Homeখবরদেশআম আদমি সরকারের উপমুখ্যমন্ত্রীর দফতরে CBI হানা

আম আদমি সরকারের উপমুখ্যমন্ত্রীর দফতরে CBI হানা

প্রকাশিত

নয়া দিল্লি : দিল্লির আম আদমি পার্টির সরকারের উপ মুখ্যমন্ত্রীর দফতরে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এই ঘটনা নিজেই সোশ্যাল মিডিয়ায় ফাঁস করলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার। শনিবার সকালে দিল্লির উপমুখ্যমন্ত্রীর দফতরে যখন তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, ঠিক তখনই সেই ঘটনার কথা টুইট করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার।

সোশ্যাল মিডিয়ায় টুইট করে রাজ্যবাসীর কাছে সেই বার্তা পৌঁছে দিতে নিজের করা টুইটে তিনি লেখেন, ” আজ আবার সিবিআই আমার অফিসে গিয়ে তল্লাশি চালাচ্ছে। তারা এর আগে আমার বাড়িতে অভিযান চালিয়েছিল। অভিযান চালিয়েছে আমার অফিসেও। এমনকী আমার গ্রামে গিয়েও তদন্ত চালিয়েছে। আমার বিরুদ্ধে কিছুই পাওয়া যায়নি এবং কিছু পাওয়া যাবে না। কারণ আমি কিছু করিনি।”

যদিও এই ঘটনায় রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য কেন্দ্রীয় সংস্থা দিয়ে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে অভিযান চালানোর অভিযোগ তুলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানান, ” দিল্লির শিক্ষা ও স্বাস্থ্য মডেল নিয়ে সারা বিশ্বে আলোচনা চলছে। সেজন্যই শিক্ষামন্ত্রীর বাড়িতে সিবিআই পাঠানো হচ্ছে।”

প্রসঙ্গত, আর্থিক মামলায় ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি গ্রেফতার করেছে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে। এরপর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করা হবে এমনটাই আশঙ্কা প্রকাশ করছে আম আদমি পার্টি।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই দিল্লির সরকার এবং রাজ্যপালের মধ্যে সংঘাত রয়েছে আর্থিক দুর্নীতিকে কেন্দ্র করে। এদিন প্রায় ১২ ঘন্টা ধরে তল্লাশি অভিযান চালিয়ে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলেই জানা যাচ্ছে। সম্প্রতি দিল্লির উপরাজ্যপাল বিকে সাক্সেনার নির্দেশে দিল্লির সরকারের নীতি নিয়ে তদন্ত চালাচ্ছে সিবিআই। পরে সেই একই মামলায় তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অভিযোগ উঠছে, অরবিন্দ কেজরিওয়ালের সরকার আবগারি নীতির মাধ্যমে মদ ব্যবসায়ীদের বাড়তি রোজগারের ব্যবস্থা করে দিয়ে কোষাগারের ক্ষতি করছে। সিবিআই-এর করা সেই এফআইআরে রয়েছে আবগারি মন্ত্রী তথা দিল্লির সরকারের উপমুখ্যমন্ত্রী‌ মণীশের নাম এবং ইতিমধ্যেই এই মামলায় বেশ কয়েকজন মদ ব্যবসায়ী সহ কর্পোরেট কনসালট্যান্টকে গ্রেফতার করেছে সিবিআই এবং ইডি।

সাম্প্রতিকতম

আইপিএল ২০২৩-২৪: দিল্লি ক্যাপিটলসকে হেলায় হারাল কলকাতা নাইট রাইডার্স

দিল্লি ক্যাপিটলস (ডিসি): ১৫৩-৯ (কুলদীপ যাদব ৩৫ নট আউট, ঋষভ পন্থ ২৭, বরুণ চক্রবর্তী...

তপ্ত এই শহরের বুকে আজও জল বয়ে চলে গুটি কয়েক ভিস্তিওয়ালা

চারিদিক জনশূন্য, দুপুরের রোদে খালি মাথায় 'ভিস্তিওয়ালা' চলেছে। এই রোদে মাথা ফেটে যাচ্ছে। তৃষ্ণায় ছাতি ফাটছে। আহার এখনো তার বাকি, তবু এখন জল নিয়ে পৌঁছাবার সময় গন্তব্যে।

‘বেসরকারি সংস্থাগুলি মহাকাশকে আরও সহজলভ্য করে তুলবে’, দাবি ইসরো প্রধানের

বেঙ্গালুরু: ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে মহাকাশপ্রেমীদের সঙ্গে আড্ডা জমালেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চেয়ারম্যান...

সামগ্রিক ফলে ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারিয়ে আইএসএল ফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট

মোহনবাগান সুপার জায়েন্ট ২ (কামিংস, সামাদ) (৩) ওড়িশা ০ (২) কলকাতা: কথা রাখলেন আন্তোনিও লোপেজ...

আরও পড়ুন

‘বেসরকারি সংস্থাগুলি মহাকাশকে আরও সহজলভ্য করে তুলবে’, দাবি ইসরো প্রধানের

বেঙ্গালুরু: ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে মহাকাশপ্রেমীদের সঙ্গে আড্ডা জমালেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চেয়ারম্যান...

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

তীব্র জল সংকটের দিকে এগোচ্ছে দক্ষিণ ভারত! জলধারণ ক্ষমতা নেমে ১৭ শতাংশ, কী পরিস্থিতি পশ্চিমবঙ্গে

নয়াদিল্লি: গরমে তীব্র জলসংকট। দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে জলসঞ্চয়ের বিষয়টিও। অন্ধ্রপ্রদেশ,...