Homeখবরদিল্লিতে সাংবাদিকদের হয়রানি ও গ্রেফতারের প্রতিবাদে কলকাতায় সাংবাদিকদের পদযাত্রা

দিল্লিতে সাংবাদিকদের হয়রানি ও গ্রেফতারের প্রতিবাদে কলকাতায় সাংবাদিকদের পদযাত্রা

প্রকাশিত

নিজস্ব প্রতিনিধি: সাংবাদিকদের উপর অত্যাচার নতুন কিছু ঘটনা নয়। শাসকদলের পছন্দমতো খবর পরিবেশন না করলে বা তাদের বিরোধী খবর পরিবেশন করলে সাংবাদিকদরা হয়রানি-নিগ্রহ-অত্যাচারের শিকার হতে পারেন। এমনকি তাঁদের গ্রেফতার করাও হতে পারে, অতি সম্প্রতি যা ঘটেছে দিল্লিতে।

এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতায় সাংবাদিকদের পদযাত্রার আয়োজন করা হয়। কলকাতা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত ওই পদযাত্রায় শামিল হয়েছিল ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবও।

গত ৩ অক্টোবর দিল্লিতে বেশ কয়েক জন সাংবাদিককে পুলিস বিনা নোটিসে দীর্ঘক্ষণ আটক করে রাখে। শুধু তা-ই নয়, তাদের কাজের সব চেয়ে গুরুত্বপূর্ণ সহায়ক বস্তু তাঁদের মোবাইল ফোন এবং ল্যাপটপও কেড়ে নেওয়া হয়। এরই পাশাপাশি দুই বর্ষীয়ান সংবাদিক ও সংবাদকর্মীকে ইউএপিএ আইনে গ্রেফতার করা হয়েছে। এরই প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে কলকাতা প্রেস ক্লাবের সঙ্গে যৌথ মিছিলে যোগ দেয় ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব।

কলকাতা প্রেস ক্লাবের সামনে থেকে সাংবাদিকদের পদযাত্রা শুরু হয়। কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস শুর, সাধারণ সম্পাদক কিংশুক প্রামাণিক, ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের সভাপতি প্রান্তিক সেন, সাধারণ সম্পাদক ইমন কল্যাণ সেন সহ রাজ্যের বিভিন্ন সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত বহু সাংবাদিক ওই পদযাত্রায় যোগ দেন। ওই পদযাত্রায় বর্ষীয়ান সাংবাদিকদের উপস্থিতি ছিল লক্ষ করার মতো। ওই পদযাত্রা গান্ধীমূর্তির পাদদেশ ঘুরে প্রেস ক্লাবে এসে শেষ হয়। পদযাত্রার শুরুর আগে সাংবাদিকদের এক সমাবেশে কেন এই পদযাত্রা তা ব্যাখ্যা করেন প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস শুর ও সাধারণ সম্পাদক কিংশুক প্রামাণিক।

ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের বিবৃতি

দিল্লিতে সাংবাদিকদের উপর পুলিশি অত্যাচার এবং তাঁদের গ্রেফতারির তীব্র নিন্দা করেছে ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব। ধৃত সাংবাদিকদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে ওই সংগঠন।

গত মঙ্গলবার ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতি জারি করে সংগঠনের সাধারণ সম্পাদক ইমন কল্যাণ সেন এবং সভাপতি প্রান্তিক সেন বলেছেন, “মুক্তচিন্তার সংবাদ পরিবেশনের স্বাধীনতা আজ বিপন্ন। সাংবাদিকদের স্বাধীন ভাবে কাজ করার অধিকার হরণের চেষ্টা চলছে। গোটা দেশেই কোনো না কোনো ভাবে আক্রান্ত হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। এই বিপজ্জনক ঝোঁক পরিহার করে প্রশাসন ও সংবাদমাধ্যমের মধ্যে হার্দিক সম্পর্ক তৈরির অনুরোধ করছে ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব।”    

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জমি-বাড়ি কিনলেই স্বয়ংক্রিয়ভাবে পুর-মিউটেশন! নতুন নিয়ম আনছে রাজ্য সরকার

জমি-বাড়ি কেনাবেচায় আর নয় পুরসভার দৌড়ঝাঁপ। রেজিস্ট্রেশনের সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে পুর-মিউটেশন। নতুন এই ব্যবস্থা আনছে রাজ্য সরকার, যাতে হয়রানি কমে ও কর সংগ্রহ বাড়ে।

বিশ্বকাপের ফাইনাল, এর চেয়ে বড় সুযোগ জীবনে আর কিছু হতে পারে না: হরমনপ্রীত কৌর

খবর অনলাইন ডেস্ক: দু’দিন আগেই অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা...

নভেম্বর থেকে বড় পরিবর্তন! স্কুল ফি, ওয়ালেট রিচার্জে নতুন চার্জ চালু করল SBI কার্ড

নভেম্বর ১ থেকে SBI কার্ডে বড়সড় পরিবর্তন। স্কুল ও কলেজ ফি, ডিজিটাল ওয়ালেট রিচার্জে লাগবে অতিরিক্ত ১% চার্জ। জেনে নিন নতুন নিয়মে কী কী পরিবর্তন এসেছে এবং কীভাবে বাঁচবেন বাড়তি খরচ থেকে।

রবিবার শাহরুখ খানের ৬০, বলিউড বাদশার প্রশংশায় পঞ্চমুখ হলিউডের কোন সুপারস্টার?

খবর অনলাইন ডেস্ক: ৬০ বছর পূর্ণ হল বলিউডের কিং খানের। রবিবার ২ নভেম্বর শাহরুখ...

আরও পড়ুন

দুর্গাপুরে মেডিক্যাল কাণ্ডে , গ্রেফতার ৩ — সহপাঠীও জড়িত, চলছে তল্লাশি

দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজে ওড়িশার এক ছাত্রীর উপর গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ জন। ধৃতদের মধ্যে সহপাঠীও রয়েছে। ঘটনায় তীব্র ক্ষোভে ফুঁসছে দুই রাজ্য।

ইরানে হামলায় ব্রিকসের নিন্দা, চন্দ্রচূড় বিতর্ক, ডাইনি সন্দেহে বধূ নির্যাতন! ১০টি গুরুত্বপূর্ণ খবর একনজরে

ইরানে সামরিক হামলা থেকে চন্দ্রচূড় বিতর্ক, হিমাচলের প্রাকৃতিক দুর্যোগ থেকে বীরভূমের 'ডাইনি' তাণ্ডব—৭ জুলাইয়ের ১০টি গুরুত্বপূর্ণ খবর পড়ে নিন একসাথে।

পুলিশের প্রচারেও থামছে না গণপিটুনি, ফের বনগাঁয় ভবঘুরেকে ছেলেধরা সন্দেহে মার

শনিবার রাতে ঠাকুরপল্লির রাস্তায় এক ভবঘুরে যুবককে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। মুহূর্তের মধ্যে ছেলেধরার গুজব ছড়িয়ে পড়ে এবং স্থানীয় লোকজন জড়ো হয়ে যুবককে বেধড়ক মারধর করে।