Homeখেলাধুলোফুটবলআত্মঘাতী গোলে জয় পেল ইস্টবেঙ্গল, গোকুলম কেরলকে ২-১ গোলে হারিয়ে ডুরান্ড সেমিফাইনালে

আত্মঘাতী গোলে জয় পেল ইস্টবেঙ্গল, গোকুলম কেরলকে ২-১ গোলে হারিয়ে ডুরান্ড সেমিফাইনালে

প্রকাশিত

ইস্টবেঙ্গল এফসি ২ (এলসে, বৌবা আত্মঘাতী) গোকুলম কেরল এফসি ১ (বৌবা)

কলকাতা: লাল-হলুদ সমর্থকদের জন্য আনন্দের খবর। গোকুলম কেরলকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল এফসি। শুক্রবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত কোয়ার্টার ফাইনাল ম্যাচে গোকুলমকে ২-১ গোলে হারায় লাল-হলুদ।

প্রথমার্ধে ইস্টবেঙ্গল ১-০ গোলে এগিয়েছিল। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে খেলায় সমতা ফেরায় গোকুলম কেরল এফসি। অমীমাংসিত অবস্থায় খেলা মিনিটকুড়ি গড়ানোর পর গোকুলমের আত্মঘাতী গোলে জয়সূচক গোল পায় ইস্টবেঙ্গল।

প্রথমার্ধে এগিয়ে ইস্টবেঙ্গল

প্রথমার্ধের খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আক্রমণে ঝাঁপিয়ে পড়ে ইস্টবেঙ্গল। আধ মিনিটের মধ্যেই তারা কর্নার পেয়ে যায়। কর্নার থেকে নেওয়া ক্রসটি গোকুলমের বক্সের ঠিক বাইরে পেয়ে যায় মহেশ হেড দিয়ে বল পাঠিয়ে দেন গোকুলমের বিপজ্জনক এলাকায়। সেই বলেই দুর্দান্ত হেড দিয়ে গোল করেন অস্ট্রেলীয় ফুটবলার জর্ডন এলসে। ইস্টবেঙ্গল এগিয়ে যায় ১-০ গোলে।

কিছুক্ষণের মধ্যে গোকুলমও আক্রমণ শানানো শুরু করে। ম্যাচের ৯ মিনিটের মাথায় তারা একটি কর্নারও পায়। কিন্তু সেই কর্নারকে কাজে লাগাতে পারেনি গোকুলম। ম্যাচের ৩০ মিনিটে গোল করার সুবর্ণ সুযোগ নষ্ট করে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল কর্নার পায়। কর্নার থেকে নেওয়া শট গোকুলমের বক্সের ঠিক বাইরে থাকা সাউল ক্রেসপোর কাছে পৌঁছে যায়। সেই বল পেয়ে ক্রেসপো যে শট নেন তা প্রতিপক্ষের বারে লেগে বেরিয়ে যায়।

৩৮ মিনিটে ইস্টবেঙ্গল তাদের লিড দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল। সৌভিকের কাছ থেকে দুর্দান্ত ক্রস পেয়ে সিভেরিও যে হেড করেন তা গোকুলমের বারের ওপর দিয়ে চলে যায়। ম্যাচের ৪১ মিনিটে গোল প্রায় শোধ করে ফেলেছিল গোকুলম। ডান দিক থেকে বল নিয়ে দুর্দান্ত ছুটে আসেন শ্রীকুট্টান। তিনি পাস বাড়ান ইস্টবেঙ্গলের বক্সে থাকা আলেক্সকে। কিন্তু আলেক্সের কাছে বল পৌঁছোনোর আগেই তা সেভ করেন ইস্টবেঙ্গলের গোলকিপার গিল।

আত্মঘাতী গোলে জয় ইস্টবেঙ্গলের  

প্রথমার্ধে সমানে সমানে খেলা হয়েছিল। দুটি দলই প্রতিপক্ষের গোল লক্ষ্য করে ৭টি করে শট নিয়েছিল। ম্যাচে সমতা ফেরানোর জয় তেড়েফুঁড়ে লাগে গোকুলম। এবং তাদের সেই চেষ্টা সফল হয় ম্যাচের ৫৭ মিনিটে। এই গোলটাও এল হেড থেকে। বাঁ দিক থেকে দুর্দান্ত ক্রস বাড়ান অভিজিৎ। সেই ক্রসে মাথা ছুঁইয়ে গোকুলমের খেলা ১-১ করেন আমিনৌ বৌবা।

