Homeখবরকলকাতাচোখ রাঙাচ্ছে অ্যাডিনো ভাইরাস, নয়া সিদ্ধান্ত কলকাতা পুরসভার

চোখ রাঙাচ্ছে অ্যাডিনো ভাইরাস, নয়া সিদ্ধান্ত কলকাতা পুরসভার

প্রকাশিত

কলকাতা: করোনা ভাইরাসের পর এ বার চোখ রাঙাচ্ছে অ্যাডিনো ভাইরাস। এই পরিস্থিতিতে এ বার পুর-কর্মীদের জন্য এক ঝাঁক নির্দেশিকা জারি করল কলকাতা পুরসভা। যদিও এই নির্দেশিকায় স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়নি এই ভাইরাসের কথা বরং শিশুদের ভাইরাল জ্বরের সংক্রমণের কথা উল্লেখ করা হয়েছে।

পুরসভা কর্তৃপক্ষ সূত্রে জানা যাচ্ছে, আলাদা আলাদা করে দায়িত্ব দেওয়া হয়েছে সকলকেই। মেডিক্যাল অফিসার থেকে শুরু করে ‘আশা’ কর্মীদের বুঝিয়ে দেওয়া হয়েছে দায়িত্ব। এমনকি স্বাস্থ্যকেন্দ্রগুলির পক্ষ থেকেও সচেতনতামূলক প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে পুরসভার পক্ষ থেকে।

কোনো অসুস্থ শিশু যদি পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে আসে তা হলে তার অসুস্থতা প্রসঙ্গে বিস্তারিত জানাতে হবে মেডিক্যাল আধিকারিকদের। শারীরিক অসুস্থতা বুঝে করতে হবে চিকিৎসা। যদি প্রয়োজন পড়ে তা হলে হাসপাতালে ভর্তি করতে হবে।

স্বেচ্ছাসেবক স্বাস্থ্যকর্মী এবং ‘আশা’ কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জানবেন শিশুদের অসুস্থতা প্রসঙ্গে। ফার্মাসিস্টদের নির্দেশ দেওয়া হয়েছে চিকিৎসকের অনুমতি ছাড়া যেন কোনো রকম ওষুধ কাউকে না দেওয়া হয়। শিশুরা অসুস্থ হলে কোনো ভাবেই ফেলে রাখা রাখা যাবে না বাড়িতে, এমনই নির্দেশিকা দেওয়া হয়েছে পুরসভা কর্তৃপক্ষের তরফে।

ঘটনা প্রসঙ্গে কলকাতা পুরসভার স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায় চৌধুরী জানান, “শিশুরা জ্বরে আক্রান্ত হলেই তড়িঘড়ি তাকে নিয়ে যেতে হবে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে। কারণ সেখানেই সঠিক চিকিৎসা পরিষেবা পাবে শিশু।” তিনি আরও বলেন, “কলকাতা পুরসভার বিভিন্ন ওয়ার্ডে রয়েছে আমাদের স্বাস্থ্যকেন্দ্র। সেখানে সমস্ত রকম সুযোগসুবিধার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন সুযোগসুবিধার পাশাপাশি নজর রাখা হবে প্রচারের বিষয়টিতেও।”

সাম্প্রতিকতম

সুচিত্রা-কণিকার জন্মশতবর্ষে ‘বৈতালিক’-এর শ্রদ্ধাঞ্জলি, মন ছুঁয়ে যাওয়া পরিবেশনা ‘দুই কন্যা’  

শম্ভু সেন পিঠোপিঠি দুই কন্যা। বয়সের তফাত এক মাসও নয়। একজনের জন্ম ১৯২৪-এর সেপ্টেম্বরে, অন্যজনের...

বাংলার ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ শেষ কবে? বৃষ্টি কবে থেকে?

শ্রয়ণ সেন অতীতে কলকাতা তথা দক্ষিণবঙ্গে গরমের পারদ যে যে রেকর্ড তৈরি করেছে, এখনও পর্যন্ত...

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

আরও পড়ুন

হাইকোর্টে নিয়োগ দুর্নীতি মামলার রায়, কে কী বললেন?

সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় রায় প্রকাশের পর মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, তিনি চাকরিহারাদের পাশে আছেন। আদালের এই রায়ের নেপথ্যে তিনি বিজেপির হাত দেখছেন।

আদালতের অনুমতি পেয়ে গড়িয়ার ৫ নম্বর বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত হবে রাম নবমীর শোভাযাত্রা

বাধ সেধেছিল পুলিশ। অবশেষে আদালতের নির্দেশে বিশ্ব হিন্দু পরিষদ সহ বেশ কয়েকটি সংগঠনের রাম...

‘কালিন্দী নাট্যসৃজন’-এর ২৪তম জন্মদিন উপলক্ষ্যে মঞ্চস্থ হল যুগোপযোগী নাটক ‘বহমান’

অজন্তা চৌধুরী ২৩ বছর পেরিয়ে ২৪-এ পা দিল কালিন্দী নাট্যসৃজন। নাট্যসংস্থার ২৪তম জন্মদিন উপলক্ষ্যে সম্প্রতি...