Homeখবরদেশএলপিজি-র দাম বাড়ল! আজ থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারে খরচ বাড়বে ২০৯ টাকা

এলপিজি-র দাম বাড়ল! আজ থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারে খরচ বাড়বে ২০৯ টাকা

প্রকাশিত

রবিবার (১ অক্টোবর, ২০২৩) এলপিজি-র সংশোধিত দাম প্রকাশ করেছে তেল বিপণন সংস্থাগুলি। আজ থেকে ১৯ কেজি সিলিন্ডারের দাম ২০৯ টাকা বাড়িয়ে দেওয়ার পরে বাণিজ্যিক এলপিজি এখন আরও ব্যয়বহুল হয়ে উঠল। তবে ১৪.২ কেজির ঘরোয়া সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে।

কোথায় কত দাম

প্রতি মাসের প্রথম দিনে সংশোধিত হয় এলপিজি সিলিন্ডারের দাম। এ দিনের সংশোধিত দাম অনুসারে, দিল্লিতে ১৯ কেজির একটি বাণিজ্যিক সিলিন্ডার ১,৭৩১.৫০ টাকায় কিনতে হবে। মুম্বই, কলকাতা এবং চেন্নাইতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম যথাক্রমে ১,৬৪৮ টাকা, ১,৮৩৯.৫০ টাকা এবং ১,৮৯৮ টাকা।

উল্লেখযোগ্য ভাবে, গত সেপ্টেম্বর মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম সিলিন্ডার প্রতি ১৫৮ টাকা কমানো হয়েছিল। আর মাস ঘুরতেই এ বার বাড়িয়ে দেওয়া হল ২০৯ টাকা।

ঘরোয়া এলপিজির দাম

গত আগস্টে ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমপক্ষে ২০০ টাকা কমিয়েছে কেন্দ্রীয় সরকার। তার পর থেকে দিল্লিতে ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ৯০৩ টাকা। মুম্বইতে ৯০২.৫০ টাকা। চেন্নাইয়ে ৯১৮.৫০ টাকা। একইসঙ্গে সেদিন থেকে কলকাতায় ৯২৯ টাকায় মিলছে রান্নার গ্যাসের একটি সিলিন্ডার।

অন্য দিকে, উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীদের জন্য, একটি এলপিজি সিলিন্ডারের মূল্য কমছে ৪০০ টাকা। অর্থাৎ, যে গ্রাহকরা উজ্জ্বলা স্কিমের সুবিধাভোগী নন, তাঁদের জন্য দাম কমানো হয়েছে মাত্র ২০০ টাকা। ৩০ আগস্ট থেকে এই নতুন দর কার্যকর হয়েছে।

সাশ্রয়ী মূল্যের পরিষেবা

পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি ইতিমধ্যে বলেছেন, “সংসারের খরচ সামলাতে গিয়ে তারা যেসব চ্যালেঞ্জগুলির মুখোমুখি হচ্ছে, আমরা তা বুঝতে পারি। রান্নার গ্যাসের দাম কমানোর লক্ষ্য পরিবার এবং নাগরিকদের সরাসরি স্বস্তি দেওয়া। পাশাপাশি সাশ্রয়ী মূল্যের পরিষেবা নিশ্চিত করার বিষয়টিকে সরকার অগ্রাধিকার দিয়ে চলেছে।”

কেন্দ্র বলেছে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY) সম্পর্কিত যোগ্য আবেদনগুলি মঞ্জুর করে বিনামূল্যে ৭৫ লক্ষ নতুন গ্যাস সংযোগ দেবে। এই নতুন সংযোগগুলির বরাদ্দ হলে উজ্জ্বলা যোজনায় সুবিধাভোগীর সংখ্যা বেড়ে হবে ১০ কোটি ৩৫ লক্ষ।

আরও পড়ুন: উত্তাল সাগর! ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কন্ট্রোল রুম খোলার নির্দেশ মুখ্যমন্ত্রীর

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: উলভার্টের সেঞ্চুরি ও ক্যাপের ৫ শিকার, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি: ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে...

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

আরও পড়ুন

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...