Home ভ্রমণ ভ্রমণের খবর চলুন প্রয়াগরাজের মহাকুম্ভমেলায়, থাকুন পাঁচতারা হোটেলের সুবিধাযুক্ত তাঁবুতে   

চলুন প্রয়াগরাজের মহাকুম্ভমেলায়, থাকুন পাঁচতারা হোটেলের সুবিধাযুক্ত তাঁবুতে   

0

চলতি মাসেই উত্তরপ্রদেশের প্রয়াগরাজ বা ইলাহাবাদে বসতে চলেছে মহাকুম্ভ মেলার মতো রাজসূয় যজ্ঞের আসর। ২০১৯-এ অর্ধকুম্ভের পরে এই ২০২৫-এ বসছে পূর্ণকুম্ভ মেলা, যোগী আদিত্যনাথের সরকার যাকে বলছে মহাকুম্ভ। প্রতি ১২ বছর অন্তর প্রয়াগরাজে বসে পূর্ণকুম্ভর আসর।

এ বছর কুম্ভমেলায় প্রয়াগরাজে গেলে আপনি বিলাসবহুল টেন্টে থাকতে পারবেন। আইআরসিটিসি বিশেষ টেন্ট সিটি তৈরি করেছে। পাঁচতারা হোটেলের অত্যাধুনিক নানান সুযোগসুবিধা থাকবে ওই অস্থায়ী টেন্ট সিটিতে। পাঁচতারা হোটেলের সুবিধাযুক্ত নির্দিষ্ট লাক্সারি তাঁবুও থাকবে।

প্রয়াগরাজের নইনিতে সেক্টর ২৫-এ আরায়েল রোডে তৈরি হয়েছে অস্থায়ী টেন্ট সিটি। ত্রিবেণি সঙ্গম থেকে ৫ কিমি দূরে রয়েছে এই টেন্ট সিটি। এখানে যাঁরা থাকবেন তাঁদের ঘাটে পৌঁছে দিতে বিশেষ ব্যবস্থা থাকবে।

টেন্ট সিটিতে সুপার ডিলাক্স টেন্ট হাউজ আর ভিলা টেন্ট হাউজ থাকবে। ঠান্ডার মধ্যে ২৪ ঘণ্টা গরম জলের ব্যবস্থা থাকবে। ঘর গরম করতে রুম ব্লোয়ার থাকবে। তাঁবুতে বিছানার চাদর, বালিশ, তোয়ালে, অত্যাধুনিক শৌচাগার থাকবে। খাবারও ধরা রয়েছে তাঁবুর ভাড়ার মধ্যে। টিভি দেখার ব্যবস্থা থাকবে। সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। সুপার ডিলাক্স টেন্টের ভাড়া দৈনিক ১৮ হাজার টাকা। ভিলার ভাড়া ২০ হাজার টাকা। আইআরসিটিসির ওয়েবসাইট www.irctctourism.com/mahakumbhgram মারফত বুক করা যাবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version