Home ভ্রমণ ভ্রমণের খবর কুম্ভমেলায় সুরক্ষার দায়িত্বে থাকবে ‘ডিপ সি ডাইভার’, মোতায়েন রোবোটিক ফায়ার টেন্ডার

কুম্ভমেলায় সুরক্ষার দায়িত্বে থাকবে ‘ডিপ সি ডাইভার’, মোতায়েন রোবোটিক ফায়ার টেন্ডার

0

২০২৫ সালে উত্তরপ্রদেশের ইলাহাবাদে বসতে চলেছে পূর্ণকুম্ভর আসর। মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তার কথা ভেবে উত্তরপ্রদেশ প্রশাসন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ২২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত ‘ডিপ সি ডাইভার’ মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি, কুম্ভমেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তা সামলাতে প্রথম বার রোবট ব্যবহার করা হবে।

কেউ যাতে স্নান করতে গিয়ে নদীতে ডুবে না যান, তার জন্যই ডুবুরি রাখার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়াও কলকাতা, গোয়া ও মহারাষ্ট্রর জল পুলিশ বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের মোতায়েন করা হবে কুম্ভমেলায়। ২০০ জন স্থানীয় যুবকদেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

উত্তরপ্রদেশ প্রশাসন কুম্ভমেলায় প্রথম বার রোবোটিক ফায়ার টেন্ডার ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। এ সব অত্যাধুনিক রোবট খুব সহজে সিঁড়ি বেয়ে উঠে যেতে পারবে। নিমেষেই আগুন নেভাতে সক্ষম। অত্যাধুনিক রোবোটিক যন্ত্র ছাড়াও বিশেষ ভাবে প্রশিক্ষিত ২০০ জন ফায়ার কমান্ডোও মোতায়েন করা হবে।

এ ছাড়াও ৩৫ ফুট উঁচু থেকে জল স্প্রে করে আগুন নেভানোর কাজে ওয়াটার টাওয়ার ব্যবহার করা হবে। এতে লাগানো থাকবে উচ্চ মানের অত্যাধুনিক প্রযুক্তির ক্যামেরাও। দমকল বাহিনীর অতিরিক্ত ডিজি পদ্মজা চৌহান জানান, ২০-২৫ কেজি ওজনের ৩টি রোবোটিক টেন্ডারকে মোতায়েন করা হবে সেই সব জায়গায় যেখানে আগুন লাগলে দমকলকর্মীরা পৌঁছোতে পারবেন না।

১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ইলাহাবাদে চলবে এই পূর্ণকুম্ভমেলা। লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এই মেলায়। আগত পুণ্যার্থীদের সুবিধার জন্য দেড় লক্ষ বায়ো টয়লেট গড়ে তোলা হচ্ছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version