Homeভ্রমণভ্রমণের খবরদার্জিলিঙে গেলে এ বার থেকে দিতে হবে ‘ট্যুরিস্ট ট্যাক্স’, হোটেল ব্যবসায়ীদের আপত্তি

দার্জিলিঙে গেলে এ বার থেকে দিতে হবে ‘ট্যুরিস্ট ট্যাক্স’, হোটেল ব্যবসায়ীদের আপত্তি

প্রকাশিত

দার্জিলিং: শৈলশহর দার্জিলিং ভ্রমণকারীদের কাছ থেকে ‘ট্যুরিস্ট ট্যাক্স’ আদায়ের সিদ্ধান্ত নিল দার্জিলিং পুরসভা। পুরসভার এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন হোটেল ব্যবসায়ীরা।

সূত্রের খবর, প্রতিদিন প্রতি পর্যটকের কাছ থেকে ২০ টাকা করে কর নেওয়া হবে। পাঁচ বছরের কমবয়সি যারা তাদের জন্য কর দিতে হবে না। এ ব্যাপারে পুরসভার তরফে টেন্ডার ছাড়া হয়েছিল। সেই টেন্ডারে সাড়া দিয়ে এক এজেন্সি এই কর সংগ্রহের দায়িত্ব পেয়েছে। যে এজেন্সিকে এই দায়িত্ব দেওয়া হয়েছে তারা করসংগ্রহকারীদের জোগাড় করবে। করসংগ্রহকারীদের পরনে থাকবে ইউনিফর্ম, সঙ্গে থাকবে পরিচিতিপত্র।

এ ব্যাপারে শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ওই বিজ্ঞপ্তিতে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হবে কবে থেকে এই কর সংগ্রহ শুরু হবে। দার্জিলিং পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র ঠাকুরি খবরের সত্যতা স্বীকার করে জানিয়েছেন, “শীঘ্রই এই কর সংগ্রহ শুরু হবে।”

কেন আপত্তি হোটেল ব্যবসায়ীদের

বিষয়টি নিয়ে আপত্তি রয়েছে হোটেল ব্যবসায়ীদের। একজন হোটেল ব্যবসায়ী বলেন, “আমাদের সঙ্গে কোনো রকম পরামর্শ না করেই পুরসভা এই সিদ্ধান্ত নিয়েছে। অতীতেও এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই সময়ে আমাদের অভিজ্ঞতা খুবই খারাপ।”

দার্জিলিং পুরসভা এই নিয়ে চার বার পর্যটকদের উপর ‘ট্যুরিস্ট ট্যাক্স’ চাপাল। আর প্রত্যেক বারই কিছু দিন চালানোর পর কর সংগ্রহ বন্ধ করে দিতে হয়েছিল। প্রথমে এই কর চাপানো হয় ২০০৮ সালে। তার পর ২০১১-তে পর্যটকদের উপর প্রতি দিন মাথাপিছু ৩ টাকা করে কর চাপানো হয়। কিছু দিন চালানোর পর তা বন্ধ করে দেওয়া হয়। পরে আবার ২০১২ সালে প্রতি দিন মাথাপিছু ১০ টাকা করে কর চাপানো হয়।

আগের তিন বার এই প্রচেষ্টা ফলপ্রসূ না হওয়ার কারণ হোটেল ব্যবসায়ীদের অসহযোগিতা। বহু হোটেল ব্যবসায়ী বলেছেন, করসংগ্রহকারীরা তাঁদের ইচ্ছামতো সময়ে আসতেন এবং হোটেল রেজিস্টার দেখতে চাইতেন। সংগ্রহকারীরা বলতেন পর্যটকদের কাছ থেকে কর সংগ্রহ করে রাখতে এবং পরে তা তাঁদের হাতে তুলে দিতে।

অনেক হোটেল ব্যবসায়ী চান নৈনিতাল, গুলমার্গের মতো দার্জিলিং-এও শহরে ঢোকার মুখেই পুরসভা কর সংগ্রহ করে নিক। এক হোটেল ব্যবসায়ী বললেন, “পুরসভা কর সংগ্রহের সিদ্ধান্ত নিলে আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাই হোটেলে ঢোকার আগেই পর্যটকদের কাছ থেকে এই কর যেন সংগ্রহ করে নেওয়া হয়।”

