Homeখবরবিদেশবন্দুকবাজের হামলায় আমেরিকার লেউইসটন শহরে নিহত অন্তত ২২

বন্দুকবাজের হামলায় আমেরিকার লেউইসটন শহরে নিহত অন্তত ২২

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: আবার বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রের শহরে। প্রাণ গেল অন্তত ২২ জনের। বুধবার ঘটনাটি ঘটেছে মাইনে প্রদেশের লেউইসটন শহরে। শহরে আপাতত সব রকম ব্যাবসা বন্ধ রাখা এবং শহরবাসীকে বাড়ির বাইরে না বেরোনোর জন্য স্থানীয় প্রশাসন এবং পুলিশ কর্তৃপক্ষ নির্দেশ জারি করেছে।

নিউজ চ্যানেল সিএনএন-এর সূত্রে জানা গিয়েছে, অন্ততপক্ষে ৫০-৬০ জন আহত হয়েছেন। তবে বন্দুক-হামলায় ঠিক কত জন আহত হয়েছেন তা পরিষ্কার করে জানা যায়নি। অবাধে ঘুরে বেড়াচ্ছে সন্দেহভাজন বন্দুকবাজ। তাকে ধরার চেষ্টা চলছে। গোটা ঘটনার তদন্ত চলছে।

সিটি কাউন্সিলার রবার্ট ম্যাকার্থি নিউজ চ্যানেলকে জানিয়েছেন, কর্তৃপক্ষ “মোটামুটি আন্দাজ করতে পেরেছে, কে এই বন্দুকবাজ।” ম্যাকার্থি বলেন, “শহরের বোলিং অ্যালি-তে (বোলিং খেলার জায়গা) যে বা যারা এই কাণ্ড ঘটিয়েছে, তাদের একটা পরিচিতি আছে বলে আমার মনে হচ্ছে। অন্তত ২২ জন মারা গিয়েছেন আর অনেক বেশি আহত হয়েছেন।”

এবিসি নিউজ সূত্রে জানা গিয়েছে, শহরের বোলিং অ্যালি, একটি বার এবং ওয়ালমার্ট ডিস্ট্রিবিউশন সেন্টারে এই গুলি চালানোর ঘটনা ঘটে।

পরিচয় গোপন রাখার শর্তে স্থানীয় দুই আইন-আধিকারিক সংবাদসংস্থা এপিকে জানিয়েছেন, তদন্তকারীরা অপরাধের পুরো ঘটনাটা সাজানো এবং সাক্ষ্যপ্রমাণ জোগাড় করার চেষ্টা করছে।

আন্দ্রোসকগিন কাউন্টি শেরিফের অফিসের তরফে ফেসবুকের মারফত এক বিবৃতিতে বলা হয়েছে, “আমরা যতক্ষণ তদন্ত চালাব ততক্ষণ যেন সমস্ত ব্যাবসা যেন বন্ধ থাকে। সন্দেহভাজন বন্দুকবাজ অবাধে ঘুরে বেড়াচ্ছে।”

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ (আগেকার টুইটার) মাইনে স্টেট পুলিশ ‘একজন সক্রিয় বন্দুকবাজ’ সম্পর্কে সবাইকে সতর্ক করে দিয়েছে।

‘এক্স’ হ্যান্ডেলে তারা বলেছে, “আমরা সাধারণ মানুষকে কোনো জায়গায় আশ্রয় নিতে বলছি। দয়া করে দরজায় তালাচাবি দিয়ে ভিতরে থাকুন। আইনবলবৎকারী বিভাগ বিভিন্ন জায়গায় তদন্ত চালাচ্ছে। যদি আপনারা সন্দেহভাজন কিছু কাণ্ডকারখানা বা সন্দেহভাজন কোনো ব্যক্তিকে দেখেন তা হলে ৯১১-য় ফোন করে জানান।”

লেউইসটনের মেয়র কার্ল শেলাইন বলেছেন, “আমাদের শহর এবং শহরবাসীর জন্য খুব চিন্তিত হয়ে আছি।” প্রশাসনিক কর্তৃপক্ষ যে নির্দেশ দিয়েছেন, তা মেনে চলার জন্য তিনি শহরবাসীকে অনুরোধ করেছেন।              

মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুকবাজের হামলা প্রায়ই ঘটে থাকে। চার জন বা তার বেশি মানুষ গুলিবিদ্ধ হয়েছেন, এমন ঘটনা ২০২০-এর কোভিড অতিমারির পর থেকে আরও বেড়ে গিয়েছে। ২০২২-এ এ ধরনের অন্তত ৬৪৭টা ঘটনা ঘটেছিল বলে রয়টারের ‘গান ভায়োলেন্স আর্কাইভ’ থেকে জানা গিয়েছে।

তবে এ ধরনের মর্মান্তিক বন্দুক-হামলা শেষ ঘটেছিল ২০২২-এর মে মাসে। টেক্সাসের ইউভালডে-তে একটি শিশুদের স্কুলে এক বন্দুকবাজ এলোপাথাড়ি গুলি চালায়। তাতে ১৯ জন খুদে পড়ুয়া এবং ২ জন শিক্ষক প্রাণ হারান।      

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

অস্ট্রেলিয়া: ৩৩৮ (৪৯.৫ ওভার) (ফোবে লিচফিল্ড ১১৯, এলিসে পেরি ৭৭, অ্যাশলে গার্ডনার ৬৩, শ্রী...

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

শুক্রবার প্রকাশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল

৩১ অক্টোবর প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে সংসদ। দুপুর ২টা থেকে অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখা যাবে ফল।

আরও পড়ুন

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

বামপন্থী নির্দল ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

ডাবলিন (আয়ারল্যান্ড): বামপন্থী নির্দল প্রার্থী ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন। তাঁর...

ভারত থাকবে দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির তালিকায়, আইএমএফ-এর পূর্বাভাস অনুযায়ী বৃদ্ধির হার ৬.৬%

নয়াদিল্লি: আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ, IMF) সর্বশেষ বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাসে (ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, WEO)...