Homeখবরদেশদুর্গাপুজোর মেলায় পদপিষ্ট হয়ে ৫ বছরের শিশু-সহ মৃত ৩, মর্মান্তিক ঘটনা বিহারের...

দুর্গাপুজোর মেলায় পদপিষ্ট হয়ে ৫ বছরের শিশু-সহ মৃত ৩, মর্মান্তিক ঘটনা বিহারের গোপালগঞ্জে

প্রকাশিত

সোমবার বিহারের গোপালগঞ্জ জেলায় একটি দুর্গাপুজোর মেলায় পদপিষ্ট হয়ে পাঁচ বছর বয়সি একটি শিশু এবং দুই মহিলার মর্মান্তিক মৃত্যু। পুলিশ জানিয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছে।

পুলিশ সুপার স্বর্ণ প্রভাত জানিয়েছেন, শহরের রাজাদল এলাকার একটি পুজোয় এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, দুর্গাপুজোর প্যান্ডেলের পাশেই বসেছে মেলা। প্রতিদিনের মতো ঠাকুর দেখে মেলায় ঘুরতে যাচ্ছিলেন জনতা। কিন্তু নবমীর রাতে ভিড় যেন উপচে পড়েছিল। মেলার মধ্যে ভিড়ের চাপে তিন জন প্রাণ হারান। মৃতদের নাম দিলীপ রাম (৫), উর্মিলা দেবী (৫৫) এবং শান্তি দেবী (৬০)।

পুলিশ সুপার বলেন, দর্শনার্থীরা “প্রসাদ” নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। সেসময় যখন শিশুটি পড়ে গিয়েছিল, তাকে বাঁচানোর চেষ্টা করেন দুই মহিলা। কিন্তু দুর্ভাগ্যক্রমে তিনজনেরই মৃত্যু হয়। তিনি আরও বলেন, “এই ঘটনায় ১৩ জন মহিলা ও শিশু আহত হওয়ার খবর পাওয়া যায়। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিশু ও দুই মহিলার মৃত্যু হয়। বাকিরা বিপদমুক্ত বলে জানা গেছে”।

গোপালগঞ্জের জেলাশাসক নওয়াল কিশোর চৌধুরী বলেন, “রাজ্য জুড়ে অনেক দুর্গাপুজো হচ্ছে। একটি মণ্ডপে পদপিষ্ট হওয়ার ঘটনা সামনে এসেছে। একটি শিশু ভিড়ের চাপে পড়ে গিয়েছিল, তাঁকে তুলতে গিয়ে আরও দুই মহিলা পদপিষ্ট হন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁদের মৃত্যু হয়”।

স্থানীয়দের অভিযোগ, ওই পুজো মণ্ডপে কোনো নিরাপত্তারক্ষী মোতায়েন ছিল না। আর তার ফলে ভিড় নিয়ন্ত্রণও করাও যায়নি। উপচে পড়া ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় ম্যাজিস্ট্রেট ও পুলিশ। বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন: বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করেই পুজোর শেষবেলায় মানুষের ঢল মহানগরে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

শুক্রবার প্রকাশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল

৩১ অক্টোবর প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে সংসদ। দুপুর ২টা থেকে অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখা যাবে ফল।

ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্ট শক্তির জেরে উত্তরবঙ্গে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা, দক্ষিণবঙ্গেও বৃষ্টির আশঙ্কা

ঘূর্ণিঝড় মোন্থা স্থলভাগে আঘাত হানার পর দুর্বল হলেও তার প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে।

দ্বিতীয় ত্রৈমাসিকে ব্যান্ডন ব্যাংকের মুনাফা ৮৮% কমে ₹১১২ কোটি, বাড়ল এনপিএ

বেসরকারি খাতের ব্যান্ডন ব্যাংক ২০২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ৮৮ শতাংশ পতনের মুখে। ব্যাংকের নিট মুনাফা কমে ₹১১২ কোটি। এনপিএ বেড়েছে, সুদের আয় ও CASA অনুপাতেও পতন।

আরও পড়ুন

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।