Homeবিনোদনবায়োপিক ‘800’-এর প্রচারে ক্রিকেটার মুরলীধরন কলকাতায়, সৌরভের সঙ্গে এক মঞ্চে

বায়োপিক ‘800’-এর প্রচারে ক্রিকেটার মুরলীধরন কলকাতায়, সৌরভের সঙ্গে এক মঞ্চে

প্রকাশিত

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক উইকেট দখলের রেকর্ড যাঁর দখলে, সেই কিংবদন্তি স্পিন বোলার মুত্তিয়া মুরলীধরনকে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক ‘800’ (৮০০)। মূলত মুরলীধরনের বেড়ে ওঠা এবং তাঁর ক্রিকেটজীবন নিয়ে তৈরি হচ্ছে এই বায়োপিক। এই বায়োপিক নিয়ে প্রচারের জন্য কলকাতায় এসেছেন স্বয়ং মুরলীধরন।

বৃহস্পতিবার কলকাতা মহানগরীর একটি পাঁচ তারা হোটেলে এই বায়োপিকের প্রচার নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে মুরলীধরন ছাড়াও উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, বায়োপিকের মুখ্য অভিনেতা মধুর মিত্তল এবং প্রযোজক বিবেক রঙ্গচারি।

ওই অনুষ্ঠানে মুরলীধরন সম্পর্কে সৌরভ বলেন, মুরলী শ্রীলঙ্কার ক্রিকেটের শুধু মেরুদণ্ডই নন, তিনি হলেন প্রতিটি হাড়ের সমন্বয়ে গঠিত একজন সম্পূর্ণ মানুষ, যিনি শ্রীলঙ্কার ক্রিকেটের জন্য নিবেদিত প্রাণ। ব্যক্তিগত ভাবে মুরলী একজন অত্যন্ত বিনয়ী, ভদ্র এবং সজ্জন মানুষ। তার সংগ্রহে রয়েছে টেস্ট ক্রিকেটের ৮০০ এবং ওয়ান-ডে ম্যাচের ৫৩৪টি উইকেট। বিশ্বের যে কোনো ক্রিকেটারের কাছে এই কৃতিত্ব অর্জন করা স্বপ্নের মতো।

ওই অনুষ্ঠানে ছিলেন সৌরভ গাঙ্গুলিও।

সৌরভ বলেন, “আমার পছন্দ অনুযায়ী বিশ্বের সেরা স্পিনার মুরলী, ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রা এবং ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর। আমি ব্যক্তিগত ভাবে মুরলী এবং মুরলীর পরিবারের শ্রীবৃদ্ধি ও সুস্থতা কামনা করি।”

মুরলীও সৌরভ গাঙ্গুলির উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি বলেন, সৌরভ হলেন একজন স্বয়ংসম্পূর্ণ ক্রিকেটার, যিনি নিজের হাতে বিশ্বকাপ না তুলতে পারলেও ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ বিশ্বকাপারদের তৈরি করে দিয়েছিলেন। মুরলী আরও বলেন, “আমার পছন্দের প্রথম সারির ক্রিকেটারদের মধ্যে সৌরভ অন্যতম। এ ছাড়াও সৌরভ আমার একজন ভালো বন্ধু।”

আন্তর্জাতিক ক্রিকেটজীবনের শেষ বলে ভারতের প্রজ্ঞান ওঝাকে আউট করে মুরলীধরন টেস্ট ক্রিকেটে ৮০০ উইকেট দখলের কৃতিত্ব অর্জন করেন। দিনটা ছিল ২০১০ সালের ২২ জুলাই। সেই দিনই তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৮০০ টেস্ট উইকেট এমন একটা রেকর্ড যা কোনো দিনই কেউ ছুঁতে পারবেন বলে মনে হয় না। ক্রিকেটে এটা একটা প্রায় অবিশ্বাস্য ঘটনা। তাই মুত্তিয়া মুরলিধরনের বায়োপিকের নাম ‘800’ (৮০০)।

ছবি: সঞ্জয় হাজরা   

আরও পড়ুন  

কী কাণ্ড ঘটালেন কার্তিক আরিয়ান? নেটিজেনরা কী বললেন?

মুক্তি পেল ‘টাইগার ৩’-এর টিজার, কবে মুক্তি পাবে ছবিটি?  

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

ED সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে, অবৈধ বেটিং অ্যাপ প্রচারের অভিযোগ

অবৈধ বেটিং অ্যাপের প্রচারের অভিযোগে ইডির সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে। আগামী ১৬ সেপ্টেম্বর তাঁকে হাজিরা দিতে হবে। বলিউড, দক্ষিণী তারকার পর এবার টলিউডে আইনি ঝড়।

‘ওরা শুধু বাঁচতে চাইছে’ মুম্বইয়ের প্রতিবাদ মঞ্চে যোগ দিয়ে প্যালেস্টাইনের পক্ষে সরব স্বরা ভাস্কর

অভিনেত্রী স্বরা ভাস্কর মুম্বইয়ে প্যালেস্টাইন সমর্থনকারী বিক্ষোভে যোগ দিলেন। ইজরায়েলকে অভিযুক্ত করে বললেন, ‘প্যালেস্টাইনি জনগণ কেবল বাঁচতে চাইছে।’

প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার, ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও অমর

৯১ বছর বয়সে প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার। ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও দর্শকদের মনে অমলিন। থানের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।