তবে জেলা আধিকারিকরা মনে করেন, দার্জিলিং শহরে ঢোকার মুখে কর সংগ্রহের প্রস্তাবটি অবাস্তব। একজন আধিকারিক বলেন, “গাড়িতে পর্যটকদের চেনা খুব মুশকিল। তা ছাড়া দার্জিলিঙের রাস্তা খুব সরু। সেখানে গাড়ি দাঁড় করিয়ে কর সংগ্রহ করলে বিশাল ট্র্যাফিক জ্যাম হয়ে যাবে। বিশেষ করে, পর্যটনের ভরা মরশুমে এটা একটা বড়ো সমস্যা সৃষ্টি করবে।” জেলা আধিকারিকরা মনে করেন, পর্যটকরা কত দিন দার্জিলিঙে থাকছে তা জানার ভালো জায়গা হল হোটেল।

দার্জিলিঙে শ’চারেক হোটেল রয়েছে। এ ছাড়াও রয়েছে বহু হোমস্টে। যে সব পর্যটক হোমস্টেতে উঠবেন তাঁদের ক্ষেত্রে কী করা হবে তা পরিষ্কার নয়। কারণ এ ব্যাপারে পুরসভা যে টেন্ডার ছেড়েছে তাতে শুধু হোটেলেরই কথা বলা হয়েছে। সেখানে হোমস্টের কোনো উল্লেখ নেই। তা ছাড়া যাঁরা বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের বাড়িতে আসবেন তাঁরা সম্ভবত এই কর থেকে ছাড় পেয়ে যাবেন।

সূত্র মারফত জানা গিয়েছে, যে বেসরকারি এজেন্সি এই কর সংগ্রহের দায়িত্ব পেয়েছে তারা হোটেলে হোটেলে ট্যুরিস্ট ট্যাক্স সংগ্রহ করার রশিদ বই দিয়ে আসছে। তবে বহু হোটেল এই রশিদ বই নিতে অস্বীকার করছে।

সাম্প্রতিকতম

গণ অসুস্থতাজনিত ছুটি নেওয়ার জের, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ৩০ কেবিন ক্রু ছাঁটাই

খবর অনলাইন ডেস্ক: অন্তত ৩০ জন কেবিন ক্রুকে ছাঁটাই করল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এই...

আদানি-আম্বানির সঙ্গে চুক্তি করেছে কংগ্রেস: মোদী, তা হলে প্রধানমন্ত্রী সিবিআই-ইডি পাঠিয়ে দিন: রাহুল

খবর অনলাইন ডেস্ক: শিল্পপতি গৌতম আদানি আর মুকেশ আম্বানিকে নিয়ে বাগযুদ্ধ লেগে গেল প্রধানমন্ত্রী...

ভবিষ্যতে চিকিৎসক হয়ে সাধারণ মানুষের পাশে থাকতে চান উচ্চ মাধ্যমিকে নবম স্থানাধিকারী বিতান আহমেদ

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : ভবিষ্যতে চিকিৎসক হয়ে সাধারণ মানুষের পাশে থেকে সেবা করতে চান...

বুধবার থেকে বাংলাদেশ সফরে ভারতের বিদেশসচিব বিনয় কোয়াত্রা

খবর অনলাইন ডেস্ক: ভারতের বিদেশসচিব বিনয় কোয়াত্রা আজ বুধবার বাংলাদেশ সফরে যাচ্ছেন। দুটি দেশের...

আরও পড়ুন

ভবিষ্যতে চিকিৎসক হয়ে সাধারণ মানুষের পাশে থাকতে চান উচ্চ মাধ্যমিকে নবম স্থানাধিকারী বিতান আহমেদ

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : ভবিষ্যতে চিকিৎসক হয়ে সাধারণ মানুষের পাশে থেকে সেবা করতে চান...

চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ, বেতন ফেরত নিয়েও বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা...

শেষ করতে হবে সিলেবাস, গরম ও পুজোর ছটিতেও অনলাইন ক্লাস নেওয়া হোক, চাইছে পর্ষদ

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, যেহেতু মাধ্যমিকের তুলনায় উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমে বিষয় সংখ্যা বেশি। তাই এই সিদ্ধান্ত।