Homeখবরদেশএলপিজি-র দাম বাড়ল! আজ থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারে খরচ বাড়বে ২০৯ টাকা

এলপিজি-র দাম বাড়ল! আজ থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারে খরচ বাড়বে ২০৯ টাকা

প্রকাশিত

রবিবার (১ অক্টোবর, ২০২৩) এলপিজি-র সংশোধিত দাম প্রকাশ করেছে তেল বিপণন সংস্থাগুলি। আজ থেকে ১৯ কেজি সিলিন্ডারের দাম ২০৯ টাকা বাড়িয়ে দেওয়ার পরে বাণিজ্যিক এলপিজি এখন আরও ব্যয়বহুল হয়ে উঠল। তবে ১৪.২ কেজির ঘরোয়া সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে।

কোথায় কত দাম

প্রতি মাসের প্রথম দিনে সংশোধিত হয় এলপিজি সিলিন্ডারের দাম। এ দিনের সংশোধিত দাম অনুসারে, দিল্লিতে ১৯ কেজির একটি বাণিজ্যিক সিলিন্ডার ১,৭৩১.৫০ টাকায় কিনতে হবে। মুম্বই, কলকাতা এবং চেন্নাইতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম যথাক্রমে ১,৬৪৮ টাকা, ১,৮৩৯.৫০ টাকা এবং ১,৮৯৮ টাকা।

উল্লেখযোগ্য ভাবে, গত সেপ্টেম্বর মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম সিলিন্ডার প্রতি ১৫৮ টাকা কমানো হয়েছিল। আর মাস ঘুরতেই এ বার বাড়িয়ে দেওয়া হল ২০৯ টাকা।

ঘরোয়া এলপিজির দাম

গত আগস্টে ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমপক্ষে ২০০ টাকা কমিয়েছে কেন্দ্রীয় সরকার। তার পর থেকে দিল্লিতে ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ৯০৩ টাকা। মুম্বইতে ৯০২.৫০ টাকা। চেন্নাইয়ে ৯১৮.৫০ টাকা। একইসঙ্গে সেদিন থেকে কলকাতায় ৯২৯ টাকায় মিলছে রান্নার গ্যাসের একটি সিলিন্ডার।

অন্য দিকে, উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীদের জন্য, একটি এলপিজি সিলিন্ডারের মূল্য কমছে ৪০০ টাকা। অর্থাৎ, যে গ্রাহকরা উজ্জ্বলা স্কিমের সুবিধাভোগী নন, তাঁদের জন্য দাম কমানো হয়েছে মাত্র ২০০ টাকা। ৩০ আগস্ট থেকে এই নতুন দর কার্যকর হয়েছে।

সাশ্রয়ী মূল্যের পরিষেবা

পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি ইতিমধ্যে বলেছেন, “সংসারের খরচ সামলাতে গিয়ে তারা যেসব চ্যালেঞ্জগুলির মুখোমুখি হচ্ছে, আমরা তা বুঝতে পারি। রান্নার গ্যাসের দাম কমানোর লক্ষ্য পরিবার এবং নাগরিকদের সরাসরি স্বস্তি দেওয়া। পাশাপাশি সাশ্রয়ী মূল্যের পরিষেবা নিশ্চিত করার বিষয়টিকে সরকার অগ্রাধিকার দিয়ে চলেছে।”

কেন্দ্র বলেছে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY) সম্পর্কিত যোগ্য আবেদনগুলি মঞ্জুর করে বিনামূল্যে ৭৫ লক্ষ নতুন গ্যাস সংযোগ দেবে। এই নতুন সংযোগগুলির বরাদ্দ হলে উজ্জ্বলা যোজনায় সুবিধাভোগীর সংখ্যা বেড়ে হবে ১০ কোটি ৩৫ লক্ষ।

আরও পড়ুন: উত্তাল সাগর! ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কন্ট্রোল রুম খোলার নির্দেশ মুখ্যমন্ত্রীর

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

আরও পড়ুন

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।