Homeখবরদেশত্রিপুরায় বিজেপি ঝড়! আদিবাসীদের মন পেতে উদ্যোগ জেপি নাড্ডার

ত্রিপুরায় বিজেপি ঝড়! আদিবাসীদের মন পেতে উদ্যোগ জেপি নাড্ডার

প্রকাশিত

ত্রিপুরা : চলতি মাসের বিধানসভা নির্বাচন ত্রিপুরায়। নির্বাচনকে সামনে রেখে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে সব রাজনৈতিক দল। চলতি বছর ত্রিপুরায় হতে চলেছে ত্রিপাক্ষিক লড়াই। চলতি মাসের ৬ তারিখ ভোট প্রচারে সে রাজ্যে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গী হবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপির হয়ে প্রচারে নেমেছেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।

শুক্রবার এ রাজ্যে গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। ত্রিপুরার বিজয় সংকল্প সভায় বক্তব্য রাখেন তিনি। কর্মীদের চাঙ্গা করতে একাধিক বার্তা দেন সর্বভারতীয় সভাপতি। এরপরই ত্রিপুরার গোমতিতে এক দলীয় কর্মীর বাড়িতে সারেন মধ্যাহ্নভোজন। উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। কলা পাতায় খাবার খেতে দেখা গেল সর্বভারতীয় সভাপতিকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আদিবাসী সমাজের মন জিততেই এই রণকৌশল বিজেপির।

উল্লেখ্য, ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিপুল ভোটে জয় পেয়েছিল বিজেপি। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে ছিলেন বিপ্লব দেব। কিন্তু রাতারাতি তাঁকে সরিয়ে দেওয়া হয় সেই আসন থেকে। জায়গা পান মানিক সাহা। গত কয়েক মাসে সিপিএমের পাশাপাশি ত্রিপুরায় জমি শক্ত করেছে তৃণমূলও। বিধানসভা নির্বাচনের প্রচার তালিকায় তৃণমূলের তরফে জায়গা দেওয়া হয়েছে একাধিক তারকাকে। আর তারা ত্রিপুরা পৌঁছানোর আগেই প্রচারে ঝড় তুললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

চলতি মাসের ১৭ তারিখ বিধানসভা নির্বাচন ত্রিপুরায়। ফল প্রকাশিত হবে আগামী মাসের ২ তারিখ। আগামী সপ্তাহে প্রকাশিত হতে পারে বিজেপির ইস্তেহার। এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। আর তার আগে গোটা রাজ্য জুড়ে মোট ৩৫ টি সভা করতে চাইছে গেরুয়া শিবির। উপস্থিত থাকবেন রাজ্য এবং কেন্দ্রীয় স্তরের নেতা কর্মীরা। উপস্থিত থাকতে পারেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা এবং কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

নাথুলা-সহ ইন্দো-চিন সীমান্তে মরশুমের প্রথম তুষারপাত, সিকিমে লাল সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণে মানা

নাথুলা, কাপুপ ও চাঙ্গু লেকে মৌসুমের প্রথম ভারী তুষারপাত। সিকিমে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। তুষার জমে যান চলাচলে বিপত্তি।

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

আরও পড়ুন

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।