Homeখবরদেশকেরলে মোদীর জনসভায় আত্মঘাতী বোমা হামলার হুমকি, শুরু তদন্ত

কেরলে মোদীর জনসভায় আত্মঘাতী বোমা হামলার হুমকি, শুরু তদন্ত

প্রকাশিত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় আত্মঘাতী বোমা হামলার হুমকি। কেরলের বিজেপি প্রধান কে সুরেন্দ্রনের অভিযোগ, তিনি গত সপ্তাহে একটি চিঠি পেয়েছেন, যাতে প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রের কথা বলা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে কেরল পুলিশ ও নিরাপত্তা এজেন্সিগুলি।

সুরেন্দ্রন বলেছেন, মালয়ালম ভাষায় লেখা যে চিঠিটি তিনি পেয়েছেন তা কেরলের ডিজি-র হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। তাঁর কথায়, “আসলে, আমরা ডিজি, পুলিশ, এসপিজি এবং ইন্টেলিজেন্স ব্যুরোকে (আইবি) চিঠি দিয়েছিলাম। প্রত্যেকেই এর তদন্ত করছে।” অন্য দিকে, প্রধানমন্ত্রী সফরের আগে এভাবে নিরাপত্তা বিঘ্নিত হওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বিদেশ মন্ত্রকের রাজ্য প্রতিমন্ত্রী এম মুরলিধরণ। এ ব্যাপারে তিনি দোষারোপ করেছেন রাজ্য পুলিশকেই।

কে পাঠিয়েছে হুমকি চিঠি

বিজেপি নেতা বলেন, “স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) হল বিশ্বের সবচেয়ে দক্ষ নিরাপত্তা সংস্থা। তারা সবসময় প্রধানমন্ত্রীর জীবন রক্ষা করে। বিভিন্ন চরমপন্থী সংগঠন এবং শহুরে নকশালরা এ ধরনের হুমকি দিতে পারে। মানুষ অবশ্যই প্রধানমন্ত্রী মোদীর সফরের সময় এসপিজি-র নিয়ম মেনে চলবেন।”

তদন্তে নেমে প্রাথমিক ভাবে এনকে জনি নামে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জনি কোচির বাসিন্দা। জানা যায়, চিঠিটির প্রেরকের জায়গায় তাঁরই ঠিকানা রয়েছে। তবে হুমকি চিঠি লেখার বিষয়টি অস্বীকার করেন তিনি। তাঁর অভিযোগ, বিরোধী গোষ্ঠীর কেউ তাঁর বদনাম করার জন্য এই চিঠি বিজেপি দফতরে পাঠিয়েছে।

একাধিক প্রকল্প উদ্বোধন ও শিলান্যাস

আগামী ২৫ এপ্রিল তিরুঅনন্তপুরম এবং কাসারগোড়ের মধ্যে চলা বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। তিরুঅনন্তপুরম সেন্ট্রাল স্টেশনে কেরলের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের পতাকা উন্মোচন করবেন তিনি। এই ট্রেনটি তিরুঅনন্তপুরম, কোল্লাম, কোট্টায়ম, এর্নাকুলাম, ত্রিশুর, পলক্কড়, পাঠানামথিট্টা, মলপ্পুরম, কোঝিকোড়, কন্নুর এবং কাসরগোড়-সহ ১১টি জেলাকে কভার করবে।

সবমিলিয়ে ৩,২০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মোদী। তিনি কোচি ওয়াটার মেট্রো দেশকে উৎসর্গ করবেন। এর মাধ্যমে কোচির আশেপাশের ১০টি দ্বীপকে যুক্ত করা সম্ভব হবে।

কোচি ওয়াটার মেট্রো ছাড়াও, ডিন্ডিগুল-পালানি-পালক্কড় সেকশনের রেল বিদ্যুদয়নও প্রধানমন্ত্রী উৎসর্গ করবেন। অনুষ্ঠান চলাকালীন, তিরুঅনন্তপুরম, কোঝিকোড় এবং ভারকালা শিবগিরি রেলওয়ে স্টেশনগুলির পুনর্নির্মাণ-সহ বিভিন্ন রেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: ‘কারও প্ররোচনায় পা দেবেন না’, খুশির ইদে বার্তা মুখ্যমন্ত্রীর

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এসএসকেএমের নতুন উডবার্ন ভবনে বহির্বিভাগে খরচ ৩৫০ টাকা, কেবিন ভাড়াও প্রকাশ করল স্বাস্থ্য দফতর

এসএসকেএম হাসপাতালের নতুন উডবার্ন ভবন ‘অনন্য’-র কেবিন ভাড়া ও বহির্বিভাগের খরচ নির্ধারিত হল। ৫ হাজার থেকে ১৫ হাজার টাকায় কেবিন, ৩৫০ টাকায় চিকিৎসা পরামর্শ।

হুগলিতে অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে নিয়োগ

হুগলির বিভিন্ন পুরসভা ও মহকুমায় অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে অতিরিক্ত ইনস্পেক্টর পদে নিয়োগ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবেন, বেতন ১২ হাজার টাকা মাসে। ইন্টারভিউ ৬ নভেম্বর।

বিক্ষোভের মধ্যে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর, নতুন যাত্রার সূচনা বাংলাদেশের

চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুক্রবার স্বাক্ষরিত হল ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ। নতুন যাত্রার প্রতিশ্রুতি দিলেন ড. ইউনূস, বিক্ষোভে উত্তপ্ত হল ঢাকার সংসদ ভবন এলাকা।

কালীপুজো ও দীপাবলিতে শুধু সবুজ বাজি, সময়সীমা নির্দিষ্ট; কড়া নজরদারি থাকবে লালবাজারের

কালীপুজো ও দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টার মধ্যে শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। নিয়মভঙ্গ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। হাই কোর্টও বাজি নিষিদ্ধ এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।