খবরonline.com একটি ব্যতিক্রমী পোর্টাল। রাজনীতির দৈনন্দিন আকছাআকছির খবর নয়, দেশ-বিদেশের যে খবর পাঠকের মনে কিছু চিন্তার খোরাক জোগায়, যে খবর পাঠককে গঠনমূলক কাজে উৎসাহ জোগায়, যে খবর দেশ-সমাজে আলোড়ন সৃষ্টি করে সেই খবর স্থান পায় এখানে। সে খবর হতে পারে রাজনীতির কিংবা অর্থনীতির, হতে পারে খেলাধূলা বা বিনোদন জগতের। খবরের পাশাপাশি রয়েছে অন্যান্য বিভাগও – বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশ, ভ্রমণ, জীবন যেমন, শরীরস্বাস্থ্য, শিক্ষা ও কেরিয়ার, সংস্কৃতি, কথাশিল্প ইত্যাদি। নিজের সৃজনশীলতা প্রকাশের অন্যতম মাধ্যমও খবরonline.com।
মুখ্য সম্পাদক : শম্ভু সেন