Homeবিনোদনসম্পর্কে ভাঙন  টলিপড়ায়, এই ৭ সেলিব্রিটি জুটির সম্পর্ক কেন ভেঙেছিল?  

সম্পর্কে ভাঙন  টলিপড়ায়, এই ৭ সেলিব্রিটি জুটির সম্পর্ক কেন ভেঙেছিল?  

প্রকাশিত

বিনোদন ইন্ডাস্ট্রিতে সম্পর্কের ভাঙা গড়া লেগেই থাকে। টলিউড এবং বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে এমন অনেক জুটি রয়েছে যাদের সম্পর্ক দেখে কেউ কোনও দিন ভাবেনি সেই সম্পর্ক ভাঙতে পারে। কিন্তু তা সত্ত্বেও সেই সম্পর্ক ভেঙেছে। তাঁদের মধ্যে কেউ নতুন সম্পর্কে জড়িয়েছেন, কেউ আবার এখনও একাই রয়েছেন।

১। নুসরত জাহান এবং নিখিল জৈন-

২০১৯ সালে তুরস্কে এক রাজকীয় অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিল নুসরত ও নিখিল। প্রথমদিকে সব ঠিক থাকলেও, ২০২০ সালের শেষের দিক থেকেই এক বাড়িতে থাকছিলেন না নুসরত ও নিখিল। এরপর সেই সম্পর্ক ভেঙে যায়। নিখিলের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর নুসরত এখন অভিনেতা যশ দাশগুপ্তকে বিয়ে করেছেন।

২। ইন্দ্রনীল সেনগুপ্ত ও বরখা বিস্ত-

টলিউড এবং বলিউডের অত্যন্ত পরিচিত মুখ ইন্দ্রনীল এবং বরখা। প্রায় ১৪ বছরের দাম্পত্য জীবন তাঁদের। কিন্তু হঠাৎই সেই সম্পর্কে ছেদ পড়ে। এখনও এই বিষয়ে দু’জনের কেউ প্রকাশ্যে কোনও কথা না বললেও, শোনা যায়, ইন্দ্রনীলের জীবনে এক টলিউড অভিনেত্রীর আগমনের ফলেই স্ত্রীয়ের সঙ্গে সম্পর্কে ফাটল ধরেছে।

৩। অভিষেক বসু এবং দিয়া মুখোপাধ্যায়-

বাংলা টেলি ইন্ডাস্ট্রির একসময়কার চর্চিত কাপলগুলির মধ্যে একটি ছিল অভিষেক এবং দিয়া। একসঙ্গে কাজ করতে গিয়ে প্রথম পরিচয়, এরপর তা বদলে যায় প্রেমে। তবে এই সম্পর্কের পরিণতি বেশি দিন স্থায়ী হয় নি।

৪। তথাগত মুখোপাধ্যায় ও দেবলীনা দত্ত-

দীর্ঘ ৮ বছরের বন্ধুত্ব, এরপর প্রেম এবং তারপর একসঙ্গে সংসার। সেই সব কিছুই গত বছর সেপ্টেম্বর মাসে ভেঙে যায়। তথাগত-দেবলীনার বিচ্ছেদের কারণ হিসেবে উঠে এসেছে টলিউডের এক অভিনেত্রীর নাম। শোনা যায়, তাঁর সঙ্গে তথাগতর ঘনিষ্ঠতার কারণে দেবলীনার সঙ্গে সম্পর্কে ফাটল ধরেছে।

৫। অনিন্দিতা বসু ও সৌরভ দাস-

টলিউডের এই দুই তারকা যে প্রেম করছে তা সকলেই জানতেন। কিন্তু হঠাৎই সকলকে অবাক করে বিচ্ছেদের পথে হাঁটেন দু’জনে। অনিন্দিতা এখন মুম্বইয়ে থাকেন, অপরদিকে সৌরভ কলকাতার বাসিন্দা। শোনা যায়, এই দুই তারকাই এখন নতুন সম্পর্কে জড়িয়েছেন। যদিও সেই বিষয়ে কেউই মুখ খোলেননি।

৬। দেবচন্দ্রিমা সিংহ রায় ও সায়ন্ত মোদক-

টেলি ইন্ডাস্ট্রির চর্চিত জুটিগুলির মধ্যে একটি ছিল সায়ন্ত এবং দেবচন্দ্রিমার জুটি। তবে আচমকাই ভেঙে যায় তাঁদের সম্পর্ক। এরপর শোনা যায়, ‘সাঁঝের বাতি’-র সহ অভিনেতা রিজওয়ান রাব্বানি শেখের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন দেবচন্দ্রিমা। অপরদিকে সায়ন্ত প্রেম করছেন টেলি অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্রের সঙ্গে।

৭। কাঞ্চন মল্লিক এবং পিঙ্কি বন্দ্যোপাধ্যায়-

টলিপাড়ার এই দুই তারকার বৈবাহিক সম্পর্ক বেশ ভালোই চলছিল। কিন্তু অভিনেতা নাকি টেলি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এরপরই ঝড় ওঠে কাঞ্চন ও পিঙ্কির সংসারে। এখন ছেলেকে নিয়ে আলাদা থাকেন পিঙ্কি।

ছবি- গুগল

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

আরও পড়ুন

শাহরুখ খানের ৬০তম জন্মদিন উপলক্ষ্যে শুরু হচ্ছে দুই সপ্তাহব্যাপী ‘শাহরুখ খান ফিল্ম ফেস্টিভ্যাল’

খবর অনলাইন ডেস্ক: বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান এবার ভক্তদের জন্য নিয়ে আসছেন এক...

শতবর্ষে স্মরণ অভিনেতা সন্তোষ দত্তকে, কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনী

‘জটায়ু’-খ্যাত অভিনেতা সন্তোষ দত্তের জন্মশতবর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত হচ্ছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। নাতি পি রাজ জানিয়েছেন, প্রয়োজনে তিনি বিরল ছবি ও স্মারক সামগ্রী উৎসব আয়োজকদের সঙ্গে ভাগ করবেন।

আনন্দের মাঝেই শোক, দীপাবলীর রাতে না ফেরার দেশে বর্ষীয়ান অভিনেতা আসরানি

দীপাবলীর আনন্দের মধ্যেই শোকস্তব্ধ বলিউড। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ও কৌতুকশিল্পী আসরানি। বয়স হয়েছিল ৮৪ বছর। শোলে-র জেলর চরিত্রে আজও অমর তিনি।