Homeবিনোদনবায়োপিক ‘800’-এর প্রচারে ক্রিকেটার মুরলীধরন কলকাতায়, সৌরভের সঙ্গে এক মঞ্চে

বায়োপিক ‘800’-এর প্রচারে ক্রিকেটার মুরলীধরন কলকাতায়, সৌরভের সঙ্গে এক মঞ্চে

প্রকাশিত

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক উইকেট দখলের রেকর্ড যাঁর দখলে, সেই কিংবদন্তি স্পিন বোলার মুত্তিয়া মুরলীধরনকে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক ‘800’ (৮০০)। মূলত মুরলীধরনের বেড়ে ওঠা এবং তাঁর ক্রিকেটজীবন নিয়ে তৈরি হচ্ছে এই বায়োপিক। এই বায়োপিক নিয়ে প্রচারের জন্য কলকাতায় এসেছেন স্বয়ং মুরলীধরন।

বৃহস্পতিবার কলকাতা মহানগরীর একটি পাঁচ তারা হোটেলে এই বায়োপিকের প্রচার নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে মুরলীধরন ছাড়াও উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, বায়োপিকের মুখ্য অভিনেতা মধুর মিত্তল এবং প্রযোজক বিবেক রঙ্গচারি।

ওই অনুষ্ঠানে মুরলীধরন সম্পর্কে সৌরভ বলেন, মুরলী শ্রীলঙ্কার ক্রিকেটের শুধু মেরুদণ্ডই নন, তিনি হলেন প্রতিটি হাড়ের সমন্বয়ে গঠিত একজন সম্পূর্ণ মানুষ, যিনি শ্রীলঙ্কার ক্রিকেটের জন্য নিবেদিত প্রাণ। ব্যক্তিগত ভাবে মুরলী একজন অত্যন্ত বিনয়ী, ভদ্র এবং সজ্জন মানুষ। তার সংগ্রহে রয়েছে টেস্ট ক্রিকেটের ৮০০ এবং ওয়ান-ডে ম্যাচের ৫৩৪টি উইকেট। বিশ্বের যে কোনো ক্রিকেটারের কাছে এই কৃতিত্ব অর্জন করা স্বপ্নের মতো।

ওই অনুষ্ঠানে ছিলেন সৌরভ গাঙ্গুলিও।

সৌরভ বলেন, “আমার পছন্দ অনুযায়ী বিশ্বের সেরা স্পিনার মুরলী, ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রা এবং ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর। আমি ব্যক্তিগত ভাবে মুরলী এবং মুরলীর পরিবারের শ্রীবৃদ্ধি ও সুস্থতা কামনা করি।”

মুরলীও সৌরভ গাঙ্গুলির উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি বলেন, সৌরভ হলেন একজন স্বয়ংসম্পূর্ণ ক্রিকেটার, যিনি নিজের হাতে বিশ্বকাপ না তুলতে পারলেও ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ বিশ্বকাপারদের তৈরি করে দিয়েছিলেন। মুরলী আরও বলেন, “আমার পছন্দের প্রথম সারির ক্রিকেটারদের মধ্যে সৌরভ অন্যতম। এ ছাড়াও সৌরভ আমার একজন ভালো বন্ধু।”

আন্তর্জাতিক ক্রিকেটজীবনের শেষ বলে ভারতের প্রজ্ঞান ওঝাকে আউট করে মুরলীধরন টেস্ট ক্রিকেটে ৮০০ উইকেট দখলের কৃতিত্ব অর্জন করেন। দিনটা ছিল ২০১০ সালের ২২ জুলাই। সেই দিনই তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৮০০ টেস্ট উইকেট এমন একটা রেকর্ড যা কোনো দিনই কেউ ছুঁতে পারবেন বলে মনে হয় না। ক্রিকেটে এটা একটা প্রায় অবিশ্বাস্য ঘটনা। তাই মুত্তিয়া মুরলিধরনের বায়োপিকের নাম ‘800’ (৮০০)।

ছবি: সঞ্জয় হাজরা   

আরও পড়ুন  

কী কাণ্ড ঘটালেন কার্তিক আরিয়ান? নেটিজেনরা কী বললেন?

মুক্তি পেল ‘টাইগার ৩’-এর টিজার, কবে মুক্তি পাবে ছবিটি?  

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

অভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ কাজে দিল না, দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে মাত করল অস্ট্রেলিয়া

ভারত: ১২৫ (১৮.৪ ওভার) (অভিষেক শর্মা ৬৮, হর্ষিত রানা ৩৫, জোশ হ্যাজলউড ৩-১৩, নাথান...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

আরও পড়ুন

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

৬ নভেম্বর শুরু ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উত্তম-সুচিত্রার ‘সপ্তপদী’ উদ্বোধনী ছবি

আলো, ক্যামেরা, অ্যাকশন— ফের চলচ্চিত্র উৎসবের শহর হয়ে উঠছে কলকাতা। আগামী ৬ নভেম্বর থেকে...

শাহরুখ খানের ৬০তম জন্মদিন উপলক্ষ্যে শুরু হচ্ছে দুই সপ্তাহব্যাপী ‘শাহরুখ খান ফিল্ম ফেস্টিভ্যাল’

খবর অনলাইন ডেস্ক: বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান এবার ভক্তদের জন্য নিয়ে আসছেন এক...