Home ভ্রমণ মন ভালো নেই? ঘুরে আসতে পারেন শিলিগুড়ির কাছে এই ৫টি জায়গা থেকে

মন ভালো নেই? ঘুরে আসতে পারেন শিলিগুড়ির কাছে এই ৫টি জায়গা থেকে

আনন্দ, দুঃখ, বেদনা সব মিলিয়েই আমাদের জীবন। তাই মন খারাপ হওয়াটা খুবই স্বাভাবিক বিষয়। তবে বেশিক্ষণ মন খারাপকে টিকিয়ে রাখা ঠিক নয়।  তাই মন খারাপ রেখে কোনও লাভ নেই।

আনন্দ, দুঃখ, বেদনা সব মিলিয়েই আমাদের জীবন। তাই মন খারাপ হওয়াটা খুবই স্বাভাবিক বিষয়। তবে বেশিক্ষণ মন খারাপকে টিকিয়ে রাখা ঠিক নয়।  তাই মন খারাপ রেখে কোনও লাভ নেই। মন ভালো রাখার সবথেকে সেরা উপায় হল ঘুরতে যাওয়া। কোথায় ঘুরতে যাবেন বরং জেনে নেওয়া যাক।

শিলিগুড়ি শহরে এবং শিলিগুড়ি থেকে ঘুরতে যাওয়া যায় এমন অনেক দর্শনীয় স্থান রয়েছে। কোন কোন জায়গাগুলিতে ঘুরতে যাবেন জেনে নিতে পারেন।

দুধিয়া

শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার পথে পড়ে দুধিয়া। দুরত্ব ২৫ কিমি। বালাসোন নদীর তীরে অবস্থিত, অদ্ভুত কিন্তু সুন্দর ছোট্ট একটি গ্রাম৷ সুন্দর সুন্দর ছবির আকর্ষণীয় ব্যাকগ্রাউন্ড সৃষ্টি করে। এটিকে ঘিরে রেখেছে চা-বাগান৷ নদীর জলের গভীরতা কম হওয়ার কারণে, দুধিয়া দেখতে বহু মানুষ আসেন৷ অন্য দিকে, যদি আপনি শহরের ভিড় আর কোলাহলের থেকে দূরে কোথাও পালাতে চান, তাহলে সপ্তাহের শেষে এখানে আসতেই পারেন৷

চিলাপাতা অরণ্য

তোর্ষা আর বানিয়া নদীর তীর দিয়ে ঘিরে রাখা, গভীর বনাঞ্চলটি হল একটি অবিশ্বাস্য সংখ্যার বৈচিত্র্যপূর্ণ উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল৷ এই জঙ্গল, যেটি জলদাপাড়া জাতীয় উদ্যান এবং বক্সা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে হাতি যাওয়া-আসা করার একটি পথ হল চিলাপাতার জঙ্গল। শিলিগুড়ি থেকে চিলাপাতার দুরত্ব ১৫০ কিমি।

ইস্কন মন্দির

উত্তর-পূর্ব ভারতের সর্ববৃহৎ কৃষ্ণ সচেতনতা কেন্দ্রটি হল শিলিগুড়ির ইস্কন মন্দির৷ এটি হল বৈদিক-সংস্কৃতি অধ্যয়নের একটি সুপরিচিত কেন্দ্র এবং উপাসক এবং তীর্থযাত্রীদের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ ধর্মীয় গন্তব্যগুলির মধ্যে একটি৷ মন্দিরের প্রধান ভবনটিতে পাওয়া যায় একটি শান্ত, বিশুদ্ধ প্রাণস্পন্দন এবং এটি স্থাপন করা হয়েছে একটি বিশাল, সুরক্ষণাবেক্ষণে থাকা উদ্যানের কেন্দ্রস্থলে৷

সাভিন কিংডম

শিলিগুড়িতে রয়েছে একটি দুর্গের আদলে তৈরি করা সাভিন কিংডম নামে একটি ১০-একর জমির উপর তৈরি করা বিনোদন পার্ক৷ এটিতে আছে নানা প্রকারের রাইড, বিনোদনের স্থান, একটি বড়ো আকারের পুল, ব্যাঙ্কোয়েট, একটি হোটেল, রেস্তোরাঁ এবং আরও বহু কিছু৷ এটি হল পারিবারিক ছুটি উপভোগ করার জন্য সর্বোত্তম স্থান, স্থানীয় এবং বহিরাগত উভয়ের জন্যই৷

বেঙ্গল সাফারি পার্ক

বেঙ্গল সাফারি পার্ক হল পরিবারের সঙ্গে জলে-জঙ্গলে ঘুরে সময় উপভোগ করার জন্য সর্বোৎকৃষ্ট স্থান৷ পার্কটিতে রয়েছে উত্তরবঙ্গের বৈচিত্র্যপূর্ণ এবং সমৃদ্ধ গাছগাছালি এবং প্রাণীজগৎ৷

আরও পড়ুন: নয়া পর্যটন কেন্দ্র নদিয়ায়, করা যাবে জঙ্গল সাফারি

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version