বছরে একটা বড়ট্রিপ একেবারে ঠিক করা থাকে। এমনই সংকল্পে বাঁধা ঐন্দ্রিলা ও অঙ্কুশের কেমিষ্ট্রি। দু’জনেই ঘুরতে ভিষণ পছন্দ করেন। আর মাঝে মধ্যেই তাই ব্যাগ গুছিয়ে বেড়িয়ে পড়েন ঘুরতে।
দুই তারকাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। ভক্তদের সংখ্যাও নেহাতই কম নয়। তাই ছবি পোস্ট হতেই মুহূর্তে তা নজর কাড়ে ভক্তদের। এইবার তার ব্যতিক্রম হল না। আইসল্যান্ডের ব্লু লেগুন থেকে ছবি শেয়ার করলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। যেখানে নীল জলে শরীর ডুবিয়ে রাখতে দেখা গেছে এই তারকা জুটিকে।
আর এই বার তাঁরা গা ভাসালেন ব্লু লেগুনের জলে। দু’জনেই না কি সেখানে গেছিলেন স্পা করাতে। এই ব্লু লেগুনের জলে স্নান করলে না কি ত্বক থেকে চুলের যাবতীয় সমস্যা থেকে মুক্তি মেলে।
আইসল্যান্ডে এই জায়গাটা পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়৷ আইসল্যান্ডে ঘুরতে যাওয়া পর্যটকদের অনেকেই নাকি এই স্পাতে যান। তেমনই এইবার পৌঁছে গেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। নীল জলে প্রিন্টেড বিকিনি পরে মেকআপ ছাড়াই ক্যামেরায় পোজ দিয়েছেন ঐন্দ্রিলা। ছবি শেয়ার করে ঐন্দ্রিলা লেখেন, স্বপ্ন।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

