Homeখবররাজ্যরোদ-বৃষ্টির খেলা, সঙ্গে গলদঘর্ম অবস্থা! আবারও ২১ জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা

রোদ-বৃষ্টির খেলা, সঙ্গে গলদঘর্ম অবস্থা! আবারও ২১ জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা

প্রকাশিত

কলকাতা: চলতি সপ্তাহের শুরু থেকে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের কোথাও ভারী বর্ষণ নেই এখনও। হাওয়া অফিসের মতে, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে শুধুমাত্র ২১ জুলাই সামান্য একটু বেশি বৃষ্টি হবে। বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হলেও তা বেশিক্ষণের জন্য নয়।

বুধবার সকাল থেকেই কলকাতার আকাশে রোদ-বৃষ্টির খেলা। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, এ দিন আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলেও জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। দক্ষিণবঙ্গে আজ ও বৃহস্পতিবার বৃষ্টি কম হওয়ার সম্ভাবনা। শুক্রবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে।

ইতিমধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছিল। এর জেরে গত শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কিছুটা বেড়েছিল। ওই নিম্নচাপটি উত্তর ওড়িশা ও সংলগ্ন দক্ষিণবঙ্গ ছুঁয়ে ছত্তীসগঢ় হয়ে মধ্য ভারতের দিকে চলে যাচ্ছে।

কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবারের মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। সেটি শক্তি বাড়িয়ে প্রথমে নিম্নচাপ এবং পরবর্তী পর্যায়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম অভিমুখে ওড়িশা হয়ে ছত্তীসগঢ়ের দিকে যাবে। আগামী বৃহস্পতি ও শুক্রবার ওড়িশায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

অর্থাৎ, গভীর নিম্নচাপ তৈরি হলেও, সেটির গতিপথ শেষ পর্যন্ত এ রকমই থাকলে দক্ষিণবঙ্গ খুব বেশি বৃষ্টি পাবে না। ওড়িশা সংলগ্ন উপকূলে এর প্রভাব পড়বে। আগামী ৪৮ ঘণ্টায় এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। এর ফলে ওড়িশা, ছত্তিশগড়, তেলঙ্গানা, বিদর্ভের দিকে বেশি বৃষ্টি হবে। ওই এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে।

অন্য দিকে, বুধবার ও বৃহস্পতিবার আপাতত উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: উত্তরাখণ্ডে নদীর ধারে নমামি গঙ্গে প্রকল্পের কাজ চলাকালীন ট্রান্সফরমার বিস্ফোরণ, মৃত অন্তত ১৫

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ইরানের সঙ্গে বাণিজ্যে ২৫% শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের, কী প্রভাব পড়বে ভারতের উপর?

ইরানের সঙ্গে বাণিজ্য করলে ২৫ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। ভারতের সঙ্গে ইরানের ১.৩৪ বিলিয়ন ডলারের বাণিজ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।

২০২৫ সালে জে-১০সিই যুদ্ধবিমানের প্রথম যুদ্ধসাফল্যের আনুষ্ঠানিক দাবি চিনের, পাকিস্তানকে রপ্তানি করা হয়েছিল বিমানগুলি

পাকিস্তানে রপ্তানি করা চীনা জে-১০ সিই যুদ্ধবিমানের যুদ্ধসাফল্যের দাবি বেইজিংয়ের। এর মধ্যেই বিজেপির সঙ্গে বৈঠক ও সীমান্ত ইস্যুতে চীন–ভারতের নতুন টানাপোড়েন।

স্বামীজির জন্মদিনের পুণ্য প্রভাতে বালির ইটভাটার শ্রমিকদের হাতে কম্বল তুলে দিল ‘গড়িয়া সহমর্মী সোসাইটি’

সুব্রত গোস্বামী ১২ জানুয়ারি বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী, ভারতমায়ের অমৃতসন্তান স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী পালিত হল।...

বায়ুদূষণ ও স্মার্টফোনে বাড়ছে শিশুদের অ্যাংজাইটি ঝুঁকি

শীত বাড়তেই বায়ুদূষণের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। নয়াদিল্লির এইমস ও সিঙ্গাপুরের গবেষণায় উঠে এসেছে, দূষিত বাতাস ও ছোট বয়সে স্মার্টফোন ব্যবহারে শিশুদের অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাকের ঝুঁকি বাড়ছে।

আরও পড়ুন

স্বামীজির জন্মদিনের পুণ্য প্রভাতে বালির ইটভাটার শ্রমিকদের হাতে কম্বল তুলে দিল ‘গড়িয়া সহমর্মী সোসাইটি’

সুব্রত গোস্বামী ১২ জানুয়ারি বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী, ভারতমায়ের অমৃতসন্তান স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী পালিত হল।...

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।