Homeখবরমুম্বইয়ে সাততলা বাড়িতে আগুন, মৃত অন্তত ৭, জখম ৫১

মুম্বইয়ে সাততলা বাড়িতে আগুন, মৃত অন্তত ৭, জখম ৫১

প্রকাশিত

মুম্বই: মুম্বইয়ের পশ্চিম গোরেগাঁও এলাকায় একটি সাততলা বাড়িতে আগুন লেগে অন্তত পক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন অন্তত ৫১ জন। এঁদের মধ্যে অন্তত ৫ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। শুক্রবার ভোররাত ৩.০৫-এ এই আগুন লাগে। মৃতদের মধ্যে ৩ জন মহিলা, ১ জন পুরুষ এবং ২টি শিশু রয়েছে। আর একজনের পরিচয় এখনও জানা যায়নি।  

আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। ৩৬ জনকে ভরতি করা হয়েছে হিন্দুহৃদয়সম্রাট বালাসাহেব ঠাকরে হাসপাতালে এবং ১৫ জনের চিকিৎসা চলছে কুপার হাসপাতালে। এঁদের মধ্যে গুরুতর ভাবে জখম তিনজনকে সেভেন হিলস হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

আগুন লাগার পর ‘জয় ভবানী’ নামের ওই বাড়ির বাসিন্দারা বিভিন্ন তলায় আটকে পড়েন। গোরেগাঁওয়ের বিধায়ক বিদ্যা ঠাকুর জানিয়েছেন, কী ভাবে আগুন লাগল তা জানার চেষ্টা করা হচ্ছে। প্রচণ্ড ধোঁয়ার জন্য বহু মানুষ বাড়ি থেকে বেরোতে না পেরে বাড়ির ছাদে চলে যান।  

আধিকারিকরা জানিয়েছেন, একতলা থেকে আগুন ছড়িয়ে পড়ে। নীচের তলায় ২০০০ বর্গফুট জায়গা জুড়ে থাকা বিভিন্ন দোকান, গাড়ি, মিটার কেবিন, প্লাইউড, মজুত করে রাখা প্লাইউড, পরিত্যক্ত নানা জিনিসপত্র এবং ভাঙা জানলা, দরজা, আসবাবপত্রের মধ্য দিয়ে আগুন ছড়িয়ে যায়।

দমকলের মুখ্য অফিসার রবীন্দ্র আমবুলগেকর জানান, বস্তিবাসীদের পুনর্বাসন প্রকল্প অনুসারে এই ভবনটি ২০০৬ সালে তৈরি হয়েছিল। এখানে আগুন নেভানোর কোনো ব্যবস্থা ছিল না। লিফট্‌টাও খুব পুরোনো। লিফট্‌-এর ডাক্টের মধ্য দিয়ে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় সকাল প্রায় ৭টা নাগাদ আগুন নেভানো সম্ভব হয়।

আগুন লাগার খবর পেয়ে দমকলের ৮টি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায়। পাঁচটি জাম্বো জলের ট্যাঙ্ক, ৩টে স্বয়ংক্রিয় টার্ন টেবিল, একটা টার্ন টেবিল সিঁড়ি, একটি অ্যাম্বুলেন্সও ঘটনাস্থলে যায়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দক্ষিণবঙ্গে শনিবার বৃষ্টি, উত্তরবঙ্গে ধীরে ধীরে স্বস্তি; দুর্বল মোন্থা এখন ঝাড়খণ্ডে নিম্নচাপে

কলকাতাসহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় শনিবারও বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে কমেছে বৃষ্টি। ঘূর্ণিঝড় মোন্থা শক্তি হারিয়ে ঝাড়খণ্ডের কাছে নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার থেকে রাজ্যে আবহাওয়া স্বাভাবিক হওয়ার ইঙ্গিত।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

অভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ কাজে দিল না, দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে মাত করল অস্ট্রেলিয়া

ভারত: ১২৫ (১৮.৪ ওভার) (অভিষেক শর্মা ৬৮, হর্ষিত রানা ৩৫, জোশ হ্যাজলউড ৩-১৩, নাথান...

আরও পড়ুন

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।