Homeভ্রমণভ্রমণের খবরকুম্ভমেলায় সুরক্ষার দায়িত্বে থাকবে ‘ডিপ সি ডাইভার’, মোতায়েন রোবোটিক ফায়ার টেন্ডার

কুম্ভমেলায় সুরক্ষার দায়িত্বে থাকবে ‘ডিপ সি ডাইভার’, মোতায়েন রোবোটিক ফায়ার টেন্ডার

প্রকাশিত

২০২৫ সালে উত্তরপ্রদেশের ইলাহাবাদে বসতে চলেছে পূর্ণকুম্ভর আসর। মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তার কথা ভেবে উত্তরপ্রদেশ প্রশাসন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ২২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত ‘ডিপ সি ডাইভার’ মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি, কুম্ভমেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তা সামলাতে প্রথম বার রোবট ব্যবহার করা হবে।

কেউ যাতে স্নান করতে গিয়ে নদীতে ডুবে না যান, তার জন্যই ডুবুরি রাখার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়াও কলকাতা, গোয়া ও মহারাষ্ট্রর জল পুলিশ বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের মোতায়েন করা হবে কুম্ভমেলায়। ২০০ জন স্থানীয় যুবকদেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

উত্তরপ্রদেশ প্রশাসন কুম্ভমেলায় প্রথম বার রোবোটিক ফায়ার টেন্ডার ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। এ সব অত্যাধুনিক রোবট খুব সহজে সিঁড়ি বেয়ে উঠে যেতে পারবে। নিমেষেই আগুন নেভাতে সক্ষম। অত্যাধুনিক রোবোটিক যন্ত্র ছাড়াও বিশেষ ভাবে প্রশিক্ষিত ২০০ জন ফায়ার কমান্ডোও মোতায়েন করা হবে।

এ ছাড়াও ৩৫ ফুট উঁচু থেকে জল স্প্রে করে আগুন নেভানোর কাজে ওয়াটার টাওয়ার ব্যবহার করা হবে। এতে লাগানো থাকবে উচ্চ মানের অত্যাধুনিক প্রযুক্তির ক্যামেরাও। দমকল বাহিনীর অতিরিক্ত ডিজি পদ্মজা চৌহান জানান, ২০-২৫ কেজি ওজনের ৩টি রোবোটিক টেন্ডারকে মোতায়েন করা হবে সেই সব জায়গায় যেখানে আগুন লাগলে দমকলকর্মীরা পৌঁছোতে পারবেন না।

১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ইলাহাবাদে চলবে এই পূর্ণকুম্ভমেলা। লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এই মেলায়। আগত পুণ্যার্থীদের সুবিধার জন্য দেড় লক্ষ বায়ো টয়লেট গড়ে তোলা হচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

আরও পড়ুন

গঙ্গার তীরে বিলাসের নতুন ঠিকানা, রায়চকে আনুষ্ঠানিক ভাবে চালু হল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’

রায়চকে গঙ্গার তীরে খুলল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’। আইএইচসিএল-এর নতুন এই বিলাসবহুল রিসর্ট রাজ্যের পর্যটনে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

দুর্যোগ কাটিয়ে ছন্দে জলদাপাড়া, কার সাফারিতে উপচে পড়ছে পর্যটক, হাতি সাফারি চালুর তোড়জোড় বনদফতরের

দুর্যোগ কেটে ছন্দে ফিরেছে জলদাপাড়া জাতীয় উদ্যান। চিলাপাতা, শালকুমার ও কোদালবস্তি পয়েন্টে ফের শুরু হয়েছে কার সাফারি। পর্যটকদের ভিড়ে খুশি জিপসি মালিকরা, দ্রুত হাতি সাফারি চালুর উদ্যোগ বনদপ্তরের।

পুজোয় উত্তর ভারত ভ্রমণে স্বস্তি, উত্তরবঙ্গ-সিকিমেও দুর্যোগের আশঙ্কা নেই

পুজোর ছুটিতে উত্তর ভারত বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে স্বস্তির খবর। পঞ্জাব, কাশ্মীর, হিমাচল থেকে বিদায় নেবে বর্ষা। উত্তরবঙ্গ ও সিকিমে বৃষ্টি হলেও দুর্যোগের সম্ভাবনা নেই।