Homeরাজ্যআলিপুরদুয়ারডুয়ার্সের জঙ্গলে হাতির মৃত্যু, মালগাড়ির ধাক্কায় প্রাণ গেল মা ও দুই শাবকের

ডুয়ার্সের জঙ্গলে হাতির মৃত্যু, মালগাড়ির ধাক্কায় প্রাণ গেল মা ও দুই শাবকের

প্রকাশিত

নিজস্ব প্রতিনিধি: ডুয়ার্সের জঙ্গল ভেদ করে যাওয়া রেললাইনে মালগাড়ির ধাক্কায় ফের মৃত্যু হল হাতির। একটি নয়, তিনটি। দুই শাবক-সহ মা হাতির প্রাণ গেল। সোমবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে আলিপুরদুয়ারের রাজাভাতখাওয়া এলাকায়। এই ঘটনায় সাময়িক ভাবে বন্ধ হয়ে যায় আলিপুরদুয়ার-শিলিগুড়ি রুটে ট্রেন চলাচল।

এই ঘটনা নিয়ে সরব হয়েছেন স্থানীয় বন্যপ্রাণপ্রেমীরা। তাঁদের প্রশ্ন, এত রকম সতর্কতা নেওয়া সত্ত্বেও ডুয়ার্সে কেন বারবার ট্রেনের ধাক্কায় বন্যপ্রাণীর প্রাণ যায়। কী ভাবে ট্রেনের সঙ্গে হাতির ধাক্কা লাগল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রেল।

সোমবার সকালে স্থানীয় মানুষজন রেললাইনের মধ্যে দুটি বাচ্চা হাতির দলাপাকানো দেহ পড়ে থাকতে দেখেন। এক শাবকের দেহ মেলে লোহার পাতে নাড়িভুঁড়ি বেরিয়ে থাকা অবস্থায়। আর অন্যটির দেহ আটকে ছিল মালগাড়ির চাকায়। আর মা-হাতি মালগাড়ির ধাক্কায় লাইন থেকে ৫০ মিটার দূরে ছিটকে পড়ে মারা যায়।

রেল সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল সোয়া ৭টা নাগাদ রাজাভাতখাওয়া ও কালচিনি স্টেশনের মাঝখানে শিলিগুড়িগামী মালগাড়ির ধাক্কায় মৃত্যু হয় ৩টি হাতির। থমকে যায় মালগাড়ি। রেলকর্মীরা এসে হাতির দেহাবশেষ ট্রেনের নীচ থেকে বার করেন। মায়ের সঙ্গে দুই শাবক রেললাইন পেরোতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে বলে রেলের অনুমান।

আলিপুরদুয়ারের বিভাগীয় রেল আধিকারিক অমরজিৎ গৌতম জানান, “ট্রেনের ধাক্কায় রাজাভাতখাওয়ার শিকারিগেট এলাকায় ৩টি হাতির মৃত্যু হয়েছে। ওই এলাকায় ট্রেনের গতি নিয়ন্ত্রিত থাকার কথা। তার পরেও কী ভাবে হাতির সঙ্গে ট্রেনের ধাক্কা লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। ট্রেনচালকরা মত্ত অবস্থায় ছিলেন কি না তা জানতে তাঁদের মেডিক্যাল পরীক্ষা হবে।”

রেললাইন পেরোতে গিয়ে যাতে বন্যপ্রাণীদের প্রাণ না যায় তার জন্য জঙ্গলের বুক চিরে যাওয়া রেললাইনের দু’ ধার দিয়ে সেন্সরযুক্ত অপটিক্যাল ফাইবার বসানোর সিদ্ধান্ত নেয় রেলমন্ত্রক। জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া রেলপথে এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে দু’ পাশে ১০ মিটারের মধ্যে হাতি থাকলে রেলের চালকের কাছে সিগন্যাল চলে যাওয়ার কথা। 

এই প্রযুক্তি ব্যবহার করে কয়েক বছর ধরে বহু দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে রেলের দাবি। তা সত্ত্বেও গত ১০ অগস্ট ডুয়ার্সে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এক অন্তঃসত্ত্বা হাতির। এই সব ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ বন্যপ্রাণপ্রেমীরা। তাঁদের দাবি, যদি চালকদের গাফিলতিতে এই মৃত্যু হয়ে থাকে তাহলে তাদের শাস্তি চাই।

আরও পড়ুন

দার্জিলিঙে গেলে এ বার থেকে দিতে হবে ‘ট্যুরিস্ট ট্যাক্স’, হোটেল ব্যবসায়ীদের আপত্তি

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পুজোয় উত্তর ভারত ভ্রমণে স্বস্তি, উত্তরবঙ্গ-সিকিমেও দুর্যোগের আশঙ্কা নেই

পুজোর ছুটিতে উত্তর ভারত বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে স্বস্তির খবর। পঞ্জাব, কাশ্মীর, হিমাচল থেকে বিদায় নেবে বর্ষা। উত্তরবঙ্গ ও সিকিমে বৃষ্টি হলেও দুর্যোগের সম্ভাবনা নেই।

মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্কের ‘বিন্যাস’ বোনা হচ্ছে কেষ্টপুর প্রফুল্ল কানন (পশ্চিম) অধিবাসীবৃন্দর পুজোয়

কেষ্টপুর প্রফুল্ল কানন (পশ্চিম) দুর্গাপুজোয় এবছর থিম ‘বিন্যাস’। শিল্পী কৃশানু পালের ভাবনায় ফুটে উঠবে মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্ক।

সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গার্গ

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: অসমের কণ্ঠ, অসমিয়ার প্রাণ শিল্পী জুবিন গার্গ আর নেই।...

মাত্র ৪ দিন ভাজাভুজি খেলেই ক্ষতিগ্রস্ত মস্তিষ্ক! কৃত্রিম শর্করাতেও লুকিয়ে ভয়ঙ্কর বিপদ

সাম্প্রতিক গবেষণায় দাবি, মাত্র ৪ দিন ভাজাভুজি খেলেই মস্তিষ্কের কার্যকারিতা নষ্ট হতে শুরু করে। অন্য গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা মস্তিষ্ককে আগেভাগেই বুড়িয়ে দেয়, প্রসেসড খাবার বাড়ায় কিডনি রোগের ঝুঁকি।

আরও পড়ুন

রাজ্যে বেড়ে গেল জমি-বাড়ির সার্কল রেট, রেজিস্ট্রেশনের খরচ বাড়বে ১২ থেকে ৫০ শতাংশ

২০১৯ সালের পর ফের বাড়ল জমি-বাড়ির সার্কল রেট। এবার ১২ থেকে ৫০ শতাংশ হারে রেজিস্ট্রেশনের খরচ বাড়বে। শহর ও শহরতলিতে বৃদ্ধির হার সর্বাধিক।

মহালয়া থেকে দেবীপক্ষের প্রথম দু’দিন: দক্ষিণবঙ্গে টুকটাক বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা

দেবীপক্ষের শুরুতে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা। ২৩ সেপ্টেম্বরের পর নিম্নচাপের গতিপথেই নির্ভর করবে পুজোর আবহাওয়া।

বর্ষা বিদায় নিতে শুরু করলেও পুজোয় বৃষ্টির হাত থেকে নিস্তার নেই পশ্চিমবঙ্গের

এবার পুজোটাই পড়েছে বর্ষাতে। তাই বর্ষার আর কী দোষ! বৃষ্টি হবেই। কিছু করার নেই।