Home প্রযুক্তি ছবির গুণমান উন্নত করতে Realme-এর ফোনে এআই প্রযুক্তির ব্যবহার

ছবির গুণমান উন্নত করতে Realme-এর ফোনে এআই প্রযুক্তির ব্যবহার

0
ছবি সৌজন্যে www.realme.com

Realme 13 Pro এবং Realme 13 Pro+ স্মার্টফোনগুলির জন্য Realme সংস্থা একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) চালিত ফটো শার্পনিং ফিচার চালু করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ফিচারের নাম এআই আল্ট্রা-ক্লিয়ার।

Realme ফোনের এই নতুন এআই আল্ট্রা-ক্লিয়ার নামে পরিচিত এই ফিচারটি এআই প্রযুক্তি ব্যবহার করে অস্পষ্ট ফটোগুলির ডিটেলস এবং শার্পনেস বাড়ানো যাবে। তবে Realme এর তরফে বলা হয়নি যে ছবিগুলি ডিভাইসে বা ক্লাউড সার্ভারে প্রসেস করা হয়েছে কি না।

Realme 13 Pro এবং Realme 13 Pro+ উভয় স্মার্টফোনেই ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি এবং ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। এছাড়াও, Pro+ মডেলটি ৫০ মেগাপিক্সেলের 3x পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে যার সেন্সর আকার ১/১.৯৫ ইঞ্চি। Pro+ মডেলের প্রাইমারি ক্যামেরাটি বেস মডেলের ১/১.৯৫ ইঞ্চির সেন্সরটির তুলনায় একটি বড়ো ১/১.৫৬ ইঞ্চির সেন্সর রয়েছে। তবে দুটি ফোনের আল্ট্রাওয়াইড সেন্সর একই। উভয় ফোনেই ৪ ন্যানোমিটার-ভিত্তিক Qualcomm Snapdragon 7s Gen 2 চিপসেট ব্যবহার করা হয়েছে। ৫২০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি রয়েছে।

আরও পড়ুন

বিশ্বের প্রথম এআই পোশাক তৈরি করলেন গুগলের ইঞ্জিনিয়ার

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version