ম্যাচের ৬৭ মিনিটে ব্রাজিলীয় তারকা ক্লাইটন সিলভা পরিবর্ত খেলোয়াড় হিসাবে নামেন। ক্লাইটনকে জায়গা করে দিতে উঠে আসেন জাভিয়ের সিভেরিও। লাল-হলুদ সমর্থকরা আশায় উজ্জীবিত হয়ে ওঠেন। তবে কি ক্লাইটন তাঁর দলকে ডুরান্ডের সেমিতে নিয়ে যেতে পারবেন?

কিন্তু ক্লাইটন নয়, গোকুলমের বৌবার আত্মঘাতী গোলে শেষ পর্যন্ত জয় পেয়ে গেল ইস্টবেঙ্গল। ম্যাচের ৭৮ মিনিটে ইস্টবেঙ্গলের নিশু কুমারের নেওয়া শট হেড করে বাঁচাতে গিয়ে নিজেদের গোলেই বল ঢুকিয়ে দেন আমিনৌ বৌবা। ইস্টবেঙ্গল এগিয়ে যায় ২-১ গোলে।

এর পর দু’পক্ষই গোল করার সুযোগ পেয়েছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটের পর ৬ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। কিন্তু ফল অপরিবর্তিত থাকে।

সাম্প্রতিকতম

সংকট কাটল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের, ছাঁটাই হওয়া কর্মীদের পুনর্বহাল, ‘সিক লিভ’থেকে দ্রুত কাজে ফিরবেন বাকিরা

বৃহস্পতিবার শ্রম কমিশনারের কার্যালয়ে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিমান সংস্থার কর্তারা এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কর্মচারী ইউনিয়নের প্রতিনিধিরা।

সুপ্রিম কোর্টে বাতিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়! প্রাথমিকে ৩৯২৯টি শূন্যপদে নিয়োগ নিয়ে নতুন নির্দেশ

কলকাতা: ২০২০ সালে প্রাথমিকের ১৬,৫০০ শিক্ষক নিয়োগের পর অবশিষ্ট ৩৯২৯টি শূন্যপদে নিয়োগ নিয়ে বড়সড়...

অশোক বিশ্বনাথনের চলচ্চিত্র ‘হেমন্তের অপরাহ্ন’-এর পোস্টার উন্মোচন

খবর অনলাইন ডেস্ক: বহু দিন পর বড়ো পর্দায় ফিরলেন পুরস্কারবিজয়ী চলচ্চিত্র পরিচালক অশোক বিশ্বনাথন।...

অর্ধেকেরও বেশি রোগের কারণ খাদ্যভ্যাস, আইসিএমআর জানাল প্রতিদিনের পাতে কী থাকা উচিত

ভারতীয়দের খাদ্যাভ্যাস সংক্রান্ত একটি পুস্তিকা প্রকাশ করেছেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) এর...

আরও পড়ুন

ত্রিমুকুট অধরাই থাকল, হার মোহনবাগানের, আইএসএল ফাইনালে বদলা নিল মুম্বই

মোহনবাগান সুপার জায়েন্ট: ১ (কামিংস) মুম্বই সিটি এফসি ৩ (দিয়াজ, বিপিন, ইয়াকুব) খবর অনলাইন ডেস্ক:...

আইএসএল ফাইনাল: মোহনবাগানের কোচ চান ‘বৃত্ত সম্পূর্ণ’ করতে, মুম্বইয়ের কোচ চান যুবভারতীকে নিস্তব্ধ করতে    

খবর অনলাইন প্রতিনিধি: আজ শনিবার দেশীয় ফুটবলে মহারণ। আইএসএল ফাইনালে মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার...

১৯৭৪-এর এএফসি যুব চ্যাম্পিয়ন ভারতীয় দলের ফুটবলারদের সংবর্ধনা এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবের

নিজস্ব প্রতিনিধি: ঠিক পঞ্চাশ বছর হয়ে গেল। দিনটা ছিল ৩০ এপ্রিল ১৯৭৪। ভারতের ফুটবলে...