Homeখেলাধুলোক্রিকেট৩ দিনেই ফয়সলা! ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইনিংস এবং ১৪১ রানে জয় ভারতের

৩ দিনেই ফয়সলা! ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইনিংস এবং ১৪১ রানে জয় ভারতের

প্রকাশিত

ওয়েস্ট ইন্ডিজ: ১৫০ (অলিক ৪৭, ব্র্যাথওয়েট ২০, অশ্বিন ৫/৬০, জাডেজা ৩/২৬) এবং ১৩০ (অলিক ২৮, জেসন ২০, অশ্বিন ৭/৭১, জাডেজা ২/৩৮)

ভারত: ৪২১/৫ ডিক্লেয়ার (যশস্বী ১৭১, রোহিত ১০৩, কোহলি ৭৬)

তিন দিনেই ম্যাচের মীমাংসা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে জিতল ভারত। এই জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারত ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন রোহিত শর্মারা।

প্রথম দিন থেকেই নড়বড়ে ঠেকছিল ওয়েস্ট ইন্ডিজ দলকে। প্রথম ইনিংসে তারা ১৫০ রানের মধ্যে অলআউট হয়ে যায়। এর জবাবে ভারত প্রথম ইনিংসে পাঁচ উইকেট হারিয়ে ৪২১ রান করে। যশস্বী জয়সওয়ালের ১৭১ রান এবং বিরাট কোহলির ৭৬ রানের সাহায্যে ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের তৃতীয়দিন ৪২১ রানে ৫ উইকেট হারিয়ে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয়। ভারতের কাছে ২৭১ রানের লিড ছিল। ভারতের হয়ে জয়সওয়াল ৩৮৭ বলে ১৭১ রান করেছেন। অন্যদিকে কোহলি ১৮২ বলে ৭৬ রান করেন। রবীন্দ্র জাদেজা ৩৭ রান করে অপরাজিত থাকেন।

দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা আরও একবার হতাশ করেন। গোটা দল মাত্র ১৩০ রানে অলআউট হয়ে যায়।

দুই ইনিংস মিলিয়ে এক ডজন উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ইনিংসে তাঁর ঝুলিতে ছিল পাঁচটি উইকেট। দ্বিতীয় ইনিংসে একাই সাত উইকেট নিলেন অশ্বিন। জাডেজা নিলেন দু’টি এবং সিরাজ একটি।

অভিষেক টেস্ট খেলতে নামা যশস্বী একাই ওয়েস্ট ইন্ডিজের সেই রান টপকে যান। অনায়াসে ১৭১ রান করে যান তিনি। ম্যাচের সেরা অভিষেক টেস্টে শতরান করা যশস্বী জয়সওয়াল।

ম্যাচের সেরার পুরস্কার নিয়ে তিনি বলেন, “আমার উপর ভরসা করার জন্য নির্বাচক এবং রোহিত ভাইকে ধন্যবাদ। এই দিনটার জন্যই আমি পরিশ্রম করছিলাম। প্রতিটা দিন আমি নিজের লক্ষ্য স্থির রেখেছিলাম। দেশের হয়ে টেস্ট খেলা আমার কাছে একটা স্মরণীয় মুহূর্ত। ছোটবেলা থেকেই এই দিনটার স্বপ্ন দেখতাম। এই মুহূর্তটা আমার কাছে খুব আবেগের। তবে এটা সবে শুরু। আমার এই পর্যন্ত আসার পিছনে অনেক মানুষ রয়েছেন। তাঁদের সকলকে ধন্যবাদ। আমি এখন শিখছি। রোহিত ভাই, বিরাট ভাইয়ের সঙ্গে কথা বলি। আমি প্রতি দিন শিখি ওদের থেকে।”

আরও পড়ুন: রোহিত-যশস্বীর জোড়া শতরান, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৬০ রানের লিড ভারতের

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: দুরন্ত ইংল্যান্ড! শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে

মহিলাদের বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে শীর্ষে উঠল ইংল্যান্ড। কলম্বোয় শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারাল তারা। শতরান করলেন ন্যাট শিভার-ব্রান্ট, চার উইকেট নিয়ে বিধ্বংসী সোফি একলেস্টোন।