Home ভ্রমণ ভ্রমণের খবর অমরনাথ যাত্রায় যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায়  ‘পিট্টু অ্যাম্বুলেন্স’, শ্বাসকষ্ট হলেই মিলবে অক্সিজেন

অমরনাথ যাত্রায় যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায়  ‘পিট্টু অ্যাম্বুলেন্স’, শ্বাসকষ্ট হলেই মিলবে অক্সিজেন

পিট্টু অ্যাম্বুলেন্স। ছবি সংগৃহীত

কাশ্মীরে অমরনাথ যাত্রায় যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় কেন্দ্রীয় সরকার নতুন এক উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রথমবারের মতো, যাত্রাপথে শ্বাসকষ্টে ভোগা যাত্রীদের সহায়তায় ব্যবহৃত হবে অভিনব ‘পিট্টু অ্যাম্বুলেন্স’। এই অ্যাম্বুলেন্সগুলি মূলত ঘোড়ার পিঠে বাঁধা দুটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাত্রীদের সহায়তা করবে। বালতাল রুটে আটটি এবং পহেলগাঁও রুটে আরও আটটি পিট্টু অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে। যাত্রাপথের প্রতি দু’ কিলোমিটার অন্তর অক্সিজেন পয়েন্ট তৈরি করা হয়েছে, যেখানে ডাক্তার ও নার্স থাকবেন যাত্রীদের পরীক্ষার জন্য।

কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব অপূর্ব চন্দ্র রবিবার জানান, প্রতিদিন সেখানে দু-আড়াই হাজার যাত্রী তাদের স্বাস্থ্য পরীক্ষা করাতে আসছেন। অমরনাথ যাত্রা ২৯ জুন থেকে শুরু হয়েছে এবং চলবে ১৯ আগস্ট পর্যন্ত। এ বছর এখনও পর্যন্ত সাড়ে তিন লক্ষ দর্শনার্থী নাম নথিভুক্ত করেছেন।

২৫,০০০ আবেদনকারী, ৬০০ শূন্যপদ, মুম্বই বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার নিয়োগে চরম বিশৃঙ্খলা

অমরনাথ যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য পশ্চিমবঙ্গ সহ ১২টি রাজ্য থেকে স্বাস্থ্যকর্মী নিয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। ৬৬১ জন স্বাস্থ্যকর্মীর মধ্যে হৃদরোগ বিশেষজ্ঞ, সার্জেন, রেসপিরেটরি মেডিসিন ফিজিসিয়ান, হাড়ের সমস্যা বিশেষজ্ঞসহ ৯৮ জন নার্স রয়েছেন। এছাড়া, বালতাল এবং চন্দনওয়াড়িতে ১০০ শয্যার অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়েছে।

প্রতি বছর প্রায় ১৩ হাজার ফুট উচ্চতায় প্রাকৃতিক গুহায় শ্বেতশুভ্র অমরনাথ লিঙ্গ দর্শন করতে ভিড় হয়। এই ভিড়ের মধ্যে যাতে কোন অঘটন না ঘটে, তার জন্য কেন্দ্রীয় বাহিনী নজরদারি করছে। যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় মেডিকেল ক্যাম্প, মোবাইল এক্সরে ইউনিটও স্থাপন করা হয়েছে। দেশের ২৩টি এইমস হাসপাতালসহ ১২টি রাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের এই যাত্রায় স্বাস্থ্য পরিষেবায় নিয়োজিত করা হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version