Homeখবররাজ্যএ বারের রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে পাশের হার ৯৯.৪ শতাংশ, ৩০ জুনের পর...

এ বারের রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে পাশের হার ৯৯.৪ শতাংশ, ৩০ জুনের পর শুরু কাউন্সেলিং

প্রকাশিত

কলকাতা: ২৬ দিনের মাথায় প্রকাশিত হল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ সাংবাদিক বৈঠকে ফল প্রকাশ করেন রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা। এ বারে পাশের হার ৯৯.৪ শতাংশ।

চলতি বছরে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিলেন ১ লক্ষ ২৪ হাজার ৯১৯ জন। ৩০ এপ্রিল পরীক্ষায় বসেছিলেন ৯৭ হাজার ৫২৪ জন। উত্তীর্ণ হয়েছেন ৯৬ হাজার ৯১৪ জন। এর মধ্যে পশ্চিমবঙ্গের ৬৯,৯৮১ জন উত্তীর্ণ হয়েছেন (৪৭,৭৩৬ জন ছাত্র, ২২,১৮৪ জন ছাত্র)। ভিনরাজ্যের ২৭,৩৫৩ জন উত্তীর্ণ হয়েছেন (ছাত্র ২২,৯৬৫, ছাত্রী ৪,৩৮৭ এবং তৃতীয় লিঙ্গ একজন)।

২০২৩ সালে জয়েন্টে প্রথম হয়েছেন মহম্মদ সাহিল আখতার। তিনি ডিপিএস রুবি পার্কের ছাত্র। দ্বিতীয় হয়েছেন ডিপিএস রুবি পার্কেরই সোহম দাস। তৃতীয় হয়েছেন সারা মুখোপাধ্যায়। তিনি বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের পড়ুয়া। চতুর্থ হয়েছেন সৌহার্দ্য দণ্ডপাঠ। মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র। পঞ্চম স্থানে রয়েছেন দুর্গাপুর হেমশিলা মডেল স্কুলের ছাত্র অয়ন গোস্বামী। ষষ্ঠ স্থানে রয়েছেন সোদপুর নারায়না স্কুলের অরিত্র আম্বুদ দত্ত। সপ্তম স্থান অধিকার করেছেন কোটা রাজস্থানের মা ভারতী সিনিয়র সেকেন্ডারি স্কুলের কিন্তন সাহা। অষ্টম হয়েছেম সাগ্নিক নন্দী। বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র। নবম স্থানে রয়েছেন রাজস্থানের দিশা ডেলফি পাবলিক স্কুলের ছাত্র রক্তিম কুণ্ডু। জয়েন্টে দশম শ্রীরাজ চন্দ্র। কাটোয়ার হোলি অ্যাঞ্জেল স্কুলের ছাত্র তিনি।

রাজ্যে ইঞ্জিনিয়ারিংয়ের আসনসংখ্যা প্রায় ৩৪ হাজার। ৩০ জুনের পর শুরু হবে কাউন্সেলিং। কাউন্সিলিং প্রক্রিয়া সম্পর্কে সাংবাদিক বৈঠকে চেয়ারম্যান বলেন, ‘‘কাউন্সেলিংয়ের প্রক্রিয়ায় সরলীকরণ করা হচ্ছে। অন্য বারের মতো তিনটি ধাপে হবে কাউন্সেলিং প্রক্রিয়া- অ্যালটমেন্ট, আপগ্রেডেশন এবং মপ-আপ রাউন্ড। কাউন্সেলিংয়ের বিষয়ে সমস্ত তথ্য দ্রুতই বুকলেটের মাধ্যমে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে।’’

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাই www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in থেকে রেজাল্ট ডাউনলোড করা যাবে। পেজে ঢুকলে ‘WBJEE’ ট্যাব পাওয়া যাবে। সেখানে ক্লিক করতে হবে। ‘WBJEE 2023 Result’-র লিঙ্ক দেখা যাবে। ক্লিক করলে নতুন একটি পেজ খুলে যাবে। জয়েন্ট পরীক্ষার তথ্য দিয়ে লগ-ইন করতে হবে। সেখানে প্রাপ্ত নম্বর, জিএমআর, পিএমআর জানতে পারবেন পড়ুয়ারা। 

আরও পড়ুন: এ বার আসছে ৭৫ টাকার কয়েন! কী রকম দেখতে?

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

স্বামীজির জন্মদিনের পুণ্য প্রভাতে বালির ইটভাটার শ্রমিকদের হাতে কম্বল তুলে দিল ‘গড়িয়া সহমর্মী সোসাইটি’

সুব্রত গোস্বামী ১২ জানুয়ারি বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী, ভারতমায়ের অমৃতসন্তান স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী পালিত হল।...

বায়ুদূষণ ও স্মার্টফোনে বাড়ছে শিশুদের অ্যাংজাইটি ঝুঁকি

শীত বাড়তেই বায়ুদূষণের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। নয়াদিল্লির এইমস ও সিঙ্গাপুরের গবেষণায় উঠে এসেছে, দূষিত বাতাস ও ছোট বয়সে স্মার্টফোন ব্যবহারে শিশুদের অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাকের ঝুঁকি বাড়ছে।

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

আরও পড়ুন

স্বামীজির জন্মদিনের পুণ্য প্রভাতে বালির ইটভাটার শ্রমিকদের হাতে কম্বল তুলে দিল ‘গড়িয়া সহমর্মী সোসাইটি’

সুব্রত গোস্বামী ১২ জানুয়ারি বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী, ভারতমায়ের অমৃতসন্তান স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী পালিত হল।...

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।