Home ভ্রমণ ভ্রমণের খবর ১ অক্টোবর থেকে ভিসা ছাড়াই লঙ্কাভূমে বেড়ানোর সুযোগ

১ অক্টোবর থেকে ভিসা ছাড়াই লঙ্কাভূমে বেড়ানোর সুযোগ

0
মিহিনতালে, শ্রীলঙ্কা। এখানেই সম্রাট অশোকের পুত্র মহেন্দ্র প্রথম পা রেখেছিলেন। ছবি Tourism Sri Lanka 'X' থেকে নেওয়া।

সমুদ্র, পাহাড়, মশলার ও কফির বাগান ঘেরা শ্রীলঙ্কা পর্যটকদের পছন্দের তালিকায় সব সময়ই ওপরের দিকে থাকে। সাম্প্রতিক আর্থসামাজিক টালমাটাল পরিস্থিতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে শ্রীলঙ্কার মানুষ। সেই শ্রীলঙ্কায় ১ অক্টোবর থেকে ভিসা ছাড়াই বেড়ানোর সুযোগ মিলবে। ভারত, আমেরিকা, ব্রিটেন-সহ ৩৫টি দেশের মানুষের জন্য ভিসা ছাড়াই বেড়ানোর কথা ঘোষণা করেছে শ্রীলঙ্কা সরকার।

দেশের পর্যটন ব্যবস্থাকে উন্নত করতে ও বিদেশি রাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে উন্নত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে শ্রীলঙ্কা সরকারের তরফে জানানো হয়েছে। ভারত, আমেরিকা, ব্রিটেন ছাড়াও অস্ট্রেলিয়া, জাপান, কানাডা, চিন, ফ্রান্স, জার্মানির মতো বিভিন্ন দেশের পর্যটকরা ভিসা ছাড়াই শ্রীলঙ্কার বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে পারবেন। আপাতত পরীক্ষামূলকভাবে ছ’মাসের জন্য এই ছাড় দেওয়া হচ্ছে। পরে এর মেয়াদ বাড়ানো হতে পারে।

pexels msahirs 10727551
শ্রীলঙ্কাা,ছবি: Sahir Sujahudeen

এর আগে ২০২৩ সালের ১ অক্টোবর থেকে শ্রীলঙ্কায় ভিসামুক্ত ভ্রমণের ব্যবস্থা পাইলট প্রকল্প হিসাবে চালু হয়েছিল। তাতে ভারত-সহ ৭টি দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত ভ্রমণের ব্যবস্থা করা হয়েছিল। সম্ভবত সেই প্রকল্প সফল হওয়াতেই এবার দেশের সংখ্যা অনেক বাড়িয়ে ৩৫ করা হয়েছে।  

ভিসামুক্ত ভ্রমণের এই সিদ্ধান্তে ভারতীয় পর্যটকদের কাছে শ্রীলঙ্কাভ্রমণ এখন আরও সহজ ও আকর্ষণীয় হবে। শ্রীলঙ্কায় বিদেশি পর্যটকদের মধ্যে বেশি ভারতীয়রাই। ২০২৩-এ যতজন বিদেশি পর্যটক শ্রীলঙ্কায় গিয়েছিলেন তাঁদের মধ্যে ২০ শতাংশই ছিলেন ভারতীয়। সংখ্যাটা ছিল ২ লক্ষ ৪৬ হাজার। এবার আবার ভিসামুক্ত ভ্রমণ চালু হলে আরও বেশি সংখ্যক ভারতীয় যে সে দেশে বেড়াতে যাবেন, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন

দীর্ঘ এনক্লোজার বাসের পর, কুনো ন্যাশনাল পার্কে মুক্তি পাচ্ছে আফ্রিকান চিতা ও তাদের শাবকরা

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version