Home ভ্রমণ ভ্রমণের খবর পর্যটকদের জন্য খুলে গেল সিকিমের নতুন গন্তব্য সাংলাফু লেক

পর্যটকদের জন্য খুলে গেল সিকিমের নতুন গন্তব্য সাংলাফু লেক

0
সাংলাফু লেক।

খবর অনলাইন ডেস্ক: পর্যটকদের জন্য এক নতুন গন্তব্যের দরজা খুলে দিল সিকিম। উত্তর সিকিমের ‘সাংলাফু চো’ বা সাংলাফু লেক। লাচুং থেকে জিরো পয়েন্ট তথা ইউমেসামডং হয়ে যেতে হয় এই গন্তব্যে। সমুদ্রতল থেকে ৫০৮০ মিটার অর্থাৎ প্রায় ১৬৬৭০ ফুট উঁচুতে অবস্থিত এই লেক জিরো পয়েন্ট থেকে ৫ কিমি দূরে।

মে মাসের গোড়াতেই এই পর্যটনস্থল খুলে দেওয়া হয় পর্যটকদের জন্য। ধর্মীয় রীতি মেনে স্থানীয় বৌদ্ধ সন্ন্যাসীরা আনুষ্ঠানিক ভাবে এই লেক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে এক বিশেষ প্রার্থনাসভার আয়োজন করা হয়। তাতে যোগ দিয়েছিলেন লাচুংয়ের সামতেন চোলিং মন্যাস্টেরির বৌদ্ধ সন্ন্যাসীরা। ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হোটেল ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা এবং গাড়িচালকেরাও। স্থানীয় মানুষেরাও এসেছিলেন।  

স্থানীয় মানুষজনের কাছে সাংলাফু লেক ‘গ্রেট লেক’ নামে পরিচিত। স্থানীয়রা এই লেকটিকে খুব পবিত্র স্থান বলে মনে করেন। তাঁরা মনে করেন, এটি একটি তীর্থস্থান। এই লেকের ধারে গিয়ে তাঁরা প্রার্থনা করেন। এই লেকের জল তাঁদের কাছে খুবই পবিত্র। তাই এত দিন পর্যটকরা এখানে যেতে না পারলেও স্থানীয়দের যেতে কোনো বাধা ছিল না।

তবে এই গন্তব্যে পৌঁছোনো খুব একটা সহজ ছিল না। দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে এখানে যেতে হত। এখন সাংলাফু লেক পর্যন্ত তৈরি হয়েছে ফোর হুইল ড্রাইভের রাস্তা। তাই এবার থেকে উত্তর সিকিম গেলে লাচেন, গুরুদোংমার লেক, লাচুং, কাটাও, ইয়ুমথাং ভ্যালি, জিরো পয়েন্ট দেখে ফিরে যাবেন না। অবশ্যই ঘুরে আসবেন সাংলাফু লেক। না গেলে পস্তাবেন।

তবে সেখানকার পরিবেশ রক্ষা করার কথা অবশ্যই মনে রাখবেন। পরিবেশ কোনোমতেই নষ্ট করা যাবে না। একবার ব্যবহারযোগ্য এমন প্লাস্টিক কিংবা টেট্রা প্যাক সঙ্গে রাখবেন না। আর লেকের আশপাশে থুতু ফেলা তো একেবারেই চলবে না। মনে রাখবেন, লেকের পরিচ্ছন্নতা বজায় রাখা আপনার অবশ্য কর্তব্য।

আরও পড়ুন

ভোট দেখতে বিদেশি পর্যটকরা আসছেন, ভারতে ক্রমশই জমে উঠছে নির্বাচন-পর্যটন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version