Home ভ্রমণ ভ্রমণের খবর পুজোয় এনবিএসটিসি’র বিশেষ ট্যুর প্যাকেজ, সিকিম-দার্জিলিং-ডুয়ার্স ভ্রমণের সুযোগ, খরচ ৭০০–২৫০০ টাকা

পুজোয় এনবিএসটিসি’র বিশেষ ট্যুর প্যাকেজ, সিকিম-দার্জিলিং-ডুয়ার্স ভ্রমণের সুযোগ, খরচ ৭০০–২৫০০ টাকা

Darjeeling Tour

পুজোয় উত্তরবঙ্গ ভ্রমণ করতে ইচ্ছুক পর্যটকদের জন্য সুখবর। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (NBSTC) চালু করতে চলেছে বিশেষ পর্যটন প্যাকেজ—‘সবুজের পথে হাতছানি’। বিশ্বকর্মা পুজোর পর থেকে শুরু হবে এই পরিষেবা। বৃহস্পতিবার ময়নাগুড়িতে নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, ৭০০ থেকে ২৫০০ টাকার মধ্যেই মিলবে এই ভ্রমণ প্যাকেজ। খাওয়াদাওয়াও থাকবে এর অন্তর্ভুক্ত।

চেয়ারম্যান বলেন, “আমরা পর্যটকদের জন্য একদিনে ঘুরে ফেরা থেকে শুরু করে দু’দিন একরাত এবং সর্বোচ্চ তিনদিন দু’রাতের প্যাকেজ তৈরি করছি। শিগগিরই সব চূড়ান্ত করে জানানো হবে। অনলাইন ও অফলাইনে বুকিংয়ের ব্যবস্থা থাকবে। রেলস্টেশন, বাসস্ট্যান্ডে মাইকিং, লিফলেট বিলি ও সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হবে।”

প্রাথমিকভাবে শিলিগুড়ি, জলপাইগুড়ি ও কোচবিহার থেকে প্যাকেজ বাস চালানো হবে। প্রতিটি জায়গায় থাকবে দু’টি করে বাস—১৬ সিট ও ২৬ সিটের। পর্যটকদের চাহিদা বাড়লে বাসের সংখ্যা বাড়ানোর কথাও ভাবছে নিগম।

প্যাকেজে সিকিমের গ্যাংটক ভ্রমণ ছাড়াও দার্জিলিং, কালিম্পং, লাভা, লোলেগাঁও, ঝালং, বিন্দু, লাটাগুড়ি, মূর্তি, গোরুমারা, জলদাপাড়া, রাজাভাতখাওয়া, জয়ন্তীসহ ডুয়ার্সের জনপ্রিয় গন্তব্যগুলিকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এছাড়া, উত্তরবঙ্গের পুজো পরিক্রমারও ব্যবস্থা থাকবে—মহালয়ার পরদিন থেকে চতুর্থী পর্যন্ত মূলত প্রবীণদের ঠাকুর দেখানোর বিশেষ পরিষেবা চালাবে এনবিএসটিসি।

এই উদ্যোগে খুশি পর্যটন ব্যবসায়ীরাও। লাটাগুড়ি হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক দিব্যেন্দু দেব বলেন, “খুব ভালো উদ্যোগ। এতে পর্যটকদের খরচ অনেকটাই কমবে। বিহার থেকে যদি সরাসরি ডুয়ার্সে সরকারি বাস চালানো যায়, তবে গোরুমারা ও লাটাগুড়ির পর্যটন আরও চাঙ্গা হবে।”

পুজোয় বাড়তি বাসও নামানো হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান। বর্তমানে উত্তরের বিভিন্ন জেলা থেকে রোজ কলকাতা রুটে ১১টি বাস চলে। পুজোর সময় আরও ১০টি বাস বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি, দীঘাগামী বাসও সপ্তাহে দু’দিনের বদলে চারদিন চালানো হবে।

আরও পড়ুন: জয়রামবাটি-কামারপুকুর উন্নয়ন পর্ষদ গঠনের সিদ্ধান্ত, নজরে বিধানসভা নির্বাচন?

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version