Homeখবরদেশবিমান থেকে নামিয়ে কংগ্রেস নেতাকে গ্রেফতার, হট্টগোল দিল্লি বিমানবন্দরে

বিমান থেকে নামিয়ে কংগ্রেস নেতাকে গ্রেফতার, হট্টগোল দিল্লি বিমানবন্দরে

প্রকাশিত

নয়াদিল্লি: বিমান থেকে নামিয়ে কংগ্রেস নেতাকে গ্রেফতার। রায়পুরে কংগ্রেসের প্লেনারি অধিবেশনে যোগ দিতে যাচ্ছিলেন পবন খেরা। দিল্লি বিমানবন্দরে রায়পুরগামী বিমান থেকেই নামিয়ে দেওয়া হয় এআইসিসির অন্যতম মুখপাত্র পবনকে। সূত্রের খবর, অসমের ডিমা হাসাও জেলার হাফলং থানায় তাঁর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে।

ঘটনায় প্রকাশ, এ দিন সকাল সকালই দিল্লি বিমানবন্দর থেকে পবন খেরা-সহ একাধিক নেতা ইন্ডিগোর একটি বিমানে করে ছত্তীসগঢ়ের উদ্দেশে রওনা দিচ্ছিলেন। সেই সময়েই খেরাকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

পবনকে বিমান থেকে বার করে দেওয়ার পর ওই বিমানেই পবনের সহযাত্রী কংগ্রেস নেতারাও নীচে নেমে আসেন। প্রতিবাদ করেন পবনের সহযাত্রী সুপ্রিয়া শ্রীনতে-সহ অন্যান্যরা। বিমানবন্দরের টারম্যাকের কাছে ওই বিমানের সামনে বসেই ধর্না শুরু করেন তাঁরা। স্লোগান ওঠে, ‘বিজেপি হায় হায়’। এই ঘটনাকে ঘিরে দিল্লি বিমানবন্দরে হট্টগোল শুরু হয়ে যায়।

দিল্লি পুলিশ জানিয়েছে, অসম পুলিশের কাছ থেকে পবনকে থামানোর অনুরোধ পাওয়ার পরে তাঁকে দিল্লি বিমানবন্দরে একটি বিমানে উঠতে বাধা দেওয়া হয়েছিল। অন্য দিকে পবন বলেন, ‘‘আমাকে বলা হয়, আমার লাগেজ নিয়ে কিছু সমস্যা হয়েছে। তাই আমাকে নীচে নামতে হবে। অথচ, আমার লাগেজ বলতে একটা মাত্র হাতব্যাগ! ওরা আমাকে জানান, আমি বিমানে বসতে পারব না। আমার সঙ্গে ডিসিপি দেখা করবেন। আমি এখানে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছি। এখানে আইন শৃঙ্খলার কোনো বালাই নেই।’’

জানা গিয়েছে, পবন খেরাকে আজ দিল্লির আদালতে পেশ করা হবে এবং ট্রানজিট রিমান্ডে অসমে নিয়ে যাওয়া হবে। অসম পুলিশের এক মুখপাত্র জানান, রাজ্য পুলিশের একটি দল পবনকে ফেরত আনতে ইতিমধ্যেই দিল্লির উদ্দেশে রওনা দিয়েছে।

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে ধনীর তালিকায় ক্রমশ অবনমন, এ বার শীর্ষ ২৫ থেকে ছিটকে গেলেন গৌতম আদানি

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

উমর খালিদের জামিন নাকচ: ‘এটাই বিকশিত ভারত—প্রতিবাদ করলেই জেল’, কংগ্রেসের তীব্র কটাক্ষ

দিল্লি দাঙ্গা মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট। পাঁচ অভিযুক্ত পেলেন জামিন। রায় ঘিরে কংগ্রেস-বিজেপির তীব্র প্রতিক্রিয়া।

ভোররাতে কেঁপে উঠল অসম, মরিগাঁওয়ে ৫.১ মাত্রার ভূমিকম্প, আতঙ্ক ছড়াল বিস্তীর্ণ অঞ্চলে

অরূপ চক্রবর্তী গুয়াহাটি: ভোরের নীরবতা ভেঙে সোমবার কেঁপে উঠল অসম। ভোর ৪টা ১৭ মিনিট নাগাদ...

কলকাতায় ফের নামছে পারদ, কতটা বাড়বে শীতের দাপট?

কলকাতায় ফের নামছে তাপমাত্রার পারদ। এক ধাক্কায় দু’ডিগ্রি কমেছে তাপমাত্রা। আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে আরও হাড়কাঁপানো ঠান্ডার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

₹৮০০ কোটির মাইলফলক ছুঁয়ে ইতিহাসে ‘ধুরন্ধর’, বলিউডে নতুন রেকর্ড

রণবীর সিং অভিনীত স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’ মুক্তির মাত্র ৩০ দিনের মধ্যে ভারতীয় বক্স অফিসে ₹৮০০ কোটির মাইলফলক ছুঁয়ে ইতিহাস তৈরি করল। বলিউডে এই নজির প্রথম।

আরও পড়ুন

উমর খালিদের জামিন নাকচ: ‘এটাই বিকশিত ভারত—প্রতিবাদ করলেই জেল’, কংগ্রেসের তীব্র কটাক্ষ

দিল্লি দাঙ্গা মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট। পাঁচ অভিযুক্ত পেলেন জামিন। রায় ঘিরে কংগ্রেস-বিজেপির তীব্র প্রতিক্রিয়া।

ভোররাতে কেঁপে উঠল অসম, মরিগাঁওয়ে ৫.১ মাত্রার ভূমিকম্প, আতঙ্ক ছড়াল বিস্তীর্ণ অঞ্চলে

অরূপ চক্রবর্তী গুয়াহাটি: ভোরের নীরবতা ভেঙে সোমবার কেঁপে উঠল অসম। ভোর ৪টা ১৭ মিনিট নাগাদ...

তিন বছরে প্রায় ৫০টি টিভি চ্যানেলের লাইসেন্স সমর্পণ, ডিজিটালমুখী দর্শকে চাপে সম্প্রচার শিল্প

গত তিন বছরে দেশে প্রায় ৫০টি টিভি চ্যানেল তাদের সম্প্রচার লাইসেন্স সমর্পণ করেছে। বিজ্ঞাপন আয়ের পতন, বাড়তি খরচ ও ডিজিটাল প্ল্যাটফর্মের উত্থানে গভীর সংকটে ঐতিহ্যবাহী টেলিভিশন শিল্প।