কলকাতা: ফেব্রুয়ারি শেষ হতে হাতে মাত্র ক’টা দিন। এই ক’দিনে আর তাপমাত্রার বড়োসড়ো পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। তবে মার্চের শুরু থেকে তাপমাত্রার পারদ চড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এ দিন সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বাধিক ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৩৯ শতাংশ। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস।
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভবনা নেই। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। আপাতত কয়েকদিন আবহাওয়া একরকম থাকলেও মার্চের প্রথম সপ্তাহ থেকেই বদলে যাবে আবহাওয়া।
ফেব্রুয়ারির মাঝামাঝি এসে শীত বিদায় নিতেই এমনিতেই গলদঘর্ম অবস্থা। আগামী ৪-৫ দিন কতকটা একই রকম থাকলেও তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। এর পর মার্চের শুরুর দিকেই চড়চড় করে বাড়বে রোদের দাপট। তাপমাত্রা লাফিয়ে পৌঁছে যাবে ৩৫ ডিগ্রিতে।
কলকাতা-সহ রাজ্যের অন্যান্য জায়গায় গরমের দাপট অব্যাহত। তবে জেলায় জেলায় এখনও রাত ও সকালের দিকে খুব হালকা শীতের অনুভূতি থাকতে পারে। তবে দিনের বেলায় তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।
আরও পড়ুন: বিরিয়ানি রান্না করাই হল কাল! মমতার অনুষ্ঠানে এবার মিলবে ড্রাই ফুডস
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us