেবেল এবং আইওএস ব্যবহারকারীদের জন্য নতুন হোম স্ক্রিন উইজেট। এ বার যোগ হল ‘ভয়েস মেসেজ টু টেক্সট ট্রানস্ক্রাইব ফিচার’। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ইংরেজি, পর্তুগিজ এবং স্প্যানিশ। আইওএস ব্যবহারকারীদের জন্য আরবি, মান্ডারিন, ফরাসি, জার্মান, ইতালিয়ান, জাপানিজ, নরওয়েজিয়ান, থাই, তুর্কি এবং সুইডিশ। আইওএস ভার্সনে ভাষার সংখ্যা বেশি।

হোয়াটসঅ্যাপের ব্লগ পোস্ট অনুসারে, ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্টগুলি সম্পূর্ণরূপে ব্যবহারকারীর গোপনীয়তা নিশ্চিত করবে। মেসেজগুলি হোয়াটসঅ্যাপের এন্ড-টু-এন্ড এনক্রিপশন দ্বারা সুরক্ষিত থাকবে।

কী ভাবে হোয়াটসঅ্যাপে নয়া ফিচার ব্যবহার করবেন

(১) এর জন্য হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে ম্যানুয়ালি ফিচারটি চালু করতে হবে। এক বার সক্রিয় হয়ে গেলে স্বয়ংক্রিয় ভাবে ভয়েস মেসেজ টেক্সটে বদলে যাবে।

(২) হোয়াটসঅ্যাপ ওপেন করে সেটিংসে ক্লিক করুন।

(৩) তার পর চ্যাট অপশনে ট্যাপ করুন

(৪) এখানে ভয়েস মেসেজ ট্রানস্ক্রিপ্ট টগলে ক্লিক করে পছন্দের ভাষা সিলেক্ট করুন।

(৫) এ বার ভয়েস মেসেজ ট্যাপ ও হোল্ড করুন, তার পর ট্রান্সস্ক্রাইবে ক্লিক করুন।

(৬) সম্পূর্ণ মেসেজ পড়ার জন্য এক্সপ্যান্ড আইকনে ক্লিক করুন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version