আট বছর পর ফের দর্শকদের মন জয় করতে বড় পর্দায় আসছে ‘ধুম’ ৪। তবে এই ধুমে রয়েছে বড় ধরনের চমক। আর সেই চমকটি হল ‘ধুম’ ৪ ছবিতে নেতিবাচক চরিত্রে দেখা যাবে জন আব্রাহামকে।
যশরাজ ব্য়ানারের ছবি ধুম ৪-এ না কি ফের চোরের ভূমিকায় ফিরতে চলেছেন বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক জন আব্রাহাম।
সূত্রের খবর, এই ছবিতে একটি প্রধান চরিত্রে দেখা যেতে পারে বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারও।
এই ছবিতে দেখা যাবে খলনায়িকাকে। আর সেই চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন। ধুমের নির্মাতা ইতিমধ্যেই এই ছবি নিয়ে কথা সেরে নিয়েছেন ‘ছপক’ গার্লের সঙ্গে। তিনিও এই কাজটি করতে আগ্রহ প্রকাশ করেছেন। হাতে থাকা অন্যান্য ছবির শুটিং শেষ হলেই ‘ধুম ৪’-এর কাজে হাত দিতে পারেন দীপিকা পাডুকোন।
২০১৩ সাল চোর ও পুলিশ খেলার মাধ্যমে দর্শকদের ক্রমাগত মন জয় করে আসছিল ধুম। ধুম এক, দুই, তিনের পর এবার ধুম ৪ যে আরও সাংঘাতিক পর্যায়ের হবে তা আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া ছিল।
২০০৪ সালে প্রথম ধুম মুক্তি পেয়েছিল। সেই সময় অভিষেক বচ্চন, উদয় চোপড়া, জন আব্রাহাম, রিমি সেন ও এষা দেওয়াল অভিনীত ছবিটি দারুণভাবে সাড়া ফেলেছিল। এই ছবির সাফল্যের পর ২০০৬ সালে আসে ধুম ২। সিনেমায় চোরের চরিত্রে হৃত্বিকের সঙ্গে ঐশ্বর্য রাইয়ের রসায়ন অন্য এক মাইলস্টোন সৃষ্টি করেছিল সেই সময়। তার সাত বছর পর মুক্তি পায় ‘ধুম ৩’। দ্বৈত চরিত্রে আমির খানের সঙ্গে ক্যাটরিনা কাইফ। তবে ছবিটি সেভাবে সাড়া ফেলতে ব্যর্থ হন। এবার পালা ‘ধুমে’র নতুন সিক্যুয়েলের। এই ছবিতেও ‘এসিপি জয় দীক্ষিত’ অর্থাৎ অভিষেক বচ্চন ও ‘আলি’ ওরফে উদয় চোপড়া রয়েছেন কি না তা এখন জানানো হয়নি। তবে খলনায়িকার চরিত্রে দীপিকা যে নতুন সেনসেশন তৈরি করবেন তা বলাই বাহুল্য।
ভিডিও-ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

