Homeখবররাজ্যবারাণসী-কলকাতা করিডর প্রকল্পের জন্য তৎপরতা শুরু রাজ্যের

বারাণসী-কলকাতা করিডর প্রকল্পের জন্য তৎপরতা শুরু রাজ্যের

প্রকাশিত

বারাণসী-কলকাতা আর্থিক করিডর (এক্সপ্রেসওয়ে) প্রকল্পের জন্য তৎতপরতা শুরু করল রাজ্য। সূত্রের খবর, নবান্ন থেকে ইতিমধ্যেই ছটি জেলাকে জমি অধিগ্রহণের ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বারাণসী-কলকাতা সড়কটি এ রাজ্যের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনার মধ্যে দিয়ে যাবে।

২০২১ সালে এই প্রকল্পটি গৃহীত হয়। বারাণসী থেকে বিহার ঝাড়খণ্ড হয়ে রাজ্য এই সড়কটির প্রবেশ করবে। ইতিমধ্যেই অন্য সব রাজ্য জমি অধিগ্রহণ প্রায় শেষ পর্বে চলে গেলেও রাজ্য এখনও এনিয়ে পিছিয়ে।

সম্প্রতি নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে, কেন্দ্রের জমি অধিগ্রহণ আইন অনুযায়ী জমি নেওয়ার প্রক্রিয়া শুরু করতে হবে। প্রসঙ্গত, ২০২৬-এর মধ্যে এই প্রকল্পটি শেষ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে কেন্দ্র।

জোর করে জমি অধিগ্রহণ করা হবে না, জমি নেওয়া হবে পূর্ণসম্মতির ভিত্তিতে, এই ঘোষণা করেন রাজ্য ক্ষমতা এসেছে তৃণমূল সরকার। তাই জমি অধিগ্রহণের ক্ষেত্রে সরকারের এই নীতি প্রকল্পের গতিকে কিছুটা শ্লথ করে।

সড়ক সম্প্রসারণে বরাদ্দ বেড়েছে

তবে প্রশাসনিক কর্তাদের দাবি, জমি অধিগ্রহণের ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ করছে সরকার ফলে কেন্দ্রও সড়ক সম্প্রসারণের জন্য রাজ্যের বরাদ্দ বৃদ্ধি করেছে।

যেখানে সড়ক তৈরি এবং সম্প্রসারণের খাতে ২০১৮-১৯ সালে ১৫৩ কোটি থেকে এ রাজ্যের ভাগে বরাদ্দ বেড়ে ২০২২-২৩ সালে পৌঁছেছে ২৩০৬ কোটিতে। বরাদ্দ বেড়েছে রক্ষণাবেক্ষণ খাতে।

তাই রাজ্যও চাইছে না কলকাতা-বারাণসী সড়ক পরিকাঠামোর মতো বড় প্রকল্পে আর দেরি হোক। জেলার এক প্রশাসনিক কর্তা জানিয়েছে, খুব শীঘ্রই এ নিয়ে নির্দেশনামা জারি হবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভয়াবহ খরায় বিপর্যস্ত ইরান! জলের অভাবে তেহরান খালি করার ‘হুঁশিয়ারি’ প্রেসিডেন্টের

ইরানে ভয়াবহ খরার পরিস্থিতি। রাজধানী তেহরানের জলাধার প্রায় শূন্য, বৃষ্টিপাত ৯২% কম। প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের আশঙ্কা—পরিস্থিতি না সামলালে তেহরান খালি করতে হতে পারে। সরকার জলের রেশনিং ও জরিমানা ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে।

গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত চক্ষু অস্ত্রোপচার শিবির ২৩ ডিসেম্বর থেকে

খবর অনলাইন ডেস্ক: জীবন্ত ঈশ্বরের আরাধনায়, অসহায় আত্মজনের সেবায়…। গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত ‘বিনা...

বঙ্গে হেমন্ত! নেমেছে তাপমাত্রা—কবে আসছে শীত?

বঙ্গজুড়ে নেমেছে তাপমাত্রা, ভোরে কুয়াশার চাদরে মোড়া শহর ও গ্রাম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গে শীতের আগমনী হাওয়া বইছে।

যেতে হবে না আধার সেবা কেন্দ্রে, অ্যাপ ব্যবহার করেই করা যাবে আপডেট, ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতেও ‘আধার ডেটা ভল্ট’

এবার ঘরে বসেই আধার কার্ডের আপডেট হবে নতুন ই-আধার মোবাইল অ্যাপের মাধ্যমে। একইসঙ্গে UIDAI চালু করেছে ‘আধার ডেটা ভল্ট’ — যা আধার সংক্রান্ত ব্যক্তিগত তথ্যকে আরও সুরক্ষিত রাখবে এনক্রিপশন প্রযুক্তিতে।

আরও পড়ুন

বঙ্গে হেমন্ত! নেমেছে তাপমাত্রা—কবে আসছে শীত?

বঙ্গজুড়ে নেমেছে তাপমাত্রা, ভোরে কুয়াশার চাদরে মোড়া শহর ও গ্রাম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গে শীতের আগমনী হাওয়া বইছে।

এ বার আলাদা আবেদন ছাড়াই স্বয়ংক্রিয় ভাবে হবে পুর-মিউটেশন! জমি-বাড়ি কেনাবেচায় নতুন পদক্ষেপ রাজ্য সরকারের

জমি ও বাড়ি কেনাবেচায় আর আলাদা করে পুর-মিউটেশনের আবেদন করতে হবে না। রেজিস্ট্রেশনের সময়েই স্বয়ংক্রিয়ভাবে পুরসভার নথিতে নতুন মালিকের নাম যুক্ত হবে—রাজ্য সরকারের নতুন উদ্যোগে সহজ হবে প্রক্রিয়া।

হেমন্তেই শিরশিরানি বাতাস! দক্ষিণবঙ্গে পারদ নামার ইঙ্গিত, উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস— দক্ষিণবঙ্গে নামবে তাপমাত্রা, উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা। হেমন্তের সকালে বাড়ছে শীতের আমেজ, আসছে শীতের বার্তা।