Home প্রযুক্তি WhatsApp-এ স্টোরেজ ম্যানেজমেন্ট এবার আরও সহজ! চ্যাট স্ক্রিন থেকেই বড় ফাইল ডিলিটের...

WhatsApp-এ স্টোরেজ ম্যানেজমেন্ট এবার আরও সহজ! চ্যাট স্ক্রিন থেকেই বড় ফাইল ডিলিটের নতুন ফিচার

WhatsApp ব্যবহারকারীদের জন্য এল নতুন স্টোরেজ ম্যানেজমেন্ট ফিচার। এখন চ্যাট ইনফো স্ক্রিন থেকেই বড় ভিডিও ও ফাইল সহজে ডিলিট করুন। জানুন কীভাবে কাজ করবে এই নতুন আপডেট।

0
WhatsApp

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (WhatsApp) তার কোটি কোটি ব্যবহারকারীর জন্য এমন এক গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে আসছে, যা স্মার্টফোনের স্টোরেজ (Storage) সমস্যার সমাধানে আরও কার্যকরী হবে। এখন থেকে ইউজাররা আর “Manage Storage” সেকশনে না গিয়ে, সরাসরি চ্যাট ইনফো স্ক্রিন (Chat Info Screen) থেকেই স্টোরেজ নিয়ন্ত্রণ করতে পারবেন।

WABetaInfo-এর রিপোর্ট অনুযায়ী, এই নতুন ফিচারটি প্রথমে অ্যান্ড্রয়েড বিটা ভার্সন (v2.25.31.13)-এ দেখা গিয়েছিল এবং বর্তমানে এটি iOS বিটা ভার্সন (v25.31.10.70)-এর জন্যও আনা হচ্ছে।

কী রয়েছে নতুন ফিচারে?

নয়া ফিচারের মূল সুবিধা হল, ব্যবহারকারীরা এখন কোনো নির্দিষ্ট চ্যাটে (Individual Chat) আদান-প্রদান হওয়া বড় ফাইল, ভিডিও, বা ডকুমেন্ট সরাসরি দেখতে, সাজাতে এবং প্রয়োজন অনুযায়ী ডিলিট করতে পারবেন।

  • সহজ অ্যাক্সেস: আগে এই সুবিধা পেতে হলে হোয়াটসঅ্যাপ সেটিংসে গিয়ে “Manage Storage” সেকশনে যেতে হতো। এখন চ্যাট ইনফো স্ক্রিন থেকেই এটি অ্যাক্সেস করা যাবে, যা প্রক্রিয়াটিকে অনেক দ্রুত ও সহজ করে তুলবে।
  • মিডিয়ার গ্রিড ভিউ: নতুন স্টোরেজ ম্যানেজমেন্ট সেকশনে ব্যবহারকারীরা ওই নির্দিষ্ট চ্যাটে শেয়ার করা সব মিডিয়া ফাইলের একটি গ্রিড ভিউ (Grid View) দেখতে পাবেন।
  • সাইজ অনুযায়ী সাজানো: এই ভিউতে ছবি, ভিডিও এবং ডকুমেন্ট— সবই তাদের ফাইল সাইজ অনুযায়ী সাজানো থাকবে।
  • সর্টিং অপশন: এখানে তিনটি গুরুত্বপূর্ণ সর্টিং অপশন যুক্ত করা হয়েছে:
    1. Newest (সবচেয়ে নতুন)
    2. Oldest (সবচেয়ে পুরনো)
    3. Largest (সবচেয়ে বড়)

এই অপশনগুলোর সাহায্যে ব্যবহারকারীরা সহজেই চিহ্নিত করতে পারবেন কোন ফাইলগুলো সবচেয়ে বেশি জায়গা দখল করে আছে এবং চাইলে সঙ্গে সঙ্গে সেগুলো মুছে (Delete) দিতে পারবেন। এর ফলে ফোনের স্টোরেজ ফাঁকা করা এবং অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করার কাজ অনেক সহজ হবে বলে মনে করা হচ্ছে।

WABetaInfo-এর শেয়ার করা স্ক্রিনশট অনুযায়ী, এই নতুন অপশনটি চ্যাট ইনফো স্ক্রিনে যুক্ত হয়েছে এবং এটি স্টোরেজ ম্যানেজমেন্টের প্রক্রিয়াকে দ্রুততর ও সরল করে তুলবে।

আরও পড়ুন: মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version