Homeখবররাজ্যবারাণসী-কলকাতা করিডর প্রকল্পের জন্য তৎপরতা শুরু রাজ্যের

বারাণসী-কলকাতা করিডর প্রকল্পের জন্য তৎপরতা শুরু রাজ্যের

প্রকাশিত

বারাণসী-কলকাতা আর্থিক করিডর (এক্সপ্রেসওয়ে) প্রকল্পের জন্য তৎতপরতা শুরু করল রাজ্য। সূত্রের খবর, নবান্ন থেকে ইতিমধ্যেই ছটি জেলাকে জমি অধিগ্রহণের ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বারাণসী-কলকাতা সড়কটি এ রাজ্যের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনার মধ্যে দিয়ে যাবে।

২০২১ সালে এই প্রকল্পটি গৃহীত হয়। বারাণসী থেকে বিহার ঝাড়খণ্ড হয়ে রাজ্য এই সড়কটির প্রবেশ করবে। ইতিমধ্যেই অন্য সব রাজ্য জমি অধিগ্রহণ প্রায় শেষ পর্বে চলে গেলেও রাজ্য এখনও এনিয়ে পিছিয়ে।

সম্প্রতি নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে, কেন্দ্রের জমি অধিগ্রহণ আইন অনুযায়ী জমি নেওয়ার প্রক্রিয়া শুরু করতে হবে। প্রসঙ্গত, ২০২৬-এর মধ্যে এই প্রকল্পটি শেষ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে কেন্দ্র।

জোর করে জমি অধিগ্রহণ করা হবে না, জমি নেওয়া হবে পূর্ণসম্মতির ভিত্তিতে, এই ঘোষণা করেন রাজ্য ক্ষমতা এসেছে তৃণমূল সরকার। তাই জমি অধিগ্রহণের ক্ষেত্রে সরকারের এই নীতি প্রকল্পের গতিকে কিছুটা শ্লথ করে।

সড়ক সম্প্রসারণে বরাদ্দ বেড়েছে

তবে প্রশাসনিক কর্তাদের দাবি, জমি অধিগ্রহণের ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ করছে সরকার ফলে কেন্দ্রও সড়ক সম্প্রসারণের জন্য রাজ্যের বরাদ্দ বৃদ্ধি করেছে।

যেখানে সড়ক তৈরি এবং সম্প্রসারণের খাতে ২০১৮-১৯ সালে ১৫৩ কোটি থেকে এ রাজ্যের ভাগে বরাদ্দ বেড়ে ২০২২-২৩ সালে পৌঁছেছে ২৩০৬ কোটিতে। বরাদ্দ বেড়েছে রক্ষণাবেক্ষণ খাতে।

তাই রাজ্যও চাইছে না কলকাতা-বারাণসী সড়ক পরিকাঠামোর মতো বড় প্রকল্পে আর দেরি হোক। জেলার এক প্রশাসনিক কর্তা জানিয়েছে, খুব শীঘ্রই এ নিয়ে নির্দেশনামা জারি হবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিদ্যাসাগর সেন্ট্রালের পুজোয় অভিনব থিম: ‘জীবনের মূল রঙ — এক বিন্দু জল’

বিদ্যাসাগর সেন্ট্রাল সর্বজনীন দুর্গোৎসবে এবছরের থিম ‘জীবনের মূল রঙ — এক বিন্দু জল’। শিল্পী বিভাস মুখোপাধ্যায়ের সৃজনে মণ্ডপসজ্জায় উঠে আসছে জল সংরক্ষণের বার্তা।

বাংলার লোকশিল্প ‘গোমীরা মুখা নাচ’কে পুজো মণ্ডপে তুলে ধরতে প্রস্তুত খিদিরপুর পল্লী শারদীয়া

খিদিরপুর পল্লী শারদীয়া পুজো মণ্ডপে এবার উত্তরবঙ্গের দিনাজপুরের ঐতিহ্যবাহী ‘গমীরা মুখা নাচ’। শিল্পী শঙ্কর পালের সৃজনে ধরা পড়ছে লোকশিল্পের ঐতিহ্য ও দেবীপক্ষের আবাহন।

ওয়াকফ সংশোধিত আইন নিয়ে সুপ্রিম কোর্ট: কী স্থগিত, কী বহাল

সুপ্রিম কোর্ট ওয়াকফ সংশোধনী আইন ২০২৫-এর কয়েকটি ধারায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল। জেলা কালেক্টরের ক্ষমতা, পাঁচ বছরের ইসলাম চর্চার শর্ত ও বোর্ডে অ-মুসলিম সদস্যের সংখ্যা সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

পুজোয় আসছে ‘ইকোজেনিক’, বর্জ্যকে কাঠকয়লায় পরিণত করার প্রযুক্তি আনছে কলকাতা পুরসভা

পুজোতেই চালু হচ্ছে কলকাতা পুরসভার পরিবেশবান্ধব প্রযুক্তি ‘ইকোজেনিক’। মণ্ডপের বর্জ্য থেকেই তৈরি হবে কাঠকয়লা ও জ্বালানি, জানালেন মেয়র ফিরহাদ হাকিম।

আরও পড়ুন

বর্ষা বিদায় নিতে শুরু করলেও পুজোয় বৃষ্টির হাত থেকে নিস্তার নেই পশ্চিমবঙ্গের

এবার পুজোটাই পড়েছে বর্ষাতে। তাই বর্ষার আর কী দোষ! বৃষ্টি হবেই। কিছু করার নেই।

নির্ধারিত সময়ের আগেই রাজস্থানে বর্ষা বিদায়, পশ্চিমবঙ্গে কবে?

রাজস্থানের পশ্চিম প্রান্ত থেকে নির্ধারিত সময়ের তিন দিন আগেই বর্ষার বিদায়যাত্রা শুরু। পঞ্জাব-গুজরাট থেকেও বিদায় নেবে বর্ষা। এদিকে দিঘায় ১২ ঘণ্টায় রেকর্ড ১৯৮ মিমি বৃষ্টি।

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কয়েক জেলায় সতর্কতা জারি।