কলকাতা: কড়া নজরদারির মধ্যে বৃহস্পতিবার শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। স্পর্শকাতর কেন্দ্রগুলিতে রয়েছে বাড়তি নজর। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া নির্বিঘ্নে কেটেছে প্রথম দিন। দু:খজনক ভাবে, এ দিন সকালে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় জলপাইগুড়ির বৈকন্ঠপুর জঙ্গল সংলগ্ন টাকি মারি এলাকায় এক দাঁতালের সামনে পড়ে যায় অর্জুন দাস নামে এক পরীক্ষার্থী। পালানোর আগেই তাকে পায়ে পিষে দেয় হাতিটি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া আগেই তার মৃত্যু হয়।

সকাল থেকে বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে ভিড় জমায় পড়ুয়ারা। তাদের সঙ্গে ছিলেন অভিভাবকরাও। ছবি: রাজীব বসু

মাধ্যমিক পরীক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে স্বাগত জানান কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ছবি: রাজীব বসু

গত বারের তুলনায় এ বারের পরীক্ষার্থী কম। তাই একাধিক জায়গায় কমেছে পরীক্ষাকেন্দ্রও। এ বার মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ২৮৬৭টি। ছবি: রাজীব বসু

এ বছর রাজ্য জুড়ে পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৯৮ হাজার ৭২৪ জন। গত বছর পরীক্ষা দিয়েছিলেন ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫ জন। এই বছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ৩৬ শতাংশ। ছবি: রাজীব বসু

সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনায় প্রতিটি কেন্দ্রেই আঁটসাঁট নিরাপত্তার ব্যবস্থা করেছে মধ্যশিক্ষা পর্ষদ। অসাধু আচরণ ঠেকাতে পরীক্ষাকেন্দ্রগুলিতে থাকছে সিসিটিভি-র নজরদারি। ছবি: রাজীব বসু
