Homeখবরদেশমহুয়া মৈত্রের আইফোনে 'রাষ্ট্রীয় মদতে' হ্যাকের সতর্কবার্তা, আপনি পেলে কী করবেন

মহুয়া মৈত্রের আইফোনে ‘রাষ্ট্রীয় মদতে’ হ্যাকের সতর্কবার্তা, আপনি পেলে কী করবেন

প্রকাশিত

নিজেদের আইফোনে পাওয়া অ্যাপলের সতর্কবার্তা নিয়ে মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন মহুয়া মৈত্র, শশী তারুর, প্রিয়ঙ্কা চতুর্বেদী এবং আসাদউদ্দিন ওয়াইসি-সহ সাংসদ। এ ধরনের সতর্কবার্তায় ‘রাষ্ট্র পরিচালিত হ্যাকারদের’ সম্ভাব্য ‘টার্গেট’ হওয়ার ইঙ্গিত দেয়। এমন সতর্কবার্তা পেলে আপনি কী করবেন?

মহুয়া মৈত্রের বিস্ফোরক অভিযোগ

মহুয়ার অভিযোগ, তাঁর ফোন ও ইমেল হ্যাক করার চেষ্টা করছে স্বরাষ্ট্রমন্ত্রক। নিজের অভিযোগের স্বপক্ষে অ্যাপেলের পাঠানো মেসেজ ও ইমেলের স্ক্রিনশট শেয়ার করেছেন তৃণমূল সাংসদ। সেখানে লেখা, “রাষ্ট্রের মদতে আপনার ফোনে নজরদারি চলছে।”

মহুয়ার শেয়ার করা স্ক্রিনশট অনুযায়ী, অ্যাপল থেকে আসা সতর্কবার্তায় লেখা রয়েছে, ‘‘রাষ্ট্রপরিচালিত হ্যাকারেরা আপনাকে ‘টার্গেট’ করেছে। অ্যাপল আইডির সঙ্গে আপনার যে আইফোনটি যুক্ত করা আছে, সেটি হ্যাক করার চেষ্টা করা হচ্ছে। আপনি কে, কী করেন— সম্ভবত এ সব দেখে হ্যাকারেরা নির্দিষ্ট করে আপনাকেই ‘টার্গেট’ করেছে।’’

এ ধরনের ঘটনা প্রকাশ্যে আসার পর পরই আইওএস ব্যবহারকারীদের মধ্যে গুঞ্জন তৈরি হয়েছে। আসলে আইওএস ব্যবহারকারীদের সুরক্ষা এবং সহায়তা করার জন্য একটি সক্রিয় অ্যালার্ট সিস্টেম রয়েছে অ্যাপলের হাতে। যাঁরা মনে করেন, রাষ্ট্র পরিচালিত সাইবার হুমকির ঝুঁকি রয়েছে, তাঁদের জন্য এটি যথেষ্ট কার্যকরী।

সাইবার হানা নিয়ে অ্যাপলের ব্যাখ্যা

অ্যাপলের মতে, একাংশের নির্দিষ্ট ব্যক্তিকে তাঁর অনন্য পরিচয় বা পেশাদার ভূমিকার কারণে টার্গেট হিসাবে চিহ্নিত করা হয়। সাধারণ সাইবার আক্রমণের ছাড়াও, “রাষ্ট্র-পরিচালিত হ্যাকাররা” একটি নির্দিষ্ট, সীমিত গ্রুপকে টার্গেট করতে পারে। এর জন্য সংশ্লিষ্ট ডিভাইসগুলিতে ফোকাস করতে যথাযথ ব্যবস্থাও নেওয়া হয়। এ ধরনের উচ্চ স্তরের আক্রমণগুলি শনাক্ত করা এবং ব্যর্থ করা উল্লেখযোগ্য ভাবে অনেক বেশি চ্যালেঞ্জিং।

একইসঙ্গে অ্যাপল আরও স্পষ্ট করে বলেছে যে কিছু ক্ষেত্রে, এই বিজ্ঞপ্তিগুলি “ফল্‌স অ্যালার্ম” হতে পারে। এই ধরনের আক্রমণ শনাক্তকরণ থ্রেইট ইন্টেলিজেন্স সিগন্যালের উপর নির্ভর করে, যা অসম্পূর্ণও হতে পারে। এটাও ঠিক যে অ্যাপলের কিছু সতর্কবার্তা সঠিক ভাবে একটি প্রকৃত হুমকির প্রতিফলন নাও ঘটাতে পারে। আবারও এমনও হয়েছে, কিছুক্ষেত্রে আক্রমণ শনাক্ত করা যায়নি।

আপনি সতর্কবার্তা পেলে কী করবেন

ডিভাইসে নিয়মিত ভাবে সাম্প্রতিক সফ্‌টওয়্যারগুলির আপডেট করা হয়েছে কি না, তা নিশ্চিত করুন। যার মধ্যে সিকিউরিটি ফিক্স বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ।

একটি সুরক্ষিত পাসকোড দিয়ে ডিভাইসকে সুরক্ষিত করুন।

টু-ফ্যাক্টর অথেন্টিকেশন এনাবল করুন এবং অ্যাপল আইডির জন্য একটি শক্তিশালী পাসওয়ার্ড রাখুন।

শুধুমাত্র অফিসিয়াল অ্যাপ স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করুন।

অনলাইন অ্যাকাউন্টের জন্য শক্তিশালী এবং অনন্য পাসওয়ার্ড ব্যবহার করুন।

লিঙ্কে ক্লিক করা বা অজানা প্রেরকদের থেকে লিঙ্ক খুলবেন না।

ব্যবহারকারীদের সবসময় সতর্ক থাকতে হবে। নিরাপত্তা সংক্রান্ত পরামর্শগুলি অনুসরণ করাই শ্রেয়। এ ভাবেই সাইবার আক্রমণ অথবা অন্য কোনো ঝুঁকিমূলক কার্যকলাপের বিরুদ্ধে নিজেদের সুরক্ষা বাড়ানো যেতে পারে।

আরও পড়ুন: হাসপাতাল থেকে সিজিও কমপ্লেক্স, সকাল থেকে টানা জেরা জ্যোতিপ্রিয় মল্লিককে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

আরও পড়ুন

WhatsApp-এ স্টোরেজ ম্যানেজমেন্ট এবার আরও সহজ! চ্যাট স্ক্রিন থেকেই বড় ফাইল ডিলিটের নতুন ফিচার

WhatsApp ব্যবহারকারীদের জন্য এল নতুন স্টোরেজ ম্যানেজমেন্ট ফিচার। এখন চ্যাট ইনফো স্ক্রিন থেকেই বড় ভিডিও ও ফাইল সহজে ডিলিট করুন। জানুন কীভাবে কাজ করবে এই নতুন আপডেট।

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...