Homeখবরদেশবাজেটে বঞ্চিত শৈশব, দাবি স্বেচ্ছাসেবী সংস্থা ক্রাই-এর

বাজেটে বঞ্চিত শৈশব, দাবি স্বেচ্ছাসেবী সংস্থা ক্রাই-এর

প্রকাশিত

বুধবার ২০২৩-২৪ আর্থিক বছরের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এ বারের বাজেটে শিশুদের উন্নয়নমূলক প্রকল্পের জন্য আর্থিক সংস্থান প্রসঙ্গে চাইল্ড রাইটস অ্যান্ড ইউ (ক্রাই)-র পূর্বাঞ্চলীয় অধিকর্ত্রী তৃণা চক্রবর্তী বলেন, “এ বারের বাজেট কোভিড-পরবর্তী সময়ে দেশের সার্বিক উন্নয়নের পথ ও রূপরেখা নির্ধারণে, এবং দেশের আর্থিক স্থিতিশীলতাকে সুনিশ্চিত করার লক্ষ্যে নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ, কিন্তু শিশুরা, যারা সংখ্যায় দেশের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ, এই বাজেটে তাদের আশা পূরণ হয়নি”।

বাজেটের ইতিবাচক দিকগুলি প্রসঙ্গে তৃণা বলেন, “শিশুশিক্ষা ও শিশুস্বাস্থ্য খাতে বাজেটে কিছু আশার কথা অবশ্যই রয়েছে, যদিও ‘মিশন বাৎসল্য’ খাতে বাজেট বরাদ্দ আগের বছরের তুলনায় একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ২০২২-২৩ অর্থবর্ষে মিশন বাৎসল্যয় অর্থবরাদ্দ ছিল ১,৪৭২ কোটি ১৭ লক্ষ (বিই), এ-বছরও সেই বরাদ্দে কোনও বৃদ্ধি ঘটেনি। সক্ষম অঙ্গনওয়াড়ি, পোষণ ২.০ এবং পিএম পোষণ খাতে বৃদ্ধি হয়েছে গত বাজেটের তুলনায় মাত্র ১.৪৪ শতাংশ – গতবছর যেখানে বরাদ্দ ছিল ১৭,২২৩ কোটি টাকার কিছু বেশি, সেখানে এবারের বরাদ্দের পরিমাণ ১৭,৪৭১ কোটি ১৬ লক্ষ টাকা। সমগ্র শিক্ষা অভিযান খাতেও বৃদ্ধি মাত্র ০.১৯ শতাংশ, অঙ্কের হিসেবে মাত্র ৭০.১১ কোটি টাকা”।

তিনি আরও বলেন, “সামগ্রিক ভাবে এবারের বাজেটের মোট বরাদ্দ যদিও গত বাজেটের তুলনায় ১৪ শতাংশেরও বেশি বেড়েছে, এবং শিশুদের জন্য মোট বরাদ্দের পরিমাণ যদিও অঙ্কের হিসেবে গতবারের তুলনায় ১১,০৫৪.২০ কোটি টাকা বেশি, কিন্তু একটু তলিয়ে দেখলেই বোঝা যাবে, এবারের মোট বাজেটের মাত্র ২.৩০ শতাংশ শিশুদের জন্য বরাদ্দ হয়েছে, যেখানে গত বছর মোট বাজেটের ২.৩৫ শতাংশ বরাদ্দ ছিল শিশুদের জন্য। এমনকী জিডিপি-র সাপেক্ষেও যদি দেখা যায়, গতবছরের বাজেটে শিশুদের জন্য বরাদ্দ ছিল জিডিপি-র ০.৩৬ শতাংশ, এবার তা আরও কমে দাঁড়িয়েছে জিডিপি-র ০.৩৪ শতাংশে”।

“সব মিলিয়ে, দেশের পিছিয়ে পড়া ও সমাজের প্রান্তিক শিশুদের উন্নয়নে এ বাজেট পর্যাপ্ত নয়” বলেই মনে করেন তৃণা।

আরও পড়ুন: বাজেট ২০২৩: সস্তা হচ্ছে মোবাইল, টিভি! বাড়ছে জামাকাপড়ের দাম

